হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির বেড়াজালে হারিয়ে যান নি তো! আশা করি আমরা প্রযুক্তি জানবো, প্রযুক্তি শিখবো, আর সাথে লেটেস্ট সব মাধ্যম থেকে প্রযুক্তির স্বাদ নিতে থাকবো। সেজন্য টেকটিউনস সব সময় বদ্ধ পরিকর।
আসুন সেই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন সব শেখার সামগ্রীর সাথে পরিচিত হয়! আজকে আমরা জানবো ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলোপমেন্ট শেখার জন্য ২০১৫ সালের দারুণ সব ই-বুক সম্পর্কে। যা আমাদের শেখাবে, মনে প্রশ্ন তৈরি করবে আর নতুন সব পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিবে।
আপনি যদি নতুন ডিজাইনার বা ডেভেলপার হতে চান বা মিডিয়াম লেভেল পার করেন তাহলে এই ই-বুক আপনার শেখার ধারাকে আরও বেশি উন্নত করবে। আর সেই সাথে আপনার ফ্রিল্যান্সার হতে বা মার্কেট প্লেস ধরতে সুযোগ করে দিবে।
এজন্য আমরা অনেকে কোচিং সেন্টার বা অন্য মাধ্যমে শিখতে চেষ্টা করি। কিন্তু না আপনার শেখার শ্রেষ্ঠ মাধ্যম হওয়া উচিত গুগল। যা আপনাকে ফ্রিতেই এডভ্যান্স লেভেলে নিয়ে যেতে সক্ষম। আর যদি অভিজ্ঞ কাউকে গাইড লাইনার হিসেবে পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা। তবে অভিজ্ঞরা আপনাকে বেশির ভাগ সময় টাইম দিতে পারবে না বা চাইবে না। 😕
যেকারনে এই গুগলই আমাদের সর্ব শ্রেষ্ঠ মাধ্যম। আর আমি গুগল করে কিছু গুরুত্বপূর্ণ ই-বুক আপনাদের জন্য হাজির করেছি, যা আপনাকে বেসিক থেকে এডভ্যান্স লেভেলে নিয়ে যাবে যারপরনাই। তাহলে আর দেরি কেন নিয়ে নিন সব গুলো ই-বুক নিজের কালেকশনে। 😈
কিছু বই আপনি পিডিএফ, কিছু অন্য ফরমেটে আর কিছু অনলাইনেই পড়তে হবে। তাহলে আসুন শুরু করি।
এই অনলাইন ই-বুকটি আপনার শেখার ধরণকেই বদলে দিবে। আপনি এখানে বিস্তারিত SVG (Scalable Vector Graphics) লেখার উপকরন পাবেন। আপনি কোথা থেকে শুরু করবেন তার একটি বিস্তারিত গাইডলাইন পাবেন এখানে। ক্লিয়ার সব ফ্রুট ইমেজ এবং attributes নিয়ে বিস্তারিত ধারণা সহ আপনি SVG (Scalable Vector Graphics) শিখবেন স্টেপ বাই স্টেপ।
লেখকঃ Joni Trythall
নতুন যারা জাভাস্ক্রিপ্ট যা শিখছেন এবং যারা এডভ্যান্স লেভেলে যেতে চান তাদের জন্য মূলত এই ই-বুক।
লেখকঃ Dr. Axel Rauschmayer
এই বইটিতে আপনি JavaScript, HTML, and CSS এর সব প্র্যাকটিক্যাল বর্ণনা পাবেন, সেই সাথে দারুণ সব রিভিউ সহ ৬ চ্যাপ্টারের এই বই আপনাকে শেখার ধারা বদলে দিবে।
লেখকঃ Aaron Gustafson
২৭ পেজের এই ই-বুকটির মাধ্যমে আপনি ট্যাইফোগ্রাফি বেসিক ক্ল্যাসিফিকেশন থেকে এডভ্যান্স লেভেলের প্রোজেক্ট ভিত্তিক বর্ণনা পাবেন।
লেখকঃ Jacob Cass
যে ১১ টি টিপস আপনার নতুন ওয়ার্ডপ্রেস সাইট ইন্সটলের সাথে সাথে করতেই হবে, এরকম দারুণ সব রিভিউ সহ বইটি আলোচিত। নতুন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য দারুণ প্রয়োজনীয় বইটি।
লেখকঃ iThemes Media
১৫ পেজের এই বইটি আপনাকে শেখাবে কীভাবে আপনি খুব সহজে ওয়েব অ্যাপ তৈরি করবেন।
লেখকঃ Jeremy Saenz
PDF ডাউনলোড করুন। অনলাইনে পড়ুন।
মোবাইল ফ্রেন্ডলি সাইটকে গুগল এখন বেশি গুরুত্ব দিচ্ছে। সেহেতু আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে কীভাবে রেসপোনসিভ করবেন সেটা এই গাইডলাইনের মাধ্যমে খুব সহজে আপনি করতে পারবেন।
লেখকঃ iThemes Media
ক্যানভাস অ্যাপ তৈরির বেসিক সব গাইড লাইন পাবেন এই বইয়ের মাধ্যমে। তবে একটা বিষয় এই বইটি ব্যবহার করতে আপনাকে বেসিক HTML এবং JAVASCRIPT জানতে হবে।
লেখকঃ Josh Marinacci
এই শর্ট বইয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন landing pages এবং home পেজের মধ্যে পার্থক্য কি? কেন এটা গুরুত্বপূর্ণ। কীভাবে আপনি ২০ পেজের আকর্ষণীয় ল্যান্ডিং পেজ তৈরি করবেন তাও এখানে পাবেন।
লেখকঃ iThemes Media
ওয়েব পারফর্মমেন্সের উপর ভিত্তি করে এই ই-বুকটি তৈরি। এখানে আপনি ওয়েব পারফর্মমেন্স কীভাবে বাড়াবেন, কেন গুরুত্বপূর্ণ এসব সব বিষয় জানতে পারবেন।
লেখকঃ Stoyan Stefanov
এই ই-বুকটি আপনাকে ই-বুকের মেইন ৫ টি চ্যাপ্টার যেমন research, ideas, colors, typography, layout আর আপনি যদি ওয়েব ডিজাইন ওয়ার্ল্ডে আরও ভালো করতে চান সেইসব কিছু আলোচনা পাবেন এই বইটিতে।
লেখকঃ Mark Boulton
বর্তমান ওয়েব বিশ্ব লিড দিচ্ছে পিএইচপি। এজন্য আপনি যদি PHP তে ভালো করতে পারেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন না। এই ই-বুক আপনাকে PHP নিয়ে সহজে সব প্রোজেক্ট ভিত্তিক আলোচনা দিবে। যা আপনার শেখার পথকে সুগম করবে।
লেখকঃ Josh Lockhart
বইটি লিখেচেন iThemes সিইও বইটিতে আপনি পাবেন ডেভেলপার হিসাবে ক্যারিয়ার গড়ার দারুণ সব টিপস। কীভাবে পোর্টফলিও তৈরি করবেন, কীভাবে ক্লায়েন্ট যোগাযোগ বাড়াবেন ইত্যাদি সব টপিকস।
লেখকঃ Cory J. Miller
আপনি কি একজন ফুল টাইম ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সার হতে চান? আপনি মার্কেট প্লেস দাপাতে চান। তাহলে এই ই-বুকটি আপনার জন্য। নিয়ে নিন এখনই!!
লেখকঃ iThemes Media
এই ই-বুকের ৬ চ্যাপ্টারের মাধ্যমে আপনি box model, layout, table layout, color, typography এবং CSS transitions ইত্যাদি বিষয় ভালোভাবে জানতে পারবেন। বইটি অনেক সহজে লেখা এবং আকর্ষণীয়।
লেখকঃ Adam Schwartz
আশা করি আপনাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং ক্যারিয়ার আরও সুদৃঢ় হবে, এই কামনায় আজ এখানেই শেষ করছি। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে। 😆
কম্পিউটার সাইন্স যারা পড়ছেন বা নতুন যারা পড়তে চান বা কম্পিউটার সাইন্স না পড়েও নিজে কম্পিউটার সাইন্সের সকল কোর্স ভালোভাবে সম্পন্ন করতে চান তাদের জন্য আমার এক্সক্লুসিভ চেইন টিউন কম্পিউটার সাইন্স পড়াশুনা শুধু মাত্র টেকটিউনসে। কি তাহলে হয়ে যান কম্পিউটার ইঞ্জিনিয়ার টেকটিউনসের মাধ্যমে!!
🙄
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
download option is Where ?