সবাইকে সালাম জানিয়ে আজকের লেখা শুরু করছি। একটা বিষয় নিয়ে আজ লিখতে বসলাম। যদিও বিষয়টি সবার জানা থাকার কথা। তবে আমরা অনেকেই কয়েকটি জনপ্রিয় সিএমএস সম্পর্কে জানি। কিন্তু আজ শেয়ার করলাম পৃথিবীর সেরা কয়েকটি সিএমএস সিস্টেম।যারা ওয়েবসাইটের সাথে জড়িত তারা হয়ত সিএমএস সম্পর্কে জানি। আর সবচেয়ে পরিচিত সিএমএস হল ওয়ার্ডপ্রেস ও জুমলা। কিন্তু আজ আপনাদের সাথে পরিচয় করে দিব সেরা ১০ টি সিএমএস। নিম্নে তা উল্লেখ করা হল :
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস হল এই ওয়ার্ডপ্রেস। এই সিএমএসটি সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্চে। ওয়েবডিজাইজারদের কাছে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় সাইট এটি।
ওয়ার্ডপ্রেস সাইটের পরে অবস্থান হল জুমলা। এই সিএমএসটি কম ব্যবহৃত হচ্চে না।
আজ তাহলে এই পর্যন্তই। আশা করি সকলের সাথে আরো ভাল টিউন নিয়ে কথা হবে।
সবার কছে বিনীত আহবান হল একটি ওয়েবসাইটের প্রাণ হল ভিজিটর তাই সকল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে ওয়েবসাইটকে রক্ষা করুন। আমাদের প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ সাইটটি নিয়মিত ভিজিট করে আপনার আমদের সাথে থাকুন। ভিজিটর না থাকলে সাইটের আপডেটের প্রতি মনযোগ আসে না। তাই নিয়মিত ভিজিট করুন আর আপনার লেখা সবার সাথে শেয়ার করুন।
আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait
Thanks