বিভিন্ন নিউজ সাইটে আমরা সাম্প্রতিক নিউজ, তাজা খবর শিরোনামে লেখা স্ক্রল করতে দেখি। এগুলোর বিভিন্ন ইফেক্টে শো করে। যেমন ডান থেকে বাঁ দিকে যাওয়া, টাইপ ইফেক্ট হওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা ধারাবাহিকভাবে এগুলো শিখব। আজ আমরা শিখব কিভাবে একটি চমৎকার স্টাইলে স্ক্রল করবে।
প্রথমেই আমরা একটি জাভাস্ক্রীপ্ট ফাইল ডাউনলোড করব এখান থেকে।
এটি ডাউনলোড করে যেই পেজে আমরা ইফেক্টটি দেখাব সেই পেজে এটি রাখব। এই ফাইলের মধ্যে নিউজের শিরোনাম এবং লিংক দিতে হবে। এজন্য এটিকে যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করে আপনার কাংখিত শিরোনাম এবং লিংক দিন। তারপর সেই পেজের যেখানে এই ইফেক্টটি শো করাতে চান সেখানে এই কোডটি দিন।
<div id="spage" style="width:650px; height:30px; overflow:hidden;"></div><script language="javascript" charset="utf-8" src="./newsticketer.js"></script>
এটি চাইলে আপনারা ওয়ার্ডপ্রেস বা জুমলাতে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে হলে এর টেমপ্লেটের index.php এর <?php get_header(); ?> নামককোডটির পরে উপরের কোডটি দিন।
আর জুমলার ক্ষেত্রেও এর টেমপ্লেটের index.php ফাইলের সুবিধাজনক স্থানে দিন।
এটি আমি একটি ওয়ার্ডপ্রেস সাইটে সংযুক্ত করেছি। দেখুন এখান থেকে।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
🙁 কষ্ট পাইলাম