১০টি গুরুত্বপূর্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিপসঃ ওয়েব ডেভল্পমেন্ট টিঊটোরিয়াল

গত টিউনে "প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা" নিয়ে একটি টিউটোরিয়াল লিখেছিলাম।

"নতুন একটি সাইট চালু করার পূর্বে কি কি করতে হবে ?" এই টিউনে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিছু টিপস নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি টিপস গুলোঃ

১। সব সার্চ ইঞ্জিন স্পাইডার ( এটি একটি ওয়েব সফটওয়্যার যা বিভিন্ন সাইট থেকে অটোমেটিকভাবে কন্টেন্ট পড়তে পারে )  মুলত ইউনিক কন্টেনটকে বেশী প্রাধান্য দেয়। তাই চেষ্টা করা উচিত সাইট এর কন্টেনটগুলো যেন অন্যান্য সাইট থেকে একটু আলাদা হয়। এর পরে আপনি আপনার কন্টেনট অনুযায়ী কিছু জনপ্রিয় কী- ওর্য়াড আপনার কন্টেনট পেইজ এ যোগ করে দিন।উদাহরনঃ আপনার ওয়েব সাইটি যদি কোড এর জন্য হয়ে থাকে তাহুলে আপনি META Keyword="free code, download code, example code, demo code  এই রকম কিছু লিখা যোগ করে দিতে পারেন। মুলত আমার কী ওর্য়াড এর মধ্যে ওই সকল ওর্য়াড লিখে থাকি যেগুলো ইউজাররা সার্চ দেবার সময় সবচেয়ে বেশিবার লিখে থাকে। তবে অনুগ্রহ করে আপনার কন্টেন্ট এর সাথে মিলে না , এমন কোন "কী-ওয়ার্ড" লিখবেন না। এতে হিতে-বিপরীত হতে পারে।
seo

২। META Description ব্যবহার করুন । আপনার ওয়েব সাইটি যদি ফ্রি কোড ও টিঊটোরিয়াল এর জন্য হয়ে থাকে তাহুলে আপনি META Description="Free ajax scripts gallery, jquery prototype mootools scripts showcase, php html css javascripts tutorials, free Book download and web resource, inspiration link directory"  এই রকম কিছু লিখা যোগ করে দিতে পারেন। এর ফলে সার্চ ইঞ্জিনে আপানার সাইট এর লিঙ্ক এর নিচে এই বর্ননাটুকু দেখা যাবে, ইউজাররা খুব সহজেই আপনার লিঙ্ক এর কন্টেন্ট সম্পর্কে ধারনা পাবে।

৩। আপনার সাইট এ প্রচুর ইন্টারনাল লিংক রাখুন। কারন সার্চ ইঞ্জিন স্পাইডার গুলো এই লিংক গুলোকেই তাদের টার্গেট এ রাখে। এই লিংক গুলোর মাধ্যমেই  সার্চ ইঞ্জিন স্পাইডার এক পেজ থেকে অন্য পেজ এ যায়। তাই মান সম্মত ও প্রাসংগিক লিংক তৈরি করুন। প্রত্যেকটি লিঙ্ক এ অবশ্যই title tag টি লিখুন। এই tag এর মধ্যে আপনার লিঙ্ক এর ছোট করে কিছু বর্ননা লিখে দিন।

৪। সার্চ ইঞ্জিন স্পাইডার গুলোর কাছে ইমেজ ও ফ্লাশ এর গুরুত কম। তাই আপনার সাইটটিকে সার্চ ইঞ্জিন স্পাইডার গুলোর কাছে গুরুতপুর্ন করে তুলতে ইমেজ এর থেকে তথ্য এর দিকে বেশী মনোযোগী হোন। আপনার পেজটি যদি IFrame অথবা AJAX দিয়ে বানানো হয়ে থাকে তাহলে তা কক্ষোনই সার্চ ইঞ্জিন স্পাইডার গুলো তার ডাটাবেজ এ নিবে না। কারন সার্চ ইঞ্জিন স্পাইডার গুলো জাভাস্ক্রিপ্ট বা ফ্লাসস্ক্রিপ্ট রান করতে পারে না।

৫। আপনি যদি আপনার সাইট এ কোন ইমেজ ব্যাবহার করে থাকনে তাহলে অবশ্যই ALT tagটি ব্যাবহার করুন। এতে করে সার্চ ইঞ্জিন স্পাইডারটি আপনার ইমেজ এর লিঙ্কটি তার ডাটাবেজ এ নিয়ে নিবে। পরর্বতীতে যদি কেউ আপানার ইমেজ এর মত ইমেজ সার্চ করে তাহলে আপনার ইমেজটি সার্চ এর রেজাল্ট এ চলে আসবে। এখান থেকেও আপানার সাইট কিছু ভিজিটর কাছে পরিচিতি পাবে।

৬।সার্চ ইঞ্জিন স্পাইডার গুলো আপনার সাইট এর এক্সটেনশন নিয়ে মাথা ঘামায় না। আপনার সাইট এর এক্সটেনশন (.html,.php.asp, .do) হতে পারে। তবে খেয়াল রাখতে হবে URL এর নাম যেন প্রাসংগিক হয় ও দেখা মাত্রই সহজে বুঝতে পারা যায়। উদাহরনঃ

http://www.coolajax.net/page/pagelist/amazing-10-fresh-html-and-css-web-templates.html

এই লিঙ্কটি দেখেই বুঝা যাচ্ছে যে এখানে গেলে আপনি "১০ টি ফ্রেস এইচটিএমল ও সিএসএস দিয়ে তৈরী ওয়েব টেম্পলেট পাবেন"। এই ধরনের লিঙ্কগুলোকে সার্চ ইঞ্জিন স্পাইডার খুব সহজে তার ডাটাবেজে ইনডেক্সিং করতে পারে।

৭। আপনি আপনার সাইট এ যা নিয়ে লিখছেন তার বানান যেন ঠিক হয় ,সেই দিকে লক্ষ্য রাখবেন। কারন আপনার কন্টেনট এর বানান যদি ভুল হয় তাহলে সার্চ এর রেজাল্ট এ কক্ষোনই আপনার সাইট এর নাম আসবে না।
উদাহরনঃ  আপনি যদি লিখেন "Wev Intarfece Desizn Tutorials", আসলে যা কিনা হবে "Web Interface Design Tutorials" । কিন্তু বাস্তবে ইউজার কখনোই "Wev Intarfece Desizn Tutorials" লিখে সার্চ দিবে না, বেশিরভাহ ইউজার লিখবে "Web Interface Design Tutorials " , যার ফলে আপনার কন্টেন্ট কোন দিনই সার্চ এর রেসাল্ট এ আসবে না। তাই কোন ভাবেই বানান ভুল করা যাবে না।

৮। আপনার সাইট এর বর্ননা দিয়ে অন্যান্য সাইট এ পোষ্ট করুন। বিভিন্ন সাইট এ আপনার মন্তব্য পোষ্ট করুন এবং আপনার সাইট এর লিঙ্কটি দিয়ে দিন। এতে করে আপনার সাইটটি খুব সহজেই সার্চ ইঞ্জিন স্পাইডার এর কাছে চলে আসবে। একে ব্যাক-লিংকিং বলে। পরবর্তী টিউনে  ব্যাক-লিংক নিয়ে আলোচনা করব।

৯। XML Format এ আপনার সাইট এর একটি সাইট ম্যাপ বানিয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিন ডিরকেটরিতে সাবমিট করুন। এতে করে আপনার সাইট এর লিংক গুলো খুব সহজেই বিভিন্ন সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ এ চলে যাবে।

১০। Social Networking SIte যেমন (facebook.com, twitter.com, myspace.com, friendfeed.com) এ আপনার সাইট এর বিভিন্ন লিঙ্ক পোষ্ট করতে পারেন। এতে করেও আপনার সাইট এর লিঙ্ক গুলো খুব জলদি সার্চ রেসাল্ট এ চলে আসবে।

উপরের টিপস গুলোই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মুল মন্ত্র।
এই টিপসগুলো অনুসরন করলে কিছু দিন এর মাঝেই আপনার সাইট এর সব কন্টেন্ট সার্চ ইঞ্জিন সাইট গুলোতে চলে যাবে। আর আপনি ও পেয়ে যাবেন আপনার সাইট এর কাংখিত ভিজিটর।

আজ এতটুকই। টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

টিউটোরিয়াল সোর্সঃ
Top Search Engine Optimization Tip And Tricks

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো একটা এসইও টিউন।আমার ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।:)

৯। XML Format এ আপনার সাইট এর একটি সাইট ম্যাপ বানিয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিন ডিরকেটরিতে সাবমিট করুন। এই জিনিস আবার কেমনে বানায় ?

    @স্বাধীন ভাইঃ পরবর্তী পোষ্টটি হবে “সাইট ম্যাপ” এর উপরে। অপেক্ষায় থাকুন। শীগ্রই পাবেন।
    ভাল থাকুন।

খুবই কাজে লাগল। প্রিয়তে রাখলাম।

Level 0

ভাল লাগল টিউনটি। তবে আরও ভাল হত যদি IFrame, AJAX, ALT tag ব্যপার গুলির স্পষ্ট ধারনা দিতেন।
তবে টিউন অনেক ভাল হয়েছে। এইভাবে টিউন চালিয়ে যাবেন আশা করি।

http://seoclass.cz.cc/ ওয়েব জগৎ-এ নতুন যারা আমি আশাকরি এই সাইটি অনেক উপকারে আসবে।

প্রথমে এইটা কিছুই বুঝতাম না, তবে একটা রাইত আমার গেছে , এখন কিছুটা মাথায় ঢুকে আর কি,

যাউক গা অনেকের কামে লাগবে

টিউনটি ভাল হইছে ধন্যবাদ।

আমার কাছে SEO বেশ ইন্টারেস্টিং লাগে……দেখি সামনে আবার ট্রাই মারব………আগে দুই একটা কাজ করেছি। যেমনঃ

http://wellcometunebd.blogspot.com

http://movie-heb.blogspot.com

Level 0

blog er modhe kamne keyword or back link banay bolben ki?

very nice post.vai kisu bookmarking site er list dile upoker hoto.

Level 0

For SEO its impotent to link back your site.
You can visit
http://linkstocker.com
http://articlestocker.com
For free listing of your website or blog.