এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৮ম পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব | ৫ম পর্ব | ৬ষ্ট পর্ব | ৭ম পর্ব | ৮ম পর্ব
এই পর্বটা লিখতে একটু দেরী হয়ে গেল। আজ এই পর্বে আমরা দেখবো কিভাবে ব্লগে পোস্ট করা, পোস্ট সম্পাদনা করা, plugin, widgets , themes , categories ইত্যাদি নিয়ে কাজ করা যায়।
প্রথমেই আসুন আমাদের ব্লগ সাইট অপেন করি । আমারটা হলো http://www.microtest.hostbangla.0lx.net/blog
আপনি আপনারটা অপেন করে নিন। এবার এডমিন হিসাবে লগইন করতে http://www.microtest.hostbangla.0lx.net/blog এই এড্রেস এর পরে টাইপ করুন wp-admin
তারমানে পুরা ইউ আর এলটা দেখতে হবে এই রকম।
http://www.microtest.hostbangla.0lx.net/blog/wp-admin
আপনার এডমিন ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিন এবং লগইন করুন।
নিচের মতো ডেসবোর্ড পাবেন।
আমরা আমাদের লেখা গুলি বিভিন্ন ক্যাটাগরীতে পোস্ট করবো। আর এর জন্য প্রথম কাজ হলো আমাদের ব্লগে কিছু ক্যাটাগরী তৈরি করা।
Dashboard হতে Categories এ ক্লিক করুন।
Category Name এ আপনি যে ক্যাটাগরী তৈরি করতে চান তার নাম টাইপ করুন এবং নিচের add Category বাটনে ক্লিক করুন। একই নিয়মে আপনি আপনার প্রয়োজন মতো ক্যাটাগরী তৈরি করে নিন।
যেমনঃ
ইত্যাদি ক্যাটাগরী তৈরি করে নিন।
আসুন এই বার কিছু ব্লগ পোস্ট করি। Dashbroad হতে add new তে ক্লিক করুন।
প্রথমেই যা লিখতে চান তার একটা টাইটেল নাম টাইপ করে নিন। যেমনঃ Top -100 ( radio) hits Of 2008
এবার যা লিখতে চান তা টেক্স ইডিটরে টাইপ করে নিন। লেখার পরিমান বেশী হলে সবগুলো প্রথম পেজে দেখতে একটু দৃষ্টি কুটু মনে হয়, তাই লেখার যে অংশ পর্যন্ত প্রথম পেইজে রাখতে চান সে অংশের শেষে কার্সার রেখে Insert more tag বাটনে ক্লিক করুন। ডান পাশে অবস্থিত Categories এর তালিকা হতে Entertainment এর চেক এ টিক মার্কস দিন। এবার publish বাটনে ক্লিক করুন। এবার পোস্টটি দেখার জন্য view post অথবা visit site এ ক্লিক করুন।
আমি visit site এ ক্লিক করেছি। এবার পুরো পোস্টা পড়তে চাইলে read the rest of this entry তে ক্লিক করুন। আপনি যেহেতু এডমিন হিসাবে লগইন করে রয়েছেন, সেহেতু আপনার এই পোস্ট এর নিচে Edit অপশনটি প্রর্দশিত হবে। যা হতে আপনি সরা সরি পোস্টটি সম্পাদনা করতে পারবেন।
এবার Meta হতে site admin এ ক্লিক করে পুনঃরায় এডমিন মুডে ফিরে যান।
Add new তে ক্লিক করুন । টাইটেল হিসাবে Example Of picture Insert টাইপ করুন।
এবার মূল টেক্স ইডিটরে লিখুন, This is an example of how to insert a picture in a post.
টেক্সটি কে সিলেক্ট করে বোল্ড করুন এবং show/hide kitchen sink এ ক্লিক করুন এবং
টেক্টটি সিলেকাট করে select text color এ ক্লিক করে যে কোন একটি কালার নির্ধারন করুন। আপনি চাইলে এই নিয়মে টেক্সগুলোকে বিভিন্ন ফরমেটে সাজিয়ে নিতে পারেন, অনেকটা আপনার মাইক্রোসফটওর্য়াড এর মতো।
এবার upload / insert হতে add an Image এ ক্লিক করুন।
From Computer ট্যাব এর select files এ ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে রক্ষিত যে কোন ইমেজ ফাইলকে আপলোড করে নিতে পারেন( যদিও আমাদের এই ফ্রী হোস্টিং এ এই অপশনটি কাজ নাও করতে পারে। ), From URL ট্যাব এ ক্লিক করুন।
image URL এ আপনি যে কোন ইমেজ হোস্টিং সাইট এর জেনারেট করা ইমেজ ইউ আর এল টি পেস্ট করে দিন। Image Title আপনার ইমেজ এর জন্য একটা টাইটলে টাইপ করে দিন, এগুলো বাধ্যতামূলক, পূরন করতেই হবে।
এবার Insert into Post এ ক্লিক করুন।
[ Media Library হতে আগের আপলোড করা ইমেজ গুলো ব্যবহার করতে পারবেন। ]
একই নিয়মে একাধিক ছবি ইনসার্ট করুন। প্রথম ছবির পরে একটি Insert more tag যুক্ত করুন। এবার ক্যাটাগরি হতে Photo Blog এ টিক মার্কস দিন এবং Publish এ ক্লিক করুন। Visit site ক্লিক করে দেখে নিন আপনার পোস্টটি।
এবার আসুন ভিডিও ইনসার্ট করতে হয় তা দেখি। পুনরায় এডমিন মোডে ফিরে আসনু।
এখন ব্রাউজারের অন্য আরেকটি উইনডো তে http://www.youtube.com টাইপ করে ইউটিউব চালু করুন এবং যে কোন একটি ভিডিও আইকনে ক্লিক করে একটা ভিডিও চালু করুন।
লক্ষ্য করে দেখুন ভিডিও এর ডান পাশে URL নামে যে টেক্স বক্স দেখা যাচ্ছে তাতে মাসের ডান বাটনে ক্লিক করে Copy করুন। এবার আপনি চাইলে ইউটিউব উইনডো বন্ধ করে দিতে পারেন। আমাদের ব্লগ এ ফিরে আসুন।
Add new তে ক্লিক করে নতুন একটা পোস্ট করার জন্য রেডি করুন।
Insert/ edit Enbedded Media এ তে ক্লিক করুন।
General ট্যাব হতে type ড্রপডাউন বাটনে ক্লিক করে দেখুন কি কি ভিডিও ফরমেট সাপোর্ট করে। যেহেতু আমার ইউটিউব ভিডিও এম্বেডিং করতে চাচ্ছি, সেহেতু আমাদের কে type হতে Flash নির্ধারন করতে হবে।
File / Url এ আমাদের পূর্ব হতে কপি করা ভিডিও ইউ আর এল টি পেতে মাউসের ডান বাটনে টেক্স বক্স এ ক্লিক করে Paste করুন।
এবার Insert এ ক্লিক করে নিন। এবার Entertainment ক্যাটাগরী নির্ধারন করে Publish এ ক্লিক করে View post বা visit site এ ক্লিক করুন।
আশা করি এই বার ইচ্ছা মতো ব্লগে পোস্ট করতে পারবেন।
আসুন পোস্ট সম্পাদনা করাটা জেনে নিই।
পোস্ট সম্পাদনা করার জন্য আপনার লগইন করুন এবং ডেসবোর্ড এর post হতে Edit এ ক্লিক করুন।
আপনার এই পর্যন্ত করা সব গুলো পোস্ট এর তালিকা পেয়ে যাবেন। উক্ত তালিকার পোস্টের নামের উপর মাউস পয়েন্টার রাখলেই আপনি উক্ত পোস্টের পপআপ মেনু পেয়ে যাবেন। মেনু দেখে বুঝতেই পারছেন কোনটা দিয়ে কি কাজ হবে।চাইলে এখান হতে কোন পোস্টকে আপনি ডিলিটও করে দিতে পারেন।
আপনার যে পোস্টটি ইডিট করতে চান, সেটির উপর মাউস পয়েন্টার রেখে পপআপ মেনু হতে edit এ ক্লিক করুন। এখন আপনির আপনার পোস্ট এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ইত্যাদি কাজ শেষে update post এ ক্লিক করলেই হবে।
চাইলে আপনি পোস্ট এর ক্যাটাগরী ও পরির্বতন করে নিতে পারেন।
Catagories এর লিস্ট হতে পূর্বের ক্যাটাগরী হতে টিক চিহ্ন তুলে নিন এবং যে ক্যাটাগরীতে পোস্ট স্থানান্তর করতে চান সেটিতে টিক চিহ্ন দিন এবং update post এ ক্লিক করুন।
আপনি যখন ইংরেজী টেক্স ব্যবহার করে কোন পোস্ট করেন, তখন টেক্স ডিফল্ট যে সাইজে প্রর্দশিত হয়, তাতে কোন সমস্যা হয় না, কিন্তু একই সাইজের যখন বাংলা টেক্স ব্যবহার করা হয় তখন তা স্বাভাবিক ইংরেজী সাইজের চাইতেও ছোট দেখায়। এই ক্ষেত্রে আপনার পোস্ট ইডিটরটির মুড Html এ পরিবর্তন করে নিতে হবে।
পোস্ট ইডিটর এর ডানে HTML এ ক্লিক করুন।
এবার আপনি লাইনের প্রথমে নিচের Html কোডগুলি যুক্ত করুন
<font style = “font-size:18px”> এবং সর্বশেষ লাইলে লিখুন </font>
এবার preview তে ক্লিক করে দেখে নিন আপনার পোস্ট এর ফন্ট সাইজ ১৮ হয়েছে কিনা। দেখা শেষ হলে প্রি-ভিউ বন্ধ করে দিন। এবার update post এ ক্লিক করুন।
এখানে একটা কথা মনে রাখনু, HTML এ মুডে আপনি সরাসরি যে কোন এইচ টি এম এল কোড ব্যবহার করে পোস্ট তৈরি বা সম্পদনা করতে পারেন। আশা করি এখন নিজে থেকে, এইচ টি এম এল কোড ব্যবহার করে আরো আর্কষনীয়ভাবে পোস্ট উপস্থাপন করতে পারবেন।
এবার দেখবো ব্লগরোল বা অন্য সাইটের লিংক লিস্ট কিভাবে সম্পাদনা করতে হয়।
আপনি যাচ্ছেন আপনার প্রিয় বা পরিচিত সাইটগুলো আপনার ব্লগে তাদের লিংক প্রর্দশন করতে, আর এই কাজের জন্য আপনি ডেসবোর্ড এর Links এ ক্লিক করুন।
এবার আপনি আপনার প্রিয় সাইট গুলোর লিংক গুলো ইডিট করে যুক্ত করে দিন। প্রথমটি Developments Blog এ মাউসপয়েন্টার রেখে Edit এ ক্লিক করুন।
এবার Name Text Box এ আপনার সাইটের নাম লিখুন । যেমনঃ Microqatar Blog
Web Address টেক্স বক্স এ আপনার সাইটের URL টেক্স টাইপ করুন। যেমনঃ http://microqatar.wordpress.com
Despcription টেক্স বক্স এ সাইটটি কি ধরনের তার একট সংক্ষিপ্ত বিবরণ লিখুন। এতে করে আপনার যুক্ত লিংক এ মাউস পয়েন্টার রাখলে তার একটা পপটিপস সাময়িক সময়ের জন্য প্রর্দশিত হবে।
Target হতে Blank নির্ধারন করুন। Blank নির্ধারন না করা হলে আপনার লিংকের সাইট একই ব্রাউজার উইনডো তে অপেন হবে, আর Blank এর ক্ষেত্রে আলেদা নিজ্বস একটা ব্রাউজার উইনডো তে অপেন হবে।
লিংক এ ছবি ব্যবহার করতে চাইলে Advanced এর Image Address এ ছবির URL টেক্সটি টাইপ করে দিন ।কাজ শেষে Update Link a ক্লিক করুন। একই নিয়মে অন্যন্যা লিংক গুলো ইডিট করে নিন এবং অপ্রয়োজনীয় লিংক গুলি ডিলিট করে দিন। আপনি চাইলে Links এর Add new হতে নতুন লিংক তৈরি করে নিতে পারেন।
এবার Links এর Link Catagoreis এ ক্লিক করে ডিফল্ট লিংক ক্যাটাগরী নেইম পরিবর্তন এবং নতুন কোন লিংক ক্যটাগরী তৈরি করে নিতে পারেন।
আসুন পেইজ তৈরি করি।
সাধারনত আমাদের ব্লগ সাইটের মেইন পেইজের সাথে About নামে আরো একটি পেইজ ডিফল্ট হিসাবে থাকে। আপনি চাইলে ডেসবোর্ড এর Pages এ ক্লিক করে Edit এবং Add new হতে আরো প্রয়োজনীয় পেইজ তৈরি করে নিতে পারেন।
আপনার ডিফল্ট থিমস এ সাইটে নিচের চিত্রের মতো দেখাবে
একইভাবে ডেস বোর্ড এর comments হতে কমেন্ট পেন্ডিং , এপ্প্রোভ বা স্যম্প , ডিলিট , সম্পাদনা ইত্যাদি কাজগুলোও করে নেওয়া যাবে।
এবার আসনু সাইটের থীমস নিয়ে কিছু জানার চেস্টা করি।
আপনি আপানার ব্লগটা (ওয়ার্ডপ্রেস দিয়ে করা ব্লগ) আকর্ষনীয় করে পেজেন্টেশন করার জন্য ডিফল্ট থিমসের পরিবর্তে নতুন নতুন চমৎকার থিমস ব্যবহার করতে পারেন।
আসুন প্রথমে থিমস ডাউনলোড করি। ডাউনলোড করেত আপনি http://www.wordpress.org প্রবেশ করুন।
Extend পেইজ হতে Themes এ ক্লিক করুন।
প্রায় ৫ শতের অধিক থিমস রয়েছে, আপনি তা হতে পছন্দের থিমসটি বা গুলো ডাউনলোড করতে থিমসের ছবি ডান পাশে অবস্থিত Download এ ক্লিক করুন। একটা মনে রাখবেন, যত সিম্পল থিমস সাইটে ব্যবহার করবেন, ততই লোডিং টাইমকম হবে,পক্ষান্তের অধিক ইমেজযুক্ত থিমস এর বেলায় লোডিং টাইম বেশী লাগবে, যা আপনার সাইটে ভিজিটরদের বিরক্তির কারন হয়ে দাড়াবে।
আপানর পূর্বের তৈরি করা হার্ডডিক্সের D Drive , Blog ফোল্ডারে Theme নামে একটি ফোল্ডার তৈরি করে নিন এবং আপনার সব গুলো থিমস উক্ত ফোল্ডারে ডাউনলোড করে নিন।
এবার D drive my computer হতে অপেন করে আপনার Blog ফোল্ডারের Theme নামক ফোল্ডারে প্রবেশ করুন এবং ডাউনলোডকৃত থিমস গুলো কে আনজিপ বা এক্সট্রাক করে নিন।
এবার আপনার ডাউনলোড কৃত জিপ ফাইল গুলো কাট করে অন্য কোথাও সরিয়ে নিন।
এবার Filezilla চালু করুন। আপনার এফ টি পি সার্ভার এর সাথে কানেট করুন।
লোকাল সাইটে আপনার কম্পিউটারে রক্ষিত থিমস ফোল্ডারে আসুন এবং রিমোট সাইটে htdoes/blog/wp-content/themes ফোল্ডারে প্রবেশ করুন। এবার আপনার থিমস গুলো সিলেক্ট করে ড্রাগ করে রিমোট সাইটের উক্ত পাথে আপলোড কারার জন্য ড্রপ করে দিন।
আপলোড শেষ হলে Filezilla বন্ধ করে দিন।
এবার পনুরায় আপনার ব্লগে এডমিন হিসাবে লগইন করুন এবং ডেসবোর্ড হতে Themes এ ক্লিক করুন।
লক্ষ্য করুন ডিফল্ট থিমসের সাথে আপনার আপলোড করা নতুন চারটি থিমসও প্রর্দশিত হচ্ছে।
Wheat-lite এ ক্লিক করুন।
Active “white-lite” এ ক্লিক করুন।
উপরে লক্ষ্য করে দেখুন আপনার কারেন্ট থিমস হিসাবে আপনার সিলেক্ট করা থিমসটি প্রর্দশিত হচ্ছে।
নতুন থিমস টি দেখার জন্য visit site এ ক্লিক করুন।
আপনি চাইলে থিমস ইচ্ছামতো মডিফাই করতে পারেন, তার জন্য আপনাকে কোডিং জানতে হবে, কোডিং ছাড়াও আপনি থিমসে ব্যবহৃত ইমেজ গুলি পরিবর্তন করতে পারেন।
এবার আসুন জেনে নেই widgets plugin এর ব্যবহার কি করে করতে হয়।
Appearance হতে widgets এ ক্লিক করুন।
আপনার থিমসে কি কি widgets ডিফল্টভাবে রয়েছে, তা প্রর্দশিত হবে। লক্ষ্য করে দেখুন Current Widgets এর নিচে sidebar 1 দেখা যাচ্ছে, একটা থিমসে সাধারনত দুটি sidebar ব্যবহার করার অপশন পাবেন, যা নির্ভর করছে আপনার ব্যবহৃত থিমস এর উপর, দুই কলাম বিশিষ্ট থিমস এ ১টি সাইডবার এবং তিন কলাম বিশিষ্ট থিমস এ দুটি সাইডবার ব্যবহার করতে পারবেন। আমাদের এই সাইটে আমরা দুই কলাম বিশিষ্ট থিমস ব্যবহার করায়, আমরা শুধু একটি সাইডবার ব্যবহার করতে পারবো।
ডিফল্ট widgets এর পাশাপাশি আপনি চাইলে http://www.wordpress.org এ হতে আরো প্রয়োজনীয়/ পছন্দমতো widgets ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন।
প্রথমেই দেখি ডিফল্ট widgets গুলো কিভাবে ব্যবহার করা যায়। এডমিন মোডে ফিরে আসুন। Appearance হতে widgets এ ক্লিক করুন , Calender , Recents posts , Text, Rss, Recents comments এবং Tag Cloud , search, Categories, Archives এবং Link
add এ এক এক করে ক্লিক করে নিন।
দেখুন Currents Widgets আপনার এড করা widget গুলো প্রর্দশিত হচ্ছে।
এবার Calender এর edit এ ক্লিক করুন এবং tile textbox এ টাইটেল হিসাবে যা দিতে চান তাই টাইপ করে দিন, যেমন মাসানুয়ী পোস্টসমুহ।
একই ভাবে Recent Posts এর টাইটেল লিখুন নতুন পোস্টসমূহ এবং মোট কতগুলো পোস্ট এর লিংক হাইলাইট করবে তা নির্ধারন কারার জন্য Number of posts to show হতে ১০ টাইপ করে দিন, এতে করে সাম্প্রতিক করা সর্বশেষ দশটি পোস্ট এর লিংক প্রর্দশন হবে।
Tag Cloud এ ট্যাগসমুহ এবং Text এ আপনি যদি স্পেশালি কোন লাইন প্রর্দশন করতে চান তা টাইপ করে দিন।
Rss widgets হল কোন সাইটের আর এস এর ফিড আপনার ব্লগ এ ব্যবহার করার একটা উপায়।
Enter the RSS Feed URL here : এ আপনি যে সাইটের ফিড প্রদর্শন করতে চাচ্ছেন সেটির ইউ আর এল টাইপ করে দিন, টাইটেল এবং কতগুলো আইটেম প্রর্দশনে রাখতে চান তাও নির্ধারন করে দিন।
Recents commemts টাকে আপনি Recents Posts এর মতো করে কনফিগার করে নিন।
বাকি গুলো নিজেই পরিবর্তন করে দেখুন।
Save Changes এ ক্লিক করুন । এবার Visite Site এ ক্লিক করে সা্ইটের বর্তমান অবস্থা দেখে নিন।
আসুন জেনে নিই কিভাবে ডাউনলোড করা প্লাগইন গুলো ব্যবহার করা যায়।
সকল প্লাগইন D: drive এর Blog ফোল্ডারে নতুন একটি ফোল্ডার তৈরি করে ডাউন লোড করুন। ফোল্ডারটির নাম দিন plugin ।
http://wordpress.org/extend/plugins/ লিংকটি যান এবং দেখুন প্রায় 3,971 plugins রয়েছে। এখন এই বিশাল লিস্ট হতে আপনার প্রয়োজনীয় প্লাগইনটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার আগে এটার সর্ম্পকে জেনে নিন।
সার্চ টেক্স বক্সে এ wp-cumulus লিখুন এবং Search Plugins এ ক্লিক করুন। এবার WP-Cumulus এ ক্লিক করুন।
Description , installation ইত্যাদি হতে পড়ে নিন কিভাবে কি করতে হবে। পড়া শেষ হলে Download ক্লিক করে আপনার ডি ড্রাইভে তৈরি করা Plugin ফোল্ডারে ডাউন লোড করে নিন।
এই ভাবে আপনি ফ্লিকার (tantan-flickr), gd-star-rating ইত্যাদি প্লাগইন ডাউনলো করে নিন।
চালু সব ব্রাউজার উইনডো বন্ধ করে দিন এবং D ড্রাইভের plugin ফোল্ডারে প্রবেশ করুন। ডাউনলোড করা প্লাগইন গুলো কো আনজিপ করুন এবং জিপ ফাইলগুলো সরিয়ে নিন। এবার FileZilla চালু করে যথারীতি আপনার FTP সার্ভাররের সাথে কানেট করুন।
এবার লোকাল সাইটের plugin ফোল্ডারে প্রবেশ করুন এবং রিমোট সাইটের /htdoes/blog/wp-content/plugins এ প্রবেশ করুন। লোকাল সাইটের প্রতিটি প্লাগ ইন ফোল্ডাররে ভিতরে একই নামে আরো একটি ফোল্ডার আছে, আপনি ভিতরে অবস্থিত ফোল্ডার টি ( চিত্রে লক্ষ্য করুন, gd-star-rating এর ভিতর আরো একটি একই নামে gd-star-rating রয়েছে) কে আপলোড করে দিন। একই নিয়মে tantan-flicker.1.1 এর ভিতর অবস্থিত tantan-flicker
একই নিয়মে Wp-clumlus ও আপলোড করে নিন।
নিচের চিত্রটি দেখুন।
কাজ শেষ হলে Filezilla বন্ধ করে , আপনার ব্লগ ব্রাউজারে অপেন করুন। এডমিন লগইন করুন এবং ডেসবোর্ড এর Plunins এ ক্লিক করে দেখুন আপনার নতুন আপলোড করা তিনটি প্লাগইনের নাম দেখা যাচ্ছে।
প্লাগইন গুলো একটি একটি করে Active করে নিন। একটিভ করতে প্লাগইন গুলোর ডান পাশে লেখা Active এ ক্লিক করুন।
এবার আসনু এগুলো কনফিগার করি।
Flickr API key এবং Shared Key টাইপ করে দিন, আপনার জানা না থাকলে ফ্লিকারে একটা একাউন্ট করে নিন এর পর Flickr Api Key তে ক্লিক করে পরবর্তী নির্দেশানুসারে এপিআই কী এবং শেয়ার সিক্রেট কী গুলো কালেকশন করে নিন।
এবার Retrive Flicker Permissions এ ক্লিক করুন, পারমিশনের জন্য ফ্লিকার উইনডো পাবেন এবং উক্ত উইনডো হতে OK I’LL ALLOW IT এ ক্লিক করুন।
You have successfully authorized the application .
You can go ahead and close this window now.
এবার ফ্লিকার উইনডো বন্ধ করে দিন।
এখন Apply permissions এ ক্লিক করুন।
Photo Album Syndication : NO
Photo Should Link to : Flickr
এবং Flickr Sidebar widget: এর চেক বক্স এ টিক মার্কস দিয়ে Save setting ক্লিক করুন।
এবার ডেস বোর্ড এর appearance হতে Widgets এ ক্লিক করুন এবং Flickr Widgets টি এড করে নিন এবং কনফিগার করে Save Change এ ক্লিক করুন্।
সাইট ভিউ করে দেখুন
এডমিন মোডে প্রবেশ করুন এবং appearance হতে widgets, wp-cumulus এড করুন।
Wp-cumulus এর edit এ ক্লিক করে প্রয়জনীয় সেটিং করি নিন , অতপর save Change এ ক্লিক করে সাইট ভিউ করুন।
(চলবে)
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
http://www.co.cc দিয়ে সহজে কোথায় হোস্টিং করবো একটু যদি বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। আমার ই-মেইল [email protected]
কাতার ভাই ভাল আছেন?আপনি এত বড় পোস্ট করেছেন,না জানি আপনার কতটা সময় লেগেছে।
আর এত ভালোভবে আপনি বুঝাইছেন,টাকা দিয়ে কোর্স করলে টিচাররা এত সুন্দর করে টিচিং
দিত কিনা আমার সন্দেহ আছে।এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কাতার ভাই আপনি এত সুন্দর করে বোঝানোর পরেও আমি কিছু জিনিস বুঝতে পারছিনা।
তবে চেস্টা চালিয়ে যাচ্ছি।যদি না পারি তাহলে আপনার সাহায্য নিব।ভালো থাকবেন।ধন্যবাদ।
কাতার ভাই আপনার ওয়েব সাইটে http://www.microtest.hostbangla.0lx.net/blog লেথাটি হচ্ছে ওয়েব এড্রেস । এটাকে এই http://www.microtest.hostbangla.0lx.net এত্রেসে তৈরি করা যায় না । নাকি আপনি পরে সেগুলো করবেন একটু জানাবেন কি ?
মাইক্রোকাতার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। microqatar is rocking. microqatar jindabad. মাইক্রোকাতার ভাই আপনার নামটা জানতে পারি?
কাতার ভাই কি খবর,ভালো আছেন তো?
আমি তো ভাই সমস্যায় আছি। ছবি আপলোড
করতে পারছি না। তারপর Plugin এর WP-Cumulus
কাজ করে না।ভাই আপনি কি একটু দেখবেন।
katar bhai apni hacking er je tune korecilen tar 3 ta part ki 1 ta cd tei write korte hobe?
ki babe nero diye write korbo . jodi janaten khub help hoto. ami onek try koreci but kaz hoi na.
কাতার ভাই আপনার ঘটনা কি?আপনার কোন খবর নাই,একেবারে উদাও হয়ে গেলেন।
আমার মনে হয় আপনি দেশে আইছেন।দেশে এসে বিয়ে-শাদি নিয়ে ব্যাস্ত আছেন।
ভাই বিয়ে-শাদি করেন ঠিক আছে কিন্তু আমরা যাতে দাওয়াত পাই।মনে থাকে যেন।
ভাল থাকবেন।ধন্যবাদ।
মঈন ভাই এবং কাতার ভাই আপনাদের দু’জনের মন্তব্য আমি আগে দেখিনি।
আজ এখন দেখলাম,তাই আমার মন্তব্য দিতে দেরি হলো।এর জন্য আমি দুঃখিত।
আর আপনাদের দুজন কে অবশ্যই আমি খাওয়াব।কাতার ভাই ঢাকায় আসলে খবর
দিয়েন।ধন্যবাদ আপনাদেরকে।
Wysiwyg Web Builder কে একিটভ করতে পারছিনা ফলে এ্যাড চলে আসছে। সিরিয়াল কি কোথায় পাবো কি ভাবে পাবো
Bhai Bhalo asen? Koto Din jabot je Opekha kortese ta bhojaite parbo na. Thank you Microqatar Jindabad