পোস্টের শুরুতেই সবাইকে সালাম ও সুভেচ্ছা। অনেক দিন পর আবার টিটিতে ফিরে এলাম। আসা করি আবার নিয়মিত পোস্ট করতে পারবো। কয়েক মাস আগে টিটিটে একটি পোস্ট করেছিলাম "সাইট লোড টাইম ফাস্ট করার কিছু কিলার টিপস" এই শিরোনামে। পোস্টটিটে কি কি করলে সাইট ফাস্ট হয় তা বলা থাকলেও কিভাবে করতে হয় তা খুব একটা উল্লেখ নেই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাইটের সিএসএস ও জাভাস্ক্রিপ ফাইলকে মিনিফাই তথা সাইজ কমিয়ে ফেলা যায়। মূলত আপনি যদি আপনার সাইটের সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ফাইল গুলোর সাইজ কমাতে পারেন তবে আপনার সাইট ফাস্ট হবেই। ওয়েব ডেভেলোপাররা সব সময়ই চান যেন তাদের তৈরিকৃত সাইটটি যেন ফাস্ট হয়। আর সাইট ফাস্ট করতে গেলে যে কয়েকটি স্টেপ রয়েছে তার মধ্যে সিএসএস ও জাভাস্ক্রিপ্ট মিনিফাই করা অন্যতম।
সিএসএস ফাইল মিনিফাই করতে প্রথমেই cssminifier.com সাইটটিটে যান। তারপর আপনার সিএসএস ফাইলের সবগুলো কোড কপি করে সাইটের Input CSS বক্সটিটে পেস্ট করুন। এবার "Minify" বাটনটি ক্লিক করুন। তাহলেই ডান পাশে আপনি আপনার সিএসএসের মিনিফাই ভার্শন পেয়ে যাবেন। নিচে ছবি দেখানো হল।
জাভাস্ক্রিপ ফাইল মিনিফাই করতে প্রথমেই javascript-minifier.com সাইটটিটে যান। তারপর আপনার জাভাস্ক্রিপ ফাইলের সবগুলো কোড কপি করে সাইটের Input JavaScript বক্সটিতে পেস্ট করুন। এবার "Minify" বাটনটি ক্লিক করুন। তাহলেই ডান পাশে আপনি আপনার জাভাস্ক্রিপ মিনিফাই ভার্শন পেয়ে যাবেন। নিচে ছবি দেখানো হল।
পোস্টটি কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ। আগামী পোস্টে কিভাবে সাইটের ইমেজ ফাইলকে অপ্তিমাইজ করা যায় তা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আমার ব্লগে ( BDTechZone.Com ) আমন্ত্রণ রইলো, খোদা হাফেজ।
আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
ভালো জিনিস।