অনেকদিন আগে ডিজাইনারদের জন্যে কয়েকটি ইমেজ এডিটিং প্ল্যাটফর্ম তুলে ধরেছিলাম। সেখানে নিঃসন্দেঞে পিক্সেলারটা সবারই ভালো লেগেছিল। আজ আবার ডিজাইনারদের ফ্রেন্ডরি কিছু টুল তুলে ধরার চেষ্টা করব। হয়ত টিউনার বন্ধুদের কাজেও আসতে পারে।
মূল লেখায় যাওয়ার আগে আবারও বলি এই টুলগুলো কোন এক্সক্লুসিভ টুল না অর্থাৎ আপনার মন না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে খুব সিম্পল টাস্কগুলো ইফেক্টিভলি করার ক্ষেত্রে এই টুলগুলোর কোন জুড়ি নাই। আসুন তাহলে কথা না বাড়িয়ে টুলগুলো একনজরে দেখে নেয়া যাক -
এর আগেও সম্ভবত মেহেদী আকরাম ভাই বড় ইউআরএল কে কিভাবে ছোট করা যায় এব্যপারে টিউন করেছেন। এই ট্রিম ও ঠিক একই কাজে অর্থাৎ অনর্থক বড় বড় ইউআরএল কে ছোট করে থাকে।
সাইটের লোডিং টাইমিং কমিয়ে আনার জন্যে ডিজাইনারকে অনেক কিছুই করতে হয়। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমেজ রিসাইজিং। আমার মতে নানা রকম ঝামেলায় না গিয়ে এই টুল ব্যবহার করাটাই শ্রেয়।
আপনি যদি সাইটের জন্যে এক্সট্রাঅর্ডিনারি ব্যাকগ্রাউন্ড এবং প্যাটার্নের খোজে থেকে থাকেন তাহলে এই সাইটটি আপনাকে একটু রিলাক্স করাবে। এখানে আপনি ৫০০+ প্যাটার্ন এবং ব্যাকগ্রাউন্ড পাবেন সম্পূর্ণ ফ্রি তে!
আগেও একটা টিউনে এর ব্যাপারে বলা হয়েছে। আবার নতুন করে উল্লেখ করার উদ্দেশ্য একটাই, নতুন টিউনার বন্ধুদের জ্ঞাতার্থে। আর পুরোনোদের যারা ভুলে গিয়েছেন .... তাদের মনে করিয়ে দেবার জন্যে। এই যা! 😉
এর মাধ্যমে বিভিন্ন ওয়েব 2.0 সাইট ব্যবহার করে হরেক রকম গ্রাফিক ইলিমেন্ট প্রিপেয়ার করতে পারবেন নিজের মত করে।
আপনার এইচটিএমএল কোড থেকে অপ্রোয়জনীয় অংশ কাটছাট করতে এই টুলটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। অপ্রোজনীয় কোডিং সাইটের জন্যে যে সুবিধাজনক নয়, তা নিয়মিত গুগলের পেজ রেন্ক নিয়ে ঘাটাঘাটি করলে সহজেই বোঝা সম্ভব।
এটা খুবই প্রয়োজনীয় একটি টুল। আমিও ব্যবহার করা শুরু করছি এবং টিউনার বন্ধুদের বলব আপনারাও টিউন করার আগে এই টুলটি ব্যবহার করুন। এর মাধ্যমে আগে টিউনে ব্যবহার করা ফটোতে ওয়াটারমার্ক বসিয়ে দিন।
খুবই সিম্পল এবং হ্যান্ডি কাজে এই সাইটটি ব্যবহার করা যেতে পারে। এখানে খুবই সিম্পল উপায়ে আপনি নাইটের জন্যে থাম্বনেইল জেনারেট করতে পারবেন। আর আমাদের টেকটিউনসে থাম্বনেইল যে কতটা ইম্পর্ট্যান্ট কতটা দরকার সবাই তা জানি। থাম্বনেইলের অভাবে আমাদের ফ্রন্ট পেজটা প্রায়ই বেখাপ্পা হয়ে যায়।
খুবই সহজে এবং প্রফেশনাল টাচে আপনার সাইটের জন্যে লগো ক্রিয়েট করাতে হলে এই সাইটটা তে খোচাখুচি করে দেখতে পারেন।
ওয়েবের বিভিন্ন রিসোর্সকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিক্যাল ফ্যাক্ট এর সাথে কম্বাইন করে আপনার সাইটের ট্রাফিক সম্বন্ধে ধারনা দিয়ে থাকে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টুলস গুলো অসাধারণ। আমার মত নতুনদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।