হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?
আমি আবার চলে আসলাম ওয়েব গুরুদের স্পেশাল টপিকস নিয়ে, "ওয়েব সাইটের কমন ভুলগুলো যা আমাদের এড়িয়ে চলা উচিত, না হলে আপনার ওয়েব জীবন পিছিয়ে যাবে।" আমি আগের ২ সিকুয়ালে আলোচনা করেছিলাম তার মধ্যে যে ভুলগুলো করবো না বলে উঠে এসেছিলো,
১) আমাদের পরিকল্পনা করে আগাতে হবে
২) লং পেজের টিউন আমরা কম করবো
৩) নিজেকে বা প্রডাক্টকে বেশি ফোকাস করা যাবে না
৪) হোম পেজকে যথাসম্ভব ক্লিয়ার রাখতে হবে
৫) স্লাইড শো নির্ভর ওয়েব পেজ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে
৬) সব টিউন ১০০% পাঠকদের জন্য করা যাবে না
৭) আপনার ওয়েব পরিচয় সব সময় আপডেট রাখতে হবে।
৮) ইন্টারনাল পেজের সাথে অন্য পেজের লিঙ্কিং করুন
৯) ইম্পরট্যান্ট এই বিষয় গুলো (এসইও, ভালো কন্টেন্ট বিল্ডার) এড়িয়ে যাবেন না
১০) মোবাইল ট্রাফিককে গুরুত্ব দিন
১১) আপনার ব্লগ ভালো ভাবে অপ্টিমাইজ করুন
১২) খারাপ কোয়ালিটির ফটো ব্যবহার করবেন না
১৩) লং ভিডিও ব্যবহার করা যাবে না।
দারুণ সব বর্ণনা সহ আপনাদের অনেক উপকারে এসেছে সেটা আপনাদের অভিব্যক্তি দেখেই বুঝেছি। অনেকে আমাকে পার্সোনালী আরও কিছু বিষয় নিয়ে বর্ণনা করতে বলেছিলেন। এই লেখায় আমি চেষ্টা করবো সেগুলো সহ আরও বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করার। এড়িয়ে গেলে লস কার? আসুন শুরু করি,
গত টিউনের ১৩ টি টিপসের পর থেকে আমরা আজকের টিউনে নতুন আরও কিছু টিপস দেখবো। যারা আগের ২ পর্ব মিস করছিলেন তারা আজকে এই শেষ সিকুয়ালের টিউন পড়ার আগে দেখে নিতে ভুলবেন না-
আপনার যদি একটা সুন্দর ওয়েব সাইট থাকে, কিন্তু তাতে যদি কেউ কোন তথ্যের জন্য না আসে তাহলে কোন লাভ আছে?
কেউ জানবেও না যে আপনার একটা এই নামে ওয়েব সাইট আছে। সেহেতু ওয়েব সাইটে এসইও নিয়ে একদম শুরু থেকে ভাবতে হবে। যাতে আপনার সাইট অনলাইনে ধীরে ধীরে পরিচিতি পেতে পারে, গুগল যেন আপনার সাইট মাঝে মাঝে দেখাতে শুরু করে প্রথম থেকেই। এই বিষয়ে আপনি না বুঝলে আপনি এক্সপার্ট কাউকে হায়ার করতে পারেন। এসইও নিয়ে আপনার ওয়েব সাইটে কোন ভাবেই অবহেলা করলে চলবে না।
আপনার ওয়েব সাইটে যদি একজন ভিজিটর আসে, কিন্তু আপনার ওয়েব সাইট এতো স্লো যে আপনার সাইট লোড হয় না বা অনেক সময় লাগে লোড হতে। তাহলে আপনি অনেক ভালো পাঠক হারাবেন।
কারণ আপনার ওয়েব সাইট লোড হতে সময় নিলে ভিজিটর আপনার প্রতিযোগী অন্য সাইটে চলে যাবে। যা আপনার জন্য কখনই শুভ নয়। সেহেতু ওয়েব পেজ তৈরির এই বিষয় মাথায় রেখে, আপনার সাইটকে যথাসম্ভব সিম্পল এবং ফাস্ট রাখুন।
আমরা অনেক সময় নতুন সাইট হিসেবে আমাদের সাইটে অতিরিক্ত ভিজিটর এবং পেজ র্যাঙ্কের জন্য একটি কী-ওয়ার্ড বেশি অপ্টিমাইজ করি, যা আপনার সাইটের জন্য কখনও ভালো নয়।
গুগল এটাকে স্প্যাম ধরতে পারে। সেহেতু যথাসম্ভব চেষ্টা করুন গুগলের সর্বশেষ আপডেট অনুসারে নিজের সাইট অপ্টিমাইজ করার।
আমি জানি আপনি লিঙ্ক মার্কেটিং করেন না। তবে অনেকে নতুন সাইটে অনেক বেশি ভিজিটরের আশায় লিঙ্ক মার্কেটিং করে থাকে। তারা অস্বাভাবিকভাবে লিঙ্ক এক্সচেঞ্জ বা অন্যান্য অবৈধ লিঙ্ক মার্কেটিং করে, যা কখনও আপনার সাইটের জন্য সুফল নয়।
গুগল এই সব বিষয়ে এখন খুব সিরিয়াস। সেহেতু আপনি এগুলো এড়িয়ে না চললে গুগলের রোষানলে পড়তে পারেন। যা আপনার টোটাল সাইটের জন্য কখনও ভালো না।
আপনার ওয়েব সাইটের টোটাল তথ্য বা ডাটা হিসাব জানার জন্য গুগল এনালিটিক্স খুব ভালো পদ্ধতি। সব থেকে মজার বিষয় এটি সম্পূর্ণ ফ্রি। আপনি আপনার সাইটের সকল ব্যাক-ইন্ড হিসাব এক পলকে এখান থেকে পাবেন। সেহেতু এটি আপনার সাইটকে অপ্টিমাইজ করতে সহযোগিতা করবে।
আমাদের মতো দেশে মানুষ বেশি সোশ্যাল মিডিয়া প্রিয়। তারা ট্র্যাডিশনাল সার্চের পরিবর্তে সোশ্যাল মিডিয়া থেকে বেশি বিভিন্ন ওয়েব পোর্টালে প্রবেশ করে।
সেহতু আপনার ওয়েব সাইটকে সোশ্যাল মিডিয়া নির্ভর করুন। যতো বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হবে আপনার সাইট, যতো বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাবে ততো বেশি আপনি আপনার সাইটে মূল্যবান ট্রাফিক পাবেন। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ব্যর্থ হন তাহলে সামগ্রিকভাবে ব্যর্থ হবেন।
সেহেতু সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সম্পর্কে ভুলে গেলে চলবে না।
আপনার সাইটে সাধারণত একজন ভিজিটর তাঁর মূল্যবান তথ্যের জন্য আসে, কিন্তু আপনি যদি ডিরেক্ট আপনার বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে আলোচনা করেন তাহলে এটি আপনার সাইটের জন্য কখনও ভালো না।
ভিজিটর বোরিং হয়ে আপনার সাইট ত্যাগ করবে এবং পরবর্তীতে আপনার সাইটে আসার সম্ভাবনা খুবই কম। সেহেতু বেশি হেল্প করুন মার্কেটিং যতো সম্ভব কম করুন নিজের সাইটে।
বিঃদ্রঃ লেখাটি বিশেষ করে আপনার পার্সোনাল ব্লগ বা বিজনেস ব্লগের জন্য বেশি প্রযোজ্য।
আশা করি আপনার সাইটের জন্য টিপসগুলো খুব কার্যকরী হবে। আপনার সাইট পরিচিতি পাক বিশ্ব দরবারে এই কামনা করে আজকে এই সিকুয়ালের এখানেই শেষ করছি।
যেকোনো প্রশ্ন থাকলে আমাকে টিউমেন্টে জানাতে ভুলবেন না। 😆
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
হায়রে ভাইরে, ডুবাবেন আপনি পাঠক গুলারে। এখন আমার মেজাজ হচ্ছে খারাপ। আপনে ওয়েব ডেভেলপার, আপনে প্রফেশনাল এ লাইনে ? আপনারে এইগুলান ভুলভাল লিখতে বলছে কে মিয়া আজব ! যেটা জানেন সেটা নিয়া লেখেন না কেন ! নিজেকে ফোকাস করা যাবে না, নিজের প্রডাক্ট আর সার্ভিস রে ফোকাস করা যাবে না, কে শিখাইছে আপনারে এগুলা ? মার্কেটিং ব্র্যান্ডিং এর জানেন কি আপনি
নিজে শিখতেছেন কই থেকে ভুলভাল আল্লাহ মালুম, শিখাচ্ছেন ভুলভাল , এটা আপনার অন্যায় হচ্ছে, অল্প বিদ্যা সবসময় ই ভয়ংকর।