সব সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগকে নিয়ে আসুন একটি ড্যাশবোর্ডে

সব ব্লগাররেই প্রথম পছন্দ WordPress । ফলে দেখা যায় একজনেরই তিন-চারটা সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগ আছে । আর এটাই হয়ে দ্বারায় ঝামেলা কাজ । ভিন্ন ভিন্ন ব্লগের পোষ্ট লেখা , কমেন্ট মডারেশন সহ নানা কাজে বারবার এই ড্যাশবোর্ড থেকে ওই ড্যাশবোর্ডে ঘুরতে হয় ।
nezami.in
এই ঝামেলার পাট চুকানোর উদ্দেশ্যে চালু হয়েছে নতুন এক সার্ভিস ManageWP । ManageWP আপনার এডমিন জীবনকে নিয়ে আসবে এক পাতায় । এক পাতা থেকে যেকোন সাইটের জন্য তৈরী করতে পারবেন নতুন পোষ্ট বা পাতা , আপলোড করতে পারবেন থিম বা প্লাগইন , তাছাড়া ব্যাকআপ-রিস্টোর , একসপোর্ট ইমপোর্ট ও সম্ভব ।

কিভাবে কাজ করবেন ManageWP তে

১. প্রথমে ManageWP তে একটি একাউন্ট খুলে নিন
২. তারপর ManageWP এর worker প্লাগইনটি ডাউনলোড করে আপনার সব সাইটে ইনস্টল করে নিন ।
৩. এবার ManageWP তে লগইন করে Add a Blog এ ক্লিক করে আপনার সাইটগুলো ইনফো একের পর এক সব সাইটের ডাটা দিন ।

৪. এরপর থেকে Manage Blogs পাতা থেকে নিয়মিত এডমিনগিরি চালতে পারবেন ।

শেষ কথা

ManageWP নিঃসন্দেহে একটি ভাল সর্ভিস । তবে যেহেতু এটি এখন বিটা অবস্থায় আছে , তাই আশা করা যায় পরে আরো ভাল সার্ভিস পাবার । ManageWP এর সেল্প হোস্টেড ভার্সনেরও কাজ চলছে ফলে নিজ নিজ সার্ভারেই উপভোগ করা যাবে চমৎকার এই সার্ভিস ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ভাই………. আমার বেশ কাজে দেবে।

অনেক ভালো এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে পোষ্ট লিখেছেন। এটা আসলেই অনেক দরকারী।

নিজামী ভাই, এটা কি বিশ্বস্ত? পাসওয়ার্ড, এডমিন নেম কি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই?

আর এই সেবার দরকার কি যখন তা ওয়ার্ডপ্রেসের ৩.০ ভার্সনে করা যাচ্ছে? আপনার মতামত চাচ্ছি…

    আপনি কি ৩.০ যে MU আছে তার কথা বললেন ? WP 3 তে ডোমেইন ম্যাপিং করে আলাদা আলাদা ডোমেইনে বিভিন্ন সাইট সেটাপ দেয়া বেশ ঝামেলার কাজ । তাছাড়া সব হোস্টিং এটা সম্ভবও নয় । তাই আপাতত এটাই ভাল পদ্ধতি ।

    বিশ্বাসের ব্যাপারটাই জানি কেমন । আগে থেকে কিছু বলা যায় না । তবে চিন্তিত না হয়ে কিছুদিন সেল্প হোস্টেডটার জন্য অপেক্ষা করা যেতে পারে ।

    অনেক দিন পর টে.টিতে আপনার মন্তব্য দেখলাম । ধন্যবাদ ।

    দিলেন তো ভেজাল কইরা ভাবছিলাম service টা use করবো :s

ধন্যবাদ ভাই।

কতটা বিশ্বাস করা যায়?

ধন্যবাদ আরিফ ভাই।

আমাকে বাচালেন ভাই। অসংখ্য ধন্যবাদ।

All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk

অসংখ্য ধন্যবাদ।
COMPUTER TIPS & TRICKS
http://www.a2zbd.info

সরাসরি প্রিয়তে গেল।