ওয়ার্ডপ্রেসের হোস্ট পরিবর্তন করা (লোকালহোস্ট বা এক হোস্ট থেকে অন্য হোস্ট) মেগা টিউন!

ওয়ার্ডপ্রেস এক হোস্ট থেকে অন্য হোস্টে বা লোকালহোস্ট থেকে সার্ভারে নিয়ে আসা খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে আপনি এই কাজটি করতে পারেন। আমরা মোট ৬ টি ধাপে এই কাজগুলো করব। আসুন দেখি:
১। পুরাতন হোস্টের ডাটাবেজের ব্যাকআপ নেওয়া।
২। পুরাতন হোস্টের ওয়ার্ডপ্রেসের সব ফাইলের ব্যাকআপ নেওয়া।
৩। নতুন হোস্টে ডাটাবেজ তৈরি করা।
৪। নতুন ডাটাবেজের মধ্যে পুরাতন ডাটাবেজ রিস্টোর করা।
৫। পুরাতন হোস্টের ওয়ার্ডপ্রেসের সব ফাইল আপলোড করা।
৬। নতুন তৈরিকৃত ডাটাবেজে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া।

ধাপ: ১ পুরাতন হোস্টের ডাটাবেজের ব্যাকআপ নেওয়া:

প্রথমেই আপনি আপনার পুরাতন হোস্টে লগিন করুন। প্রতিটি হোস্টেই PhpMyAdmin থাকে। এটা দিয়ে সহজেই আপনি যে কোন ডাটাবেজের ব্যাকআপ নিতে পারেন। আসুন পক্রিয়াটি দেখি।

আপনার হোস্টং প্যানেলের phpMyAdmin এ ক্লিক করুন। বামপাশে আপনার ব্যবহৃত ডাটাবেজ দেখা যাবে। এখান থেকে আপনার নতুন ডাটাবেজটির উপর ক্লিক করুন নিচের মত আসবে। নিচের মত আসবে

http://img693.imageshack.us/img693/1639/bdrasel01.gif
বড় করে দেখুন

তারপর এখান থেকে উপরের মেন্যুর Export এ ক্লিক করুন।

http://img269.imageshack.us/img269/158/bdrasel02.gif

তারপর এখানকার View dump (schema) of databases এখানে

Export: আপনার কাংখিত ডাটাবেজ এবং ডাটাবেজের মুড/ফরমেট সিলেক্ট করুন।

তারপর সবশেষে Go এ ক্লিক করুন। চিত্রে দেখুন।

http://img408.imageshack.us/img408/6504/bdrasel03y.gif
বড় করে দেখুন

তাহলে একটা ডাউনলোড লিংক পাবেন এই ফাইলটা সেভ করে রাখুন। এটাই আপনার ডাটাবেজের ব্যাকআপ। ysmile

ধাপ: ২ পুরাতন হোস্টের ওয়ার্ডপ্রেসের সব ফাইলের ব্যাকআপ নেওয়া:

পুরাতন হোস্টে লগিন করে ফাইল ম্যানেজারে যান। আপনার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে প্রবেশ করে বাম পাশ থেকে ওয়ার্ডপ্রেসের সব ফাইল সিলেক্ট করুন। এক্ষেত্রে Select All এ ক্লিক করুন। তারপর উপরের Compress এ ক্লিক করুন। নিচের মত আসবে

এখানে .zip নির্বাচন করে Compress File (s) এ ক্লিক করুন। তাহলে একটি ZIP ফাইল পাবেন। এটিকে পরে ডাউনলোড করুন।

ধাপ: ৩ নতুন হোস্টে ডাটাবেজ তৈরি করা।

সি প্যানেলে ডাটাবেজ তৈরি করা এক্কেবারে সোজা। তবুও যারা জানেন না তারা একবার দেখে নিন। প্রথমে আপনার সি প্যানেল থেকে MySQL Databases এ ক্লিক করুন নিচের মত আসবে।

এখানে আপনি আপনার ডাটাবেজের জন্য একটি নাম দিন। তারপর Create Database এ ক্লিক করুন।

এরপর আপনার এই ডাটাবেজের জন্য একটি ইউজার তৈরি করতে হবে এজন্য একটু নিচের দিকে MySql Users এর এখানে একটি নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি ইউজার তৈরি করুন।

তারপর এই ইউজারের সাথে আপনার নতুন তৈরি করা ডাটাবেজটি অ্যাড করতে হবে। এজন্য Add User To Database এ গিয়ে আপনার ডাটাবেজ এবং ইউজার সিলেক্ট করুন এবং submit এ ক্লিক করুন

নিচের মত আসবে এখানে All Privileges এ ক্লিক করুন এবং নিচের Make Changes এ ক্লিক করুন।

ধাপ: ৪ নতুন ডাটাবেজের মধ্যে পুরাতন ডাটাবেজ রিস্টোর করা:

নতুন তৈরি করা এই ডাটাবেজের মধ্যে আপনার আগের ব্যাকআপ রাখা ডাটাবেজটি রিস্ট্রোর করতে হবে। এজন্য হোস্টিং প্যানেলের PhpMyAdmin এ যান

বামপাশে আপনার ব্যবহৃত ডাটাবেজ দেখা যাবে। এখান থেকে আপনার নতুন ডাটাবেজটির উপর ক্লিক করুন নিচের মত আসবে।

http://img693.imageshack.us/img693/1639/bdrasel01.gif
বড় করে দেখুন

এখান থেকে Import এ যান

http://img192.imageshack.us/img192/8770/dbimport01.gif

তারপর এখানকার File to import এ আপনার পূর্বের ডাউনলোড করা এসকিউএল, জিপ বা জিজিপ ফাইলটি এখানে চিনিয়ে দিন।

http://img443.imageshack.us/img443/4103/dbimportsmall.gif

বড় করে দেখুন

তাহলেই ডাটাবেজ ইমপোর্ট/আপলোড হয়ে যাবে।

ধাপ: ৫ পুরাতন হোস্টের ওয়ার্ডপ্রেসের সব ফাইল আপলোড করা:

এর আগে ডাউনলোড করে রাখা ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি এবারে আপনার নতুন হোস্টে আপলোড করতে হবে। এজন্য সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করুন। এখন আপনি যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস সেটাপ দিতে চাইছেন সে ফোল্ডারে প্রবেশ করুন। উপরের Upload এ ক্লিক করুন

এরপর একটি নতুন ট্যাবে একটি পেজ ওপেন হবে। এখন থেকে Browse এ ক্লিক করে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলটি চিনিয়ে দিন।

তাহলে আপলোড শুরু হবে। আপলোড শেষ হলে আপনি ফাইল ম্যানেজারে চলে আসুন। এর পর আপনার জিপ ফাইলটি এখানে দেখতে পাবেন। এটিকে এক্সট্রাক্ট করুন। এর মধ্যে থাকা wp-config.php ফাইলটি ডিলিট করে দিন।

ধাপ ৬: নতুন তৈরিকৃত ডাটাবেজে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া:

নিশ্চিত হয়ে নিন আপনার কাছে আছে:

নতুন ডাটাবেজের নাম

নতুন ডাটাবেজের ইউজার নাম

নতুন ডাটাবেজের পাসওয়ার্ড

আপনার হোস্টের নাম

তারপর ব্রাউজারে আপনার ডোমেইন লিখে এন্টার করুন। ওয়ার্ডপ্রেস কোন কনফিগারেশন ফাইল খুজে না পেয়ে নিজের মত দেখাবে।

এখানে আপনি Create a Configuration File এ ক্লিক করুন। নিচের মত আসবে

আপনাকে ওয়ার্ডপ্রেস প্রশ্ন করবে আপনার কাছে সবগুলো ইনফরমেশন আছে কি/না? আপনার কাছে যেহেতু আছে তাই আপনি Let's Go তে ক্লিক করুন।

এরপর এখানে আপনি আপনার ডাটাবেজের তথ্য দিন। এবং Submit এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস আপনার তথ্য চেক করবে। তথ্যগুলো দেওয়া ঠিক হলে নিচের মত দেখতে পাবেন।

এইটা আসা অর্থ হলো আপনার কাছে সবগুলো তথ্য সঠিক আছে। আপনি Run the install এ ক্লিক করুন। নিচের মত আসবে।

এটা আসা অর্থ হলো আপনি সফলভাবে ওয়ার্ডপ্রেস রিস্টোর করতে পেরেছেন। এখন আপনি আগের পাসওয়ার্ড দিয়ে লগিন করে সবকাজ করতে পারবেন।

প্রশ্নোত্তর পর্ব : কপিরাইট @ স্বাধীন ভাই

প্রশ্ন: আমার কাছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের .SQL ফাইল শুধুমাত্র আছে। আমি কি ওয়ার্ডপ্রেস আগের মত ফিরে পাব?

উত্তর:

অবশ্যই পাবেন! আমরা যেখানে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো আপলোড করলাম পুরোনো হোস্ট থেকে ডাউনলোড করে আপনি সেখানে ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ডাউনলোড করে আপলোড করবেন।

প্রশ্ন: তাহলে কষ্ট করে পুরোনো হোস্ট থেকে ডাউনলোড করব কেন? এর পার্থক্য কি?

পুরাতন হোস্ট থেকে ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড করে আপলোড করে দিলে আপনার পূর্বের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইমেজসহ বিভিন্ন আপলোড করা ফাইলগুলো অক্ষত থাকবে। তাছাড়া ব্যবহারকারী তাদের প্রোফাইলে ছবি আপলোড করলে তাও থাকবে। আপনার থিম অক্ষত থাকবে। বিভিন্ন প্লাগিন এডিট করা হলে তা অক্ষত থাকবে ইত্যাদি।

প্রশ্ন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার কোন সমস্যা হলে কি আপনাকে জিজ্ঞেস করতে পারব? পারলে কিভাবে?

উত্তর:

অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আমি জিমেইলে/গুগল টকে raselahmed7 এ প্রায় সময়ই অনলাইনে থাকি। আপনাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত সবসময়ই।

প্রশ্ন: আপনার টিউটোরিয়ালটি কি আমি কোথাও শেয়ার করতে পারব? পারলে কি শর্তে ?

উত্তর: আমার টিউটোরিয়ালের কোন স্বত্ত বা লাইসেন্স নাই। আপনি যেখানে খুশি যেভাবে ইচ্ছ শেয়ার করতে পারবেন। এমনকি আপনার নিজের নামে শেয়ার করলেও আমার কোন আপত্তি নেই।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউটো তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে!!!

কাজের জিনিস রাসেল ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ পোষ্ট লেখার জন্য , এরকম পোষ্ট আমি লিখতে চেয়েছিলাম কিন্তু আপনি করে আমার অশেষ উপকার করলেন

প্রশ্নোত্তর পর্ব : কপিরাইট @ স্বাধীন ভাই কথাটি দেখে ব্যাপক মজা পেয়েছি ! আসলে কিছু জিনিস থাকে যা ভিজিটরকে এমনিতে বলে দিলে, ভিজিটরের ব্রেনে ঢুকে না। তাছাড়া এত বড় লেখা, ভিজিটরের মনে হতে পারে , কত না জানি কঠিন জিনিস ! এক্ষেত্রে প্রশ্নোওর পর্বটি ব্যাপক কাজের, এর মাধ্যমে অনেক কথা সহজে বুঝানো যায়, আর ব্রেনে খুব ভালভাবে ক্যাচ করে।

যাক এইটা জানা আছিল

আপনার জানা আছিল, আমার জানা ছিলো না।

Level 0

Puraton .SQL File and wordpress thaka download daoa new wordpress dia install daor por lav ki ? Amar prosno ki data pabo and ki data pobona ?

    পুরাতন .SQL ফাইল থেকে ওয়ার্ডপ্রেস সেটাপ দিলে আপনি আপনার পুরাতন ওয়ার্ডপ্রেসের সব পোস্ট+মন্তব্য ফিরে পাবেন। কিন্তু আপার থিম, প্লাগিন ইত্যাদি নতুনভাবে সেটআপ করতে হবে।

প্রিয়তে রাখলাম, কাজে লাগবে।

ঝাক্কাস হইসে। চালিয়ে যান।

ভাইয়া আপনি তো শুধু ডাটাবেজের কথা বললেন। কিন্তু লোকাল সাইটে যেই ফোল্ডারে সব ফাইল আছে সেটা কি ওয়ার্ডপ্রেস ইনস্টল এর পরে পাবলিশ করব?

    আপনি টিউটোরিয়ালটা মনযোগ দিয়ে আবার পড়ুন। কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারলাম না। বুঝিয়ে বলুন।

    ধন্যবাদ আপনাকে।

Level 0

100% Clear.Thanks.

রাসেল ভাই, আপনার সাইট আপনি হোস্টিং কোথায় করেছেন?

এক্কেবারে ফাটাফাটি টিউট । তোমাকে সালাম টিউটোবিডি ভাই।

ভাল উপস্থাপনা এবং মান সম্মত টিউন ধন্যবাদ আপনাকে ভাল একটি টিউন করার জন্য।আশা করি সামনে আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থাকে।

Level 0

ও ভাইয়া আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। এরকম টিউনস টেকটেউননসএ এর আগে কখনো হয়নি। সবাই শুধু ইন্সটল নিয়ে টিউন করে। কেই কখনো সারভার পরিবতর্ন নিয়ে করেনি। যাইহোক আমি মডারেটরকে অনুরোধ করবো এই টিউনটি অবশ্যই নির্বাচিত করা হোক।

ডোমেইন পরিবর্তন করব কি করে?

🙂 ধন্যবাদ সুন্দর টিউন।

Level 0

কিন্তু আমি ডাটাবেজ রিষ্টোর করতে পারছিনা এবং সাহায্য বিভাগে টিউন করে ও কোন উত্তর পায়নি।

Level 0

rasel vai er kas theke onnek kisu sekhar ase sobar,,,,,,,,,,,,,