এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৭ম পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব | ৫ম পর্ব | ৬ষ্ট পর্ব | ৭ম পর্ব
এই পর্বে আমরা দেখবো কিভাবে পি.এইচ.পি স্ক্রীপ্ট দিয়ে ব্লগ, পোর্টাল, ফোরাম ইত্যাদি হোস্ট করা যায়।
প্রথমেই আপনাকে আপনার সি প্যানেল এ প্রবেশ করতে হবে। আর এ জন্য আপনার সি প্যানেল এর ইউ আর এল এড্রেস , ইউজার নেইম এবং পাসওর্য়াড প্রয়োজন হবে, যা আমাদের ডাউনলোড করা একাউন্ট ইনফরমেশন পি. ডি এফ ফাইল হতে অলরেডি পেয়ে গেছি।
আপনার ব্রাউজার চালু করুন এবং http://cpanel.0lx.net টাইপ করে এন্টার দিন।
ইউজার নেইম এবং পাসওয়ার্ড টাইপ করে Login এ ক্লিক করুন।
আপনি আপনার একাউন্ট এর একটা সামারি পেয়ে যাবেন। নিচে দেখুন।
এবার Control Panel মেনুতে মাউস পয়েন্টার রাখুন পপআপ মেনু আসবে, উক্ত মেনু হতে Database> MySQL batabases এ ক্লিক করুন।
আপনি এই একাউন্ট হতে মোট তিনটি ডাটাবেইস ক্রিয়েট করতে পারবেন। আমার আজকে ব্লগ হোস্ট করবো, আর এ জন্য আমদের একটি ডাটাবেইস প্রয়োজন। যাই হউক ডাটাবেইস তৈরি করার জন্য Make new database :: এর টেক্স বক্স এ blog টাইপ করে Create Database বাটনে ক্লিক করুন।
নিচের নামটি দেখুন , 0lx_2787594_bolg নামে একটা ডাটাবেইস তৈরি হবে। কোথাও এটি লিখে রাখুন , পরবর্তীতে আমাদের এই ডাটাবেইস নামটা ব্লগ সেটআপ করার সময় প্রয়োজন হবে।
ডাটাবেইস এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড অলরেডি আপনার ডাউনলোড করা একাউন্ট ইনফরমেশন পিডিএফ ফাইলে রয়েছে।
এবার আপনার সি প্যানেল উইন্ডো বন্ধ করে দিন।
পি .এইচ পি দিয়ে কি কি রেডিমেইড স্ক্রীপ্ট ব্যবহার করে সাইট হোস্ট করতে পারবেন তার একটা লিস্ট নিচে দেওয়া হলো। এই লিস্ট ছাড়াও আরো কয়েক শত স্ক্রীপ্ট আছে, যা আপনাকে উপযুক্ত মূর্য দিয়ে কিনে নিতে হবে। নিচের তালিকার অধিকাংশই অপেনসোর্স নীতিমালার আওয়তাধীন, তাই ফ্রী।
Blogs:
b2evolution (1.9.3) (website)
Nucleus (3.24) (website)
pMachine Free (2.3) (website)
WordPress (2.1.3) (website)
Portals/CMS:
Drupal (5.1) (website)
Geeklog (1.4.1) (website)
Joomla! (1.0.12) (website)
Mambo Open Source (4.6.2) (website)
PHP-Nuke (7.9) (website)
phpWCMS (1.1-RC4 Rev. A) (website)
phpWebSite (0.10.2) (website)
Post-Nuke (0.764) (visit site)
Siteframe (3.2.2) (website)
Typo3 (4.0.4) (website)
Xoops (2.0.16) (website)
Customer Support:
Crafty Syntax Live Help (2.13.1) (website)
Help Center Live (2.1.2) (website)
osTicket (1.3.1) (website)
PerlDesk (3.09 [Patched-1]) (Commercial, needs license) (website)
PHP Support Tickets (1.9) (website)
Support Logic Helpdesk (1.2) (website)
Support Services Manager (1.0b) (website)
Discussion Boards:
phpBB2 (2.0.22) (website)
SMF (1.1.2) (website)
PunBB ( website)
Icebb (website)
E-Commerce:
CubeCart (3.0.15) (website)
OS Commerce (2.2 MS2 (060817)) (website)
Zen Cart (1.3.7) (website)
FAQ:
FAQMasterFlex (1.51) (website)
Guestbooks:
ViPER Guestbook (X1.1) (website)
Hosting Billing:
AccountLab Plus (2. (Commercial, needs license) (website)
phpCOIN (1.2.4) (website)
Image Galleries:
4images Gallery (1.7.4) (website)
Coppermine Photo Gallery (1.4.10) (website)
Gallery (2.2.1) (website)
Mailing List:
PHPlist (2.10.4) (website)
Polls and Surveys:
Advanced Poll (2.03) (website)
phpESP (1.8.2) (website)
PHPSurveyor (1.0) (website)
Project Management:
PHProjekt (5.2) (website)
dotProject (2.0.4) (website)
Site Builders:
Soholaunch Pro Edition (4.9 r55) (Commercial, needs license) (website)
Templates Express (website)
Wiki:
PhpWiki (1.2.10) (website)
TikiWiki (1.9.7) (website)
Other Scripts:
Dew-NewPHPLinks (2.0.1.0b SEF w/Thumbshots) (website)
Moodle (1. (website)
Noah’s Classifieds (1.3) (website)
Open-Realty (2.3.6) (website)
phpAdsNew (2.0.9-pr1) (website)
PHPauction (2.1) (website)
phpFormGenerator (2.09c) (website)
WebCalendar (1.0.5) (website)
তথ্যসূত্র: http://www.bd-host.com/index.php/Fantastico.html
আমরা এখানে ওয়ার্ড প্রেস এর ব্লগ স্ক্রীপ্টটি ব্যবহার করবো।এবার প্রথম কাজ ব্লগ এর জন্য স্ক্রিপ্ট ডাউনলোড করে নেওয়া।আপনার কম্পিউটারের D: drive এ একটি Blog নামে ফোল্ডার তৈরি করে নেন। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন। সেইভ করতে আপনার ডি ড্রাইভে তৈরি Blog ফোল্ডার নির্ধারন করে নিন।
ডাউনলোড শেষ হলে . My computer হতে Blog ফোল্ডারটি অপেন করুন এবং এটি তে আনজিপ করে নিন।
এবার লক্ষ্য করে দেখুন নতুন আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে এবং এর ভিতরে wordpress নামে একটি সাব-ফোল্ডার এবং উক্ত সাব ফোল্ডারের ভিতরে তিনটি ফোল্ডার এবং ২৩টি ফাইল রয়েছে।
পূর্বে হতে চালু সব উইন্ডো বন্ধ করে দিন। Filezilla চালু করুন এবং আপনার সাইট এর এফ টি পি সার্ভারের সাথে কানেক্ট করুন।
Htdocs ফোল্ডারে প্রবেশ করুন এবং Remote site এর ফাকা অংশে ডান বাটনে ক্লিক করে Create directory তে ক্লিক করে Bolg নামে একটি ফোল্ডার তৈরি করে নিন।
এবার Local site হতে D drive নির্ধারন করে দিন এবং উক্ত ড্রাইভের Blog ফোল্ডারে অর্ন্তভূক্ত wordpress ফোল্ডার নিধর্রন করে দিন।
File Name এর অন্তভূক্ত সবগুলি ফাইল এবং ফোল্ডার কে সিলেক্ট করে remote site এর Blog ফোল্ডারে ড্রাগ করে ড্রপ করে দিন। আপলোড প্রক্রিয়া শুরু হবে এবং আপলোড শেষ হলে আপনার filezilla বন্ধ করে দিন।
ব্রাউজার ( internet Explorer )চালু করুন। আপনার ব্লগের এড্রেটি হবে নিম্নরূপ।
http://www.microtest.hostbangla.0lx.net/blog
(আপনার সাইটটি নাম টাইপ করুন)
Create a configuration File এ ক্লিক করুন।
এখানে মূলত ডাটাবেইস নাম, ডাটাবেইস ইউজার নেইম , পাসওয়ার্ড এবং ডাটাবেইস হোস্ট নেইম দিয়ে ওয়ার্ড প্রেস এর জন্য একটা কনফিগারেশন পি এইচ পি ফাইল তৈরি করতে হবে।
Let’s go তে ক্লিক করুন।
Database Host সাধারনত localhost নামেই থাকে, কিন্তু এই হোস্টিং sql310.0lx.net নামে আছে। বাকি গুলো টাইপ করে Submit এ ক্লিক করুন।
সব কিছু ঠিকঠাকমতো টাইপ করে দিলে নিচের মতো ম্যাসেজ পাবেনঃ
আর যদি উপরোক্ত ম্যাসেজ না আসে তাহলে, পুনরায় চেস্টা করুন এবং ভালো করে দেখে নিন , ডাটাবেইস নেইম , ইউজার নেইম, পাসওয়ার্ড গুলো ঠিক আছে কিনা।
এবার Run the install এ ক্লিক করুন।
Blog Title এ আপনার ব্লগ এর টাইটেল হিসাবে যা রাখতে চান তাই টাইপ করে নিন এবং ই-মেইল এ আপনার ই-মেইল টাইপ করে নিন।
আর সার্চ ইজ্ঞিন অপশন এনাবল করার জন্য allow চেকবক্স এ টিক মার্কস রাখুন, এতে করে কেই যদি সার্চ ইজ্ঞিনে আপনার সাইট সার্চ করে তাহলে সহজেই সার্চ ইজ্ঞিন আপনার সাইটকে খুজে বের করতে পারবে।
Install WordPress এ ক্লিক করুন।
এবার আপনি আপনার ব্লগ সাইটের এডমিন ইউজার নেইম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখেন। মনে না থাকলেও সমস্যা নাই , আপনার দেওয়া ই-মেইলে ইউজার নেইম এবং পাসওয়ার্ড টি পেয়ে যাবেন।
Log in ক্লিক করুন।
এবার username হিসাবে admin এবং পাসওয়ার্ড হিসাবে এইমাত্র প্রাপ্ত পাসওয়ার্ড দিন , Log in ক্লিক করুন।
আপনার ডেশবোর্ড প্রর্দশিত হবে এডমিন লগইন হিসাবে, সাইটি দেখার জন্য Visite site এ ক্লিক করুন।
[ নোটঃ এডমিন পাসওয়ার্ড পরিবর্ততে আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। ]
আজকেই এখানেই আল্লাহ হাফেজ, পরবর্তী পর্ব ওয়ার্ডপ্রেস এর ডিটেইলস আলোচনা করার ইচ্ছা রইল।
চলবে…………………
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
কাতার ভাই আপনার এই টিউটোরিয়াল গুলো আমাদের বাংলা সাইটগুলোর এইটা মাইলফলক হয়ে থাকবে। চালিয়ে যান।
আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি আমাদের পলাশ থানাকে নিয়ে একটা ওয়েবসাইট তৈরী করতে । ডোমেইন হবে http://www.amaderpalash.com এখন কোথা থেকে সবচেয়ে কমরেটে ডোমেইন ও হোস্টিং কিনা যাবে তার সম্পর্কে একটা ধারণা দিলে অন্তর থেকে দোয়া করব। আমরা অনেকটা ছোটখাট পরিসরে নোয়াখালী ওয়েবের মতো করতে চাচ্ছি। আপনার সাহায্য খুন প্রয়োজন। আপনার ই-মেইল টা খুব প্রয়োজন। আপনার এই টিউটোরিয়ালটা চমৎকার হয়েছে।
কাতার ভাই ,‘নিজের একটা ওয়েব সাইট’আপনার এই টিউন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমি নেট নিছি একমাস হয়েছে।এখনও আমি নেটের কিছু বুঝি না।তারপর বাংলা লেখা শিখলাম আজকে তাই আপনাকে আগে ধন্যবাদ দিতে পারি নাই এর জন্য আমি সরি।আপনার নির্দেশ অনুযায়ি আমি একটা ওয়েব সাইট বানাইছি আপনি কি একটু দেখবেন। ধন্যবাদ।
http://nama7.hostbangla.0lx.net
http://nama7.hostbangla.0lx.net/blog /
কাতার ভাই ধন্যবাদ আপনাকে।পরবর্বী টিউটরিয়ালের অপেক্ষায় রইলাম।আর ভাল কথা আপনি দেশে আসবেন কবে।আমি আপনাকে আর মঈন ভাইকে হালিম খাওয়াবো।
Thanks for your information.you are realy intelegent man.I hope that you are always well.
কাতার ভাই আপনার খবর কি?আমাদের কথা ভুলে গেলেন নাকি?
কাজের চাপ কি এখন খুব বেশী?আমরা কিন্তু অপেক্ষায় আছি।
কাতার ভাই উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।আর ছুটি মন্জুর হওয়ার জন্য
আপনাকে অভিনন্দন।সুস্থ শরিরে দেশে আসেন এই কামনা করি।
আহ শান্তি আজ তো রাত অনেক হলো আজ আর না। কাল নামাজের পর ধরবো ইন্শাহ্আল্লাহ। ধন্যবাদ মাইক্রোকাতার ভাই।