অলসদের জন্য একটি অত্যাবশ্যকীয় ইউলিটি টুলস, এখন এক ক্লিকেই এডিট করুন শত শত ফাইল। অধিক পরিশ্রমের হাত থেকে এখন চিরমুক্তি।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমরা সবসময় এমন কিছু টুলস খুঁজি যা আমাদের কর্ম প্রবাহকে করবে গতিশীল। আমরা সব সময় কম সময়ে অধিক কাজ করতে আগ্রহী। সময়ের অপচয় ডেভেলপারদের জন্য মারাত্বক ক্ষতির কারন। আমি আজ আপনাদের কথা ভেবে এমন একটা ইউলিটি সফটওয়ার সম্পর্কে লিখতে বসলাম। আপনারা অনেকেই হয়তো সফটওয়ারটি ব্যবহার করেছেন। কিন্তু টিউনটি লেখার সময় ভয় হচ্ছিলো কেউ হয়তো বিষয়টি নিয়ে টিউন করে ফেলেছে। ভয়ে ভয়ে টেকটিউনসে সার্চ করলাম। ইন্টারনেটে সমস্যার কারনে রেজাল্ট প্রদর্শনে দেরী দেখে মনে হলো হয়তো অনেকগুলো টিউন আছে। কিন্তু শেষ মূহুর্তে যা পেলাম তা নিচে দেয়া হলো- যাক বাঁচা গেলো এই বার।

grepWin

শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আপনাদের যে টুলসটির সাথে পরিচয় করাতে চাই তার নাম grepWin. আসুন জেনে নেই কী হবে এই grepWin দিয়ে। grepWin হলো এমন একটা টুলস যার সাহায্যে আপনি এক সাথে কয়েক শত ফাইল এডিট করতে পারবেন। অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি কি বুঝাতে চাইছি। তাহলে চলুন একটু বিস্তারিত বলি (সহজ উদাহরন দিবো যাতে সকলেই বুঝতে পারেন)। ধরুন আপনি একটা ওয়েব টেমপ্লেট বানালেন যাতে ১৫টা HTML ফাইল আছে। প্রত্যেক HTML ফাইলের সাথে একটা কমন CSS Stylesheet লিংক করা আছে। মনে করুন এরকম.....

<link rel="stylesheet" href="style.css">

এখন আপনি যদি এই CSS ফাইলটিকে অন্য কোথাও সরিয়ে নেন বা একটা CSS নামে ফোল্ডারে রাখেন তাহলে তার লিংক পরিবর্তিত হবে এই ভাবে

<link rel="stylesheet" href="css/style.css">

আপনাকে এখন প্রত্যেকটা HTML ফাইল এডিট করে CSS লিংক ঠিক করে দিতে হবে। এর জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। তাছাড়া এরকম আরো অনেক এডিটিংয়ের প্রয়োজন আমাদের প্রত্যেকদিন হয়। এ ক্ষেত্রে আমরা grepWin ব্যবহার করবো। কারন grepWin দিয়ে আপনি একসাথে সব গুলো ফাইল এডিট করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন grepWin

grepWin আপনার পিসিতে ইনস্টল করার পর আপনার কনটেক্সট মেনুতে grepWin অপশন দেখতে দেখতে পাবেন। আপনি যে ফোল্ডারের ফাইলগুলো এডিট করতে চাচ্ছেন সেই ফোল্ডারে মাউসের রাইট ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে grepWin সিলেক্ট করুন। বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।


এখন নিচের মতো উইন্ডো প্রদর্শিত হবে।

এখন প্রথম বৃত্তে চিহিৃত অংশে আপনার কাঙ্খিত লাইনটি লিখে সার্চ অপশন চাপুন। তাহলে আপনি নিচের বৃত্তে চিহিৃত অংশে দেখতে পারবেন কতগুলো ফাইলে আপনার কাঙ্খিত কনটেন্ট আছে। যেমন আমি লিখেছি..........

<link rel="stylesheet" href="style.css">


আপনার কাজ প্রায় শেষ। বৃত্তে চিহিৃত অংশে আপনি কি দ্বারা আপনার আগের কন্টেন্ট রিপ্লেস করতে চান তা লিখে নিচের রিপ্লেস বাটনে ক্লিক করুন। যেমন আমি লিখেছি......

<link rel="stylesheet" href="css/style.css">

এভাবে আপনি যতো খুশি ফাইল এডিট করতে পারবেন। আসলে এই টুলসটি সম্পর্কে লিখিত ভাবে টিউটরিয়াল দিতে গেলে অনেক লিখতে হয়। আমি সংক্ষেপে আপনাদের বুঝাতে চেষ্টা করেছি। প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়েছি যাতে বুঝতে পারেন। তারপরেও কেউ না বুঝলে আমাকে জানাতে ভুলবেন না।

ডাউনলোড grepWin

নিচের ডাউনলোড অপশন থেকে আপনি টুলসটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা, এটি মাত্র কয়েক কেবি।

Download grepWin | Size 592 KB

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল জিনিস,
আর একটা কথা bidvertiser এ Next Payment আর Pending Balance টা কি একটু বলেন তো

    টিউমেন্টের জন্য ধন্যবাদ। কিন্তু আপনি যা জানতে চাইছেন সেটা আমার কাছে সম্পুর্ণ অজানা।

can i edit php file with same system just like html.

কত যে উপকার করলেন বুজাইতে পারমু না ,বাট আমার এক্সপি সার্ভিস প্যাঁক ২ এ সাপোর্ট দেয় না , এইটা সাপোর্ট করবে এমন একটা সফট দেন প্লিজ

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: আপনার উপকার হয়েছে জেনে ভালো লাগলো। কিন্তু এক্সপির সাপোর্টের জন্য বলবো যে, বর্তমানে বাজারে উইন্ডোজ টেন প্রায় চলে আসলো। এর আগে উইন্ডোজ ৮ এবং ৭ আছে। এক্সপি হলো মান্ধাতা আমলের অপারেটিং সিস্টেম। এখন আর কোথাও এক্সপির জন্য সফ্ট পাওয়া যাবে বলে মনে হয় না। অন্তত সেভেনে আপগ্রেড করে নিন। না হলে কিছূ করার থাকবেনা ভাই।

Level 0

Nice post, Thanks,

এই কাজ টা Notepad++ দিয়ে আরো ভালভাবে করা যায়… তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ…

    @সাগর: আপনি সম্ভবত বুঝতে পারেন নি ভাই। Notepad++ দিয়ে একই ফাইলের মধ্যে ফাইন্ড এন্ড রিপ্লেস করা যায়। কিন্তু একাধিক ফাইলে কাজটি করা যায় না। ফাইল সংখ্যা যদি ৫০০ হয় তখন আপনি কি করবেন? তাছাড়া Notepad++ এ কিভাবে এটা সম্ভব একটু বলবেন কি?

সফটওয়্যার টা আমি ব্যাবহার করি খুব কাজের একটা সফটওয়্যার।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য,আশা করি সময় পেলে টিউন করবেন।

এতো উপকার হলো বলে বুঝানো যাবেনা। ধন্যবাদ ভাই। কিন্তু আমার একটা প্রজেক্টে প্রায় ৫ শত এইচটিএমএল পেজ আছে এবং সেখানে অ্যাডসেন্স কোড আছে। ওই কোডগুলো বদলে আমার অ্যাডসেন্স কোড রিপ্লেস করতে পারলাম না। তবুও ধন্যবাদ অনেক কাজই হবে এটার দ্বারা।

    @ব্লগার মারুফ: সব পেজে একই ধরনের কন্টেন্ট থাকলে কাজ না হওয়ার কথা নয়। হয়তো আপনার কন্টেন্ট গুলোতে কিছুটা ভেরিয়েশন আছে একারনে কাজ করছেনা। আর একবার চেষ্টা করে দেখতে পারেন। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

খুবই কাজে লাগার টিউন । আগামি দিনে আরও চাই ।

Level 2

অনেক দিন পর মানসম্মত টিউন পেলাম

কি বলেন ভাই , এখনো এক্সপি এর অনেক ইউজার আছে ,আর সবচেয়ে বেশি সফট চলে এক্সপি তে ,অবশ্য আমার ডুয়েল বুট করা আছে , xp 64 bit , windows 7 32 bit

    এক্সপি অনেকেই ব্যবহার করে জানি, কিন্তু এ যুগে এক্সপি ব্যবহার করাটা কেমন জানি বেমানান লাগে।