হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?
আমি আবার চলে আসলাম ওয়েব গুরুদের স্পেশাল টপিকস নিয়ে, "ওয়েব সাইটের কমন ভুলগুলো যা আমাদের এড়িয়ে চলা উচিত, না হলে আপনার ওয়েব জীবন পিছিয়ে যাবে।" আমি আগের টিউনে আলোচনা করেছিলাম তার মধ্যে যে ভুলগুলো করবো না বলে উঠে এসেছিলো
দারুণ সব বর্ণনা সহ আপনাদের অনেক উপকারে এসেছে সেটা আপনাদের অভিব্যক্তি দেখেই বুঝেছি। অনেকে আমাকে পার্সোনালী আরও কিছু বিষয় নিয়ে বর্ণনা করতে বলেছিলেন। এই লেখায় আমি চেষ্টা করবো সেগুলো সহ আরও বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করার। এড়িয়ে গেলে লস কার? আসুন শুরু করি,
গত টিউনের ৭ টি টিপসের পর থেকে আমরা আজকের টিউনে নতুন আরও কিছু টিপস দেখবো। যারা আগের পর্ব মিস করছিলেন তারা আজকে দেখে নিতে ভুলবেন না-
অনেক সময় আমরা গাজীর পাঠ লিখেই চলি। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লেখা ইন্টারনাল লিঙ্কিং করিনা। এটা অনেক বেশি ক্ষতিকারক। কারণ ভিজিটর আপনার ওয়েব পেজে এসে পড়বে, কিন্তু তাদের আপনার ওয়েব পেজে ধরে রাখার দায়িত্ব অবশ্যই আপনার। আপনার সাইটে হয়তো কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে যা ঐ ভিজিটরের পড়া উচিত। কিন্তু চোখে না পড়ার কারনে সে বের হয়ে আসলো। যেটা আপনার পেজ ভিউ এবং সর্বোপরি এসইও এর জন্য খুব খারাপ ফল আনবে।
যেকারনে আপনি যদি আপনার লেখার সাথে বা শেষে কিছু ইম্পরট্যান্ট লেখার লিঙ্ক নতুন লেখায় করে দেন দেখবেন নতুন অনেক পাঠক সেই পেজে পেয়ে যাচ্ছেন। যা নতুন পোস্ট করার সময় হয়তো আপনি পেয়েছিলেন। অনেকে সিমিলার পোস্ট প্লাগিন ব্যবহার করেন, কিন্তু এটি আপনার সব সময় পাঠকের আকর্ষণ করতে পারে না। কিন্তু আপনি যদি ভালো শিরোনামের সহিত যদি সেগুলো ইন্টারলিঙ্ক করতেন তাহলে হয়তো ঐ গুরুত্বপূর্ণ ভিজিটর গুলো আপনি ঠিকই পেয়ে যেতেন।
সেহতু এই বিষয়টা খুব গুরুত্বের সহিত দৃষ্টি দিবেন আশা করি।
আপনার ব্লগের সাকসেস আপনার লেখা দিয়েই আসবে। সেহেতু যদি আপনি শুধু নিজেই লিখে যান তাহলে হয়তো পাঠক ভিন্নমানের কিছু লেখা পাবে না। ফলে তারা বিরক্ত হবে। সেহেতু আপনি ভালো মানের কোন রাইটারের কাছ থেকে স্পেশাল কিছু লেখা হায়ার করতে পারেন। যেটা আপনার ব্লগের সম্পদ হয়ে যাবে।
আর সম্পদ ছাড়া কেউ ভালো করতে পারে না এই অনলাইন যুগে।
তাছাড়া এসইও আপনার ব্লগের আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আপনার ব্লগে ভিজিটর আসে, কিন্তু আপনার সাইটের র্যাঙ্ক জিরো বা ১ তাহলে কিন্তু তারা ৫/৬ র্যাঙ্কের সাইট পেলে সেটাকে বেশি বিশ্বস্ত মনে করবে/ কারণ ভালো মানের লেখা এবং সঠিক এসইও ছাড়া কখনও সাইটের র্যাঙ্ক আসবে না।
সেহতু এই বিষয় গুলো এড়িয়ে গেলে চলবে না।
এখন মানুষ খুব বেশি মোবাইল নির্ভর। তারা যতোটুকু সময় পিসিতে নেট ব্রাইজ করেন তার থেকে বেশি মোবাইলে। কারণ তারা যখন বাইরে থাকেন, ক্লাসে থাকেন বা শপিং বা আড্ডায় তারা কিন্তু এই মোবাইল দিয়েই তাদের দরকারি কাজ মেটান।
সেহেতু একটা বহুল সংখ্যক ট্রাফিক আপনার এই মোবাইল দিয়েই আসবে। সেহেতু আপনাকে এই বিষয় কোন ভাবেই এড়িয়ে চললে হবে না।
কারণ গুরুত্বপূর্ণ সব ট্রাফিক অর্থাৎ কাজের অনেক ট্রাফিক আপনি পাবেন এই মোবাইল থেকে। সেহেতু আপনার পেজের স্পিড বাড়ান, মোবাইল ফ্রেন্ডলি করুন, ট্রাফিক আপনি নিয়ে পারবেন না।
আপনার সাইটকে অপটিমাইজ করুন সুন্দর করে, আপনার সাইটে কি আছে বা কি নিয়ে আপনি বেশি পাঠক নিয়ে আসেন, সেগুলো সব সময় পাঠকদের চোখের সামনে রাখুন, যেন পাঠককে সেগুলো খুঁজতে না হয়। তাহলে আপনি দারুণ কিছু ফলোয়ার পাবেন যা আপনি হয়তো আশা করেন নি।
ছবি লেখাকে বাস্তব করে। আপনি লেখার সাথে সাথে ছবি ব্যবহার করলে সেটা পাঠকের কাছে আকর্ষণীয় হয়। আর ভালো মানের লেখা অবশ্যই কয়েকটি ছবি সম্বলিত হতে হয়।
কিন্তু আপনার সেই ছবি যদি ভালো ক্যামেরার বা ভালো কোয়ালিটির না হয়, তাহলে সেটা দেখতে পাঠকের কাছে বিরক্ত তৈরি করবে।
ফলে ফল ভালোর থেকে খারাপ হবে। সেহেতু এই বিষয়ে বেশি গুরুত্ব দিতেই হবে।
ভিডিও ব্লগের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু পাঠক শুধু ভিডিও দেখার জন্য আপনার ব্লগে আসেন না। তারা আপনার সুন্দর টিপস বা লেখার জন্যই ব্লগে আসবে। সেহেতু আপনি যদি লং টাইমএর ভিডিও ব্যবহার করেন তাহলে পাঠক বিরক্ত হবে।
কিন্তু ভিডিও যেহেতু এসইও এর জন্য ভালো সেহেতু আপনি ছোট ওভারভিউ জাতীয় ভিডিও দিতে পারেন। তবে আবার অহেতুক ভিডিও দিবেন না। যা পাঠকদের মন বোঝানোর জন্য দেওয়া।
আশা করি ভালো লাগবে আজকের টিউন। আজকে আপাততো এগুলো আপনার ব্লগের জন্য প্রয়োগ করতে থাকুন, বাকি টিপসগুলো নিয়ে আমি আবার আসবো পরবর্তী সিকুয়ালে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ধন্যবাদ ভাইয়া 🙂