সার্চ ইঞ্জিন তৈরি করুন একদম আপনার নিজের …..

সার্চ ইঞ্জিন বানানো এত সোজা?

হ্যা ভাই, পিএইচপি স্ক্রীপ্ট ব্যবহার করে আপনি সহজেই আপনার নিজের সার্চ ইঞ্জিন বানাতে পারেন। এজন্য আপনাকে খুব বেশী জানার দরকার নেই। শুধুমাত্র নেটে ব্রাউজ করতে পারলেই আপনি একটি স্ক্রীপ্ট ব্যবহার করে সহজেই নিচের সার্চ ইঞ্জিন বানাতে পারেন।

কি কি থাকবে এই সার্চ ইঞ্জিনে?

গুগল ওয়েব সার্চ, গুগল ইমেজ সার্চ, গুগল ম্যাপ সার্চ, উইকিপিডিয়া সার্চ, ইউটিউব ভিডিও সার্চ, টুইটার সার্চ ইত্যাদি সবই করতে পারবেন সিম্পল এবং স্টাইলিশ সার্চ ইঞ্জিন দিয়ে।

কিভাবে তৈরি করব?

এটি তৈরি করতে হলে আপনার একটি ডোমেইন এবং একটি হোস্টিং লাগবে। লিংকগুলোতে ডোমেইন আর হোস্টিং রেজিস্ট্রেশন পদ্ধতি দেওয়া আছে। নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করুন।

প্রথমে এখান থেকে এই সার্চ ইঞ্জিন স্ক্রীপ্টটা ডাউনলোড করে নিন। এখানে উপরের সার্চ সাইটগুলো ছাড়াও আমি নতুন করে দুটি সার্চ ইঞ্জিন (আইকন ফাইন্ডার.নেট এবং এমপিথ্রি) যুক্ত করেছি। ডাউনলোড করার পর একটি জিপ ফাইল পাবেন। এটিকে কমপ্রেস করে এর মধ্যে থাকা সব ফাইলগুলো আপনার হোস্টিং এর কাংখিত ডাইরেক্টরীতে এক্সট্রাক্ট করুন।

তাহলেই তৈরি হয়ে গেল আপনার নিজের সার্চ ইঞ্জিন।

ডোমো:

আমি একটা তৈরি করেছি।

তার প্রিভিউ দেখুন এখানে http://www.search.tutobd.com
এবং আরেকটি RapidShare সার্চ ইঞ্জিন।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি চেষ্টা করে পারি কিনা!

চলেন আমরা সার্চ ইঞ্জিন বানাই আর সংবাদ সম্মেলন করি !

Rapid সার্চের স্ক্রীপ্টটা পাওয়া যাবে, রাসেল ভাই?

Level 0

টিউটো বিডি ভাই , দেখি বানাতে পারি কিনা , ধন্যবাদ …।

আমিও ট্রাই মারি না পারলেতো রাসেল আছেই । কি বল রাসেল ?

চরম! ধন্যবাদ টিউটো ভাইয়া! আসল নাম কি বলা যাবে?

Level 0

চেষ্টা করে দেখি,,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ ।

Level New

চেস্টা করলুম এবং পেরে গেলুম।রেপিডশেয়ার এর ওয়াটারমার্কটা বহু কস্টে রিমুভ করলুম।আচ্ছা টিউটো ভাই আমি http://www.pioneerfm.co.cc এ যেই রেডিও প্লেয়ার মানে মিডিয়া প্লেয়ারটা আছে সেটা আমার ওয়েবপেইজে এম্বেড মানে এড করতে চাই।। কিভাবে এড করব যদি বলতেন বা কোড থাকলে কমেন্ট এ পেস্ট করে দিতেন তাহলে একটা বৈদ্যতিক ধন্যবাদ আপনার জন্য।

    দুঃখিত…. কোডটি কিভাবে হবে তা আমি জানিনা। ………… পরে পারলে পোস্ট দিব আশাকরি।

ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য। টিউটো ভাই আপনি কি পিএইচপি প্রোগ্রামার।

    নারে ভাই……….. আমি পিএইচপির “পি” ও জানি না!!

সহজের মাত্রা টা দেখতে চাই

চেষ্টা করে দেখি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

চেষ্টা করে দেখি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ শেয়ার করার জন্য একবার চেষ্টা করে দেখব।

thanks for ur nice post

showing error
404 page not found

ভাইয়া, পেজটা খোলা যাচ্ছে না।