সব ব্লগাররেই প্রথম পছন্দ WordPress । ফলে দেখা যায় একজনেরই তিন-চারটা সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগ আছে । আর এটাই হয়ে দ্বারায় ঝামেলা কাজ । ভিন্ন ভিন্ন ব্লগের পোষ্ট লেখা , কমেন্ট মডারেশন সহ নানা কাজে বারবার এই ড্যাশবোর্ড থেকে ওই ড্যাশবোর্ডে ঘুরতে হয় ।
এই ঝামেলার পাট চুকানোর উদ্দেশ্যে চালু হয়েছে নতুন এক সার্ভিস ManageWP । ManageWP আপনার এডমিন জীবনকে নিয়ে আসবে এক পাতায় । এক পাতা থেকে যেকোন সাইটের জন্য তৈরী করতে পারবেন নতুন পোষ্ট বা পাতা , আপলোড করতে পারবেন থিম বা প্লাগইন , তাছাড়া ব্যাকআপ-রিস্টোর , একসপোর্ট ইমপোর্ট ও সম্ভব ।
১. প্রথমে ManageWP তে একটি একাউন্ট খুলে নিন ।
২. তারপর ManageWP এর worker প্লাগইনটি ডাউনলোড করে আপনার সব সাইটে ইনস্টল করে নিন ।
৩. এবার ManageWP তে লগইন করে Add a Blog এ ক্লিক করে আপনার সাইটগুলো ইনফো একের পর এক সব সাইটের ডাটা দিন ।
৪. এরপর থেকে Manage Blogs পাতা থেকে নিয়মিত এডমিনগিরি চালতে পারবেন ।
ManageWP নিঃসন্দেহে একটি ভাল সর্ভিস । তবে যেহেতু এটি এখন বিটা অবস্থায় আছে , তাই আশা করা যায় পরে আরো ভাল সার্ভিস পাবার । ManageWP এর সেল্প হোস্টেড ভার্সনেরও কাজ চলছে ফলে নিজ নিজ সার্ভারেই উপভোগ করা যাবে চমৎকার এই সার্ভিস ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
অনেক ধন্যবাদ ভাই………. আমার বেশ কাজে দেবে।