ব্লগের ভিজিটর বাড়ান: ওয়ার্ডপ্রেসের জন্য ইমেজ ও ভিডিও সাইটম্যাপ

ব্লগের জন্য সাইটম্যাপের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই । আপনার সাইটের অলিগলির খবর গুগল মারফত পাঠকের কাছে পৌছাতে সাইটম্যাপের প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না । এখনকার ব্লগ পোষ্টের খুবই গুরুত্বপূর্ণ উপাদান ছবি ও ভিডিও । এগুলোর ঠিকানা কি জানাচ্ছেন গুগলকে ?

সার্চ ইন্জিন ব্যবহারকারীদের একটা বড় অংশ ইমেজ বা ভিডিও খুজে থাকেন । তাছাড়া প্রতিবার টেক্সট সার্চেও প্রদর্শিত হয় কিছু ইমেজ ও ভিডিও রেজাল্ট । এই ব্যবহারকরীদের হারানো কি ঠিক হবে ? মোটেই না । যেহেতু প্রতিদ্বন্দি ব্লগারও এইক্ষেত্রে মনযোগি হচ্ছে আপনার আর কোন উপায় নেই ।

কিভাবে তৈরী করবেন ওয়ার্ডপ্রেস ব্লগের ইমেজ ও ভিডিও সাইটম্যাপ ?

ওয়ার্ডপ্রেসে কাজ করার মত এতো আরাম আর কোথাও নেই । সব কাজের প্লাগইন আছে । ইমেজ ও ভিডিও সাইটম্যাপ এর জন্যও আছে ।

প্রথম ধাপ. প্রথমে ইমেজ সাইটম্যাপ প্লাগইন এবং ভিডিও সাইটম্যাপ প্লাগইন ডাউনলোড করে নিন ।

দ্বিতীয় ধাপ. ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরীতে আপলোড করে একটিভেট করে নিন ।

তৃতীয় ধাপ. Notepad দিয়ে sitemap-image.xml ও sitemap-video.xml নামে দুটি ফাইল বানিয়ে আপনার রুট ডাইরেক্টরীতে (যেখানে wp-config.php ফাইল আছে)আপলোড করুন । এদের পারমিশন 777 করে দিন । ***[ চাইলে এই ধাপটি বাদ দিতে পারেন ।]

চতুর্থ ধাপ. এবার Tools থেকে Video Sitemap বা Image Sitemap এ যেয়ে Generate Video Sitemap বা Generate Image Sitemap চাপুন ।

এরপর Google Webmaster পানেলে যেয়ে সাইটম্যাপের ঠিকানা জানিয়ে দিন ।

[প্লাগইন দুটি তৈরী করেছেন প্রখ্যাত ব্লগার অমিত আগারওয়াল]

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ।
(অফটপিকঃ ফ্রী.টেকবিভা.কম — এই হোস্টিং সাইট কার ? আপনার ? )

ধন্যবাদ ভাই।

আরিফ ভাই এলার্টপে তে credit card verifi কিভাবে করবো জানেন কি আমি মোবাইল ফোন verifi করতে পেরেছি কিন্তু credit card টা বুঝতে পারছিনা ।

কাজের টিউন ভাই,
ধন্যবাদ