আমি আজ যে লেখাটি এইখানে লিখছি তা হয়ত অনেকের ভালও না লাগতে পারে। কিন্তু গুটি কয়েকজনের ভাল না লাগার চাইতে যদি অনেকের উপকারে আসে তার জন্য আমার এই লেখা।
আমি ২০০৯ সালের অক্টোবরের দিকে এখটি ডোমেইন এবং হোস্টিং নিই ৪০০০ টাকা দিয়ে তাদের সাইটের বিজ্ঞাপন দেখে। তাদের সাইটের বিজ্ঞাপন দেখে আমি ঐ সাইটের প্রতারক ব্যবস্থাপক কামরুল হাসান বাপ্পি এর সাথে যোগাযোগা করি তার মোবাইলে (+8801719100395)। এই প্রতারকের কাছে যখন জানতে চাইলাম যে, আপনারা কি কি সেবা দিচ্ছেম আপনাদের এই অফারে। সে আমাকে প্রতারণার ইতিহাস শুনিয়ে দিল যে আমাকে এটা সেটা দেয়া হবে। আমি তাদের প্রতারনার ইতিহাস শুনে আগ্রহ প্রকাশ করি এবং তাকে বলি যে, আমি একটি ডোমেনইন নিব নাম হবে emdadkhan.com এবং এটি হবে প্রযুক্তি বিষয়ে।আমি যখন তার সাথে কথা বলি যে, আমাকে কখন ডোমেইনটি দেয়া হবে সে বলল আপনি টাকা দেয়ার ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন। তো আমি তাদের কথামত ৪০০০-টাকা দিলাম। কিন্তু তারা আমাকে ডোমেইন দিল প্রায় ১৫-২০ দিন পর তাও আবার অনেক ফোন করার পরে, এবং তাও আবার এদের বিজ্ঞাপনে ভরা। এইতো গেল ডোমেইন নেয়ার ব্যপারে। এবার আসুন তারা আমাকে কি website দিল emdadkhan.com নামে(কোন কারণ ছাড়া তারা আমার এই সাইট এবং cpanel access বন্ধ করে দিল জানুয়ারী মাসে।)
উপরের ছবিতে লাল চিহ্নগুলো লক্ষ্য করুন। প্রথমে আসি Last Update Date : October 30,2009 যার প্রকৃত আপডেট হল 2009-05-23. কিন্তু আমি যখন তাদের সাথে প্রথমে কথা বলি, তারা আমাকে বলল যে প্রতিদিন তারা আমার সাইট আপডেট করে দিবে ফ্রিতে। কিন্তু যখন তাদেরকে বললাম যে, আমাকে আমার সাইট আপডেট করতে হবে তখন তারা বলল যে ৫০০ টাকা লাগবে তার জন্য। আমি যখন এর আগের কথাটি উল্লেখ করে দিলাম তখন তারা বলল না ভাই আপনি যে আপডেট এর কথা বলছেন (আমি বললাম RSS এবং আমার পেজে আপডেট দিতে) তখন তারা বলল যে, না ভাই এই ৫০০ টাকা দিয়ে হবে না, আরও টাকা লাগবে। এখন নিচের ছবিটি দেখুন
তাদের উপরের অফারগুলো ভালভাবে পড়ে দেখুন। এখন লাল চিহ্ন দেয়া গুলোর দিকে আসুন। প্রথমে আসি- আমাদের হোস্টিং পলিসিঃ হোস্টিং + ডোমেইন ৩০০০ (১০ গিগাবাইট স্পেস) যেখানে আমাকে দেয়া হল এর থেকে অনেক কম। তাদের ওয়েব ডিজাইন ফ্রি, যদি তাদের ওয়েব ডিজাইন ফ্রি হয় তাহলে নিচেরগুলো কেন টাকা দিতে হচ্ছে
এইছাড়া আমার প্রযুক্তি বিষয় সাইটের অবস্থা নিচে দেখুন।
তাছাড়া প্রথমে যে সারভারে এই ডোমেনটি রাখা ছিল তা অত্যন্ত নিকৃষ্ট একটি সারভারে ছিল এবং যখন আমি আমার সাইটে যেতাম তখন বলত error....error...error. তো আমি যখন এর জানতে চাইলাম তখন ঐ ছোটলোক বাপ্পি বলল যে ভাই আপনার সাইটকে অন্য একটি সারভারে সরাতে হবে এবং এর জন্য আরো ৫০০ টাকা লাগবে। তো এখন আর কি করা ৫০০ টাকা দিলাম। তাহলে আমার মোট খরচ হল ৫০০০ টাকা। এর চেয়ে বড় কথা হল এই ছোটলোক কামরুল হাসান বাপ্পি শুধু আমাকে না, আমার মত আরো অনেকজনকে এইভাবে প্রতাড়িত করেছে।
আর তাদের সাথে যখন ফোনে যোগাযোগ করতে চেয়েছি(আমার সাইট এবং cpanal access বন্ধ করে দেয়ার পর) তখন তারা মনে হয় ফোন কল কিভাবে ধরতে তা ভুলে গিয়েছে।
আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সবাইকে বলব এই ধরণের প্রতারক khola-janala সহ আরো অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজে বাচুন এবং অন্যকে বাচান।
ঐ ছোটলোক বাপ্পির ঠিকানা হলঃ
আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
ওই জানোয়ারের ফেসবুক আই ডিঃ https://www.facebook.com/ceo.centrio
আর জানোয়ারের বউয়ের আই ডি ঃ https://www.facebook.com/ceo.hostseo
আর জানোয়ারের কোম্পানিঃ https://www.facebook.com/centriohost/
কেউ সাহস করে ব্যাবস্থা নিন।
THANK YOU FOR GIVING YOUR VALUABLE INFORMATION.I HOPE YOU WILL HELP US LIKE THIS IN FUTURE .THANK YOU FOR YOUR POST