প্রতারক Khola-janala.com ডোমেইন এবং হোস্টিং সেলার থেকে নিজে বাচুন এবং অন্যকে বাচান

আমি আজ যে লেখাটি এইখানে লিখছি তা হয়ত অনেকের ভালও না লাগতে পারে। কিন্তু গুটি কয়েকজনের ভাল না লাগার চাইতে যদি অনেকের উপকারে আসে তার জন্য আমার এই লেখা।

আমি ২০০৯ সালের অক্টোবরের দিকে এখটি ডোমেইন এবং হোস্টিং নিই ৪০০০ টাকা দিয়ে তাদের সাইটের বিজ্ঞাপন দেখে। তাদের সাইটের বিজ্ঞাপন দেখে আমি ঐ সাইটের প্রতারক ব্যবস্থাপক কামরুল হাসান বাপ্পি এর সাথে যোগাযোগা করি তার মোবাইলে (+8801719100395)। এই প্রতারকের কাছে যখন জানতে চাইলাম যে, আপনারা কি কি সেবা দিচ্ছেম আপনাদের এই অফারে। সে আমাকে প্রতারণার ইতিহাস শুনিয়ে দিল যে আমাকে এটা সেটা দেয়া হবে। আমি তাদের প্রতারনার ইতিহাস শুনে আগ্রহ প্রকাশ করি এবং তাকে বলি যে, আমি একটি ডোমেনইন নিব নাম হবে emdadkhan.com এবং এটি হবে প্রযুক্তি বিষয়ে।আমি যখন তার সাথে কথা বলি যে, আমাকে কখন ডোমেইনটি দেয়া হবে সে বলল আপনি টাকা দেয়ার ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন। তো আমি তাদের কথামত ৪০০০-টাকা দিলাম। কিন্তু তারা আমাকে ডোমেইন দিল প্রায় ১৫-২০ দিন পর তাও আবার অনেক ফোন করার পরে, এবং তাও আবার এদের বিজ্ঞাপনে ভরা। এইতো গেল ডোমেইন নেয়ার ব্যপারে। এবার আসুন তারা আমাকে কি website দিল emdadkhan.com নামে(কোন কারণ ছাড়া তারা আমার এই সাইট এবং cpanel access বন্ধ করে দিল জানুয়ারী মাসে।)

khola-janala

উপরের ছবিতে লাল চিহ্নগুলো লক্ষ্য করুন। প্রথমে আসি Last Update Date : October 30,2009 যার প্রকৃত আপডেট হল 2009-05-23. কিন্তু আমি যখন তাদের সাথে প্রথমে কথা বলি, তারা আমাকে বলল যে প্রতিদিন তারা আমার সাইট আপডেট করে দিবে ফ্রিতে। কিন্তু যখন তাদেরকে বললাম যে, আমাকে আমার সাইট আপডেট করতে হবে তখন তারা বলল যে ৫০০ টাকা লাগবে তার জন্য। আমি যখন এর আগের কথাটি উল্লেখ করে দিলাম তখন তারা বলল না ভাই আপনি যে আপডেট এর কথা বলছেন (আমি বললাম RSS এবং আমার পেজে আপডেট দিতে)  তখন তারা বলল যে, না ভাই এই ৫০০ টাকা দিয়ে হবে না, আরও টাকা লাগবে। এখন নিচের ছবিটি দেখুন

khola-janala

তাদের উপরের অফারগুলো ভালভাবে পড়ে দেখুন। এখন লাল চিহ্ন দেয়া গুলোর দিকে আসুন। প্রথমে আসি- আমাদের হোস্টিং পলিসিঃ হোস্টিং + ডোমেইন ৩০০০ (১০ গিগাবাইট স্পেস) যেখানে আমাকে দেয়া হল এর থেকে অনেক কম। তাদের ওয়েব ডিজাইন ফ্রি, যদি তাদের ওয়েব ডিজাইন ফ্রি হয় তাহলে নিচেরগুলো কেন টাকা দিতে হচ্ছে

khola-janala

এইছাড়া আমার প্রযুক্তি বিষয় সাইটের অবস্থা নিচে দেখুন।

khola-janala

তাছাড়া প্রথমে যে সারভারে এই ডোমেনটি রাখা ছিল তা অত্যন্ত নিকৃষ্ট একটি সারভারে ছিল এবং যখন আমি আমার সাইটে যেতাম তখন বলত error....error...error. তো আমি যখন এর জানতে চাইলাম তখন ঐ ছোটলোক বাপ্পি বলল যে ভাই আপনার সাইটকে অন্য একটি সারভারে সরাতে হবে এবং এর জন্য আরো ৫০০ টাকা লাগবে। তো এখন আর কি করা ৫০০ টাকা দিলাম। তাহলে আমার মোট খরচ হল ৫০০০ টাকা। এর চেয়ে বড় কথা হল এই ছোটলোক কামরুল হাসান বাপ্পি  শুধু আমাকে না, আমার মত আরো অনেকজনকে এইভাবে প্রতাড়িত করেছে।

আর তাদের সাথে যখন ফোনে যোগাযোগ করতে চেয়েছি(আমার সাইট এবং cpanal access বন্ধ করে দেয়ার পর) তখন তারা মনে হয় ফোন কল কিভাবে ধরতে তা ভুলে গিয়েছে।

আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সবাইকে বলব এই ধরণের প্রতারক khola-janala সহ আরো অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজে বাচুন এবং অন্যকে বাচান।

ঐ ছোটলোক বাপ্পির ঠিকানা হলঃ khola-janala

Blog and windows tutorial

আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THANK YOU FOR GIVING YOUR VALUABLE INFORMATION.I HOPE YOU WILL HELP US LIKE THIS IN FUTURE .THANK YOU FOR YOUR POST

    Level 0

    @ অরনব

    ভাইজান আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    প্রতারক Khola-janal.com আমি আপনাদের বলব এই ধরণের প্রতারক কাছ থেকে নিজে বাচুন. বাপ্পি আমার সাথে প্রতারনা করেছে

      Level 0

      @ রুমা

      আপনার সাথে কি ধরণের প্রতারণা করেছে ? জানালে খুশি হব……

      Blog and windows tutorial

      আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

আপনার মত ব্যক্তিকে প্রতারনার পাঁদে ফেলেছে, তার মানে তাদের ব্যবসাই ডূবলী।আসলে এইসব প্রতারকদের বিরুদ্ধে সরকারের নিদিষ্ট আইন হওয়া ঊচিত।না হয় এই সব লাইনে
মানুষের ভোগান্তির শেষ হবে না। সতর্ক করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    @ আউয়াল ভাইজান
    আপনি কোথায় থাকেন, আপনাকে তো একবারও পেলাম না অনলাইনে, পারলে আমেকে একটু আওয়াজ দিয়েন [email protected] অথবা [email protected] দিয়ে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

বড়ই চিন্তার বিষয় এমদাদ ভাই আমি আরো ভাবছিলাম নিজের নামে একটি ওয়েব সাইট বানাব এখন দেখছি বিপদ জনক অবস্থা ভাই উপকার করলেন তথ্যটি শেয়ার করে,আসলেই এইসব প্রতারকদের শাস্তি হওয়া উচিত।

    Level 0

    @ আতাউর রহমান ভাইজান,

    আপনাকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি, কিছু মনে করবেন না প্লিজ…

    ইন্টারনেটে অনেক বিশেষজ্ঞের কাছে শুনে থাকবেন যে, নিজের ডোমেইন এবং হোস্টিং থাকলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন যেমন ফাইল আপলোড করতে পারবেন, আপনার ইচ্ছেমত application ব্যবহার করতে পারবেন,আনলিমিটেড হোস্টিং এবং হাবিজাবি আরো অনেক কিছু। উল্লেখযোগ্য : অনেকে বলে থাকেন গুগোল এডস্যান্স থেকে দ্রুত টাকা পেতে হলে আপনার নিজের ডোমেইন লাগবে।

    এবার আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি আপনার এবং টেকটিউনের সবার সাথে আর তাহল ,

    আপনি হয়ত আপনার কোন কারণে একটা ডোমেইন এবং হোস্টিং কিনলেন এবং ব্যবহার করলেন। কিন্তু আপনার “এই ডোমেইন এবং হোস্টিং কি ফ্রিতে পাওয়া” আমার মনে হয় না। কারণ যারা এই কাজগুলো করে তারা তো আপনাকে ফ্রিতে দেয়ার জন্য বসে নেই। আপনি যদি টাকা দিয়ে পেইড ডোমেইন এবং হোস্টিং নিয়ে থাকেন, তাহলে তার মেয়াদ থাকবে এক বছর। যার জন্য আপনাকে আবার টাকা দিতে হবে পরের বছরের জন্য। আপনি এইভাবে কত বছর করবেন? এক সময় আল্লাহ না করুক যদি কোন কারণে আপনাকে এটি ব্যবহারের ক্ষমতা না দেয় তখন কি করবেন ? আপনি যার কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং নিয়েছেন তারা কি আপনার এই সমস্যা বুঝবে ? আমার মনে হয় না। তারা বলবে না পারলে নাই।

    এবার আসুন এর ব্যন্ডউইথ নিয়ে। আপনি যার কাছ থেকে হোস্টিং কিনেছেন উনি আপনাকে কি পরিমাণ ব্যন্ডউইথ দিতে পারবেন। কথার সাথে কাজের মিল থাকবে তো ?

    আপনি যদি আমার মতামত জানতে চান, তাহলে আমি বলব আপনি BLOGGER.COM ব্যবহার করুন। আমি এই কারণে বলছি না যে আমি নিজেও BLOGGER.com ব্যবহার করি। কারণগুলো হলঃ-

    ১। ব্লগার আপনাকে দিবে আনলিমিটেড ব্যন্ডউইথ। মানে আপনি যত লেখালেখি করেন আপনার জায়গা শেষ হবে না।
    ২। এর কোন রিনিউ ফি নেই, মানে আপনি যে ব্লগটি তৈরি করবেন তা থাকবে আজীবন।
    ৩। আপনি আপনার মত করে ডিজাইন করতে পারবেন আপনার ব্লগে নতুন ব্লগার.কম দিয়ে, যা আগের ব্লগার.কমে ছিল না
    ৪। আপনার যদি কোন ছবি দিতে হয় আপনার ব্লগে তার জন্য গুগোল আপনাকে দিয়েছে ১ গিগাবাইট জায়গা একটি জি-মেইল এক্যাউন্টের জন্য। মানে যত জি-মেইল এক্যাউন্ট তত বেশি গিগাবাইট জায়গা।
    ৫। আর আপনার যদি কোন সফট বা অন্যকিছু আপলোড করতে হয় তার জন্য আপনি ব্যবহার করতে পারেন ziddu.com ফ্রিতে
    ৬। তাছাড়া আপনার যদি কোন সমস্যা হয় ব্লগ ডিজাইন নিয়ে আমি আছি আপনার সাথে।

    একটি অসুবিধা হল আপনাকে আপনার জি-মেইল এক্যাউন্ট ৯ মাসের মধ্যে একবার হলেও ব্যবহার করতে হবে, তা নাহলে আপনার এক্যাউন্ট বন্ধ হয়ে যাবে।

    এরপর হয়ত আপনি আপনার পেজ র‌্যাংক পেতে একটু সমস্যায় পড়তে পারেন। তারপরও সমস্যা নেই, আপনি মান সম্মত লেখা লিখলে একসময় আপনি পেজ র‌্যাংক পাবেন।

    “আপনার ভাল কাজের ফল একদিন আপনি ঠিকই পাবেন, যার জন্য আপনাকে রাখতে হবে সহনশীলতা এবং সময়। যেমনটি আমি করছি আমার ব্লগ সাইট নিয়ে”

    কথা একটু মনে হয় বেশি হয়ে গেল, কিন্তু কি করব আমি চায় না আমার সামনে অন্য কেউ প্রতারণার শিকার হউক।

    আপনাকে ধন্যবাদ আমার লেখাগুলো পড়ার জন্য, দোয়া করবেন যাতে আপনাদেরকে মানস্মমত কিছু দিতে পারি তার জন্য।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    এমদাদ ভাই আপনার কথা গুলি আমি মনযোগ সকারে পরেছি সত্যি আপনি আমার অনেক উপকার করলেন,আমার কোন প্রয়োজনে অবষ্যই আপনার স্বরনাপন্ন হব।ভাল থাকবেন।

    “ইন্টারনেটে অনেক বিশেষজ্ঞের কাছে শুনে থাকবেন যে, নিজের ডোমেইন এবং হোস্টিং থাকলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন যেমন ফাইল আপলোড করতে পারবেন, আপনার ইচ্ছেমত application ব্যবহার করতে পারবেন,আনলিমিটেড হোস্টিং এবং হাবিজাবি আরো অনেক কিছু। উল্লেখযোগ্য : অনেকে বলে থাকেন গুগোল এডস্যান্স থেকে দ্রুত টাকা পেতে হলে আপনার নিজের ডোমেইন লাগবে।”
    পুরোপুরি বাজে কথা।
    আমার ওয়েব সাইট দেখুন তো http://www.mithundey.co.cc এক দম ফ্রি।
    আমার একটি কেনা ডোমেইনও আছে http://www.sitakund.com এটি starhostbd থেকে কেনা এখনও কোন সমস্যা হয়নি। আমি বলব বেশী সুবিধার কথা চিন্তা না করে ভাল করে যাচায় করে দেখেন।আর নিজে কাজ না জানলে ডোমেইন না কিনে yola.com, blogspot.com, wordpress.com এ সাইট করুন। অনেক ভাল হবে।

    আর এমদাদ ভাই এই পোষ্টটি করে সকলকে সচেতন করার জন্য ধন্যবাদ।khola-janala এর সাইটটি এতই খোলা যে ঢুকতেই পারলাম না।

    আপনাদের দেখছি সবাই ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারে ভয়ে আছেন। আসলে আমিও প্রথম বার ধরা খাইছিলাম। পরে 2008 সালে নিজেই কিছু সারভার নিয়ে নিলাম । সুরু করে দিলাম ওয়েব হোস্টিং Business. আমি চাইনা আমার মতো কেউ ডোমেইন এবং হোস্টিং এ প্রতারনার স্বীকার হন।
    কারন আমি তো জানি প্রতারনার স্বীকার হলে কেমন অবস্থা হয়। ভাল মানের ডোমেইন এবং হোস্টিং পেতে পারেন এই ঠিকানাতে- http://www.TongiNews.com আর একটা কথা, আনলিমিটেড বলতে কিছু নাই। সাবধান আনলিমিটেড এর ভূতে যেন কেউরে ধরে না। ডোমেইন এবং 25MB হোস্টিং মাত্র ৬৯৯ টাকা। হোস্টিং 1GB মাত্র ৯৯৯ টাকা। বিস্তারিত জানতে ০১৮১৮৩৫০৯৪৬ (Admin)
    সকলের ডোমেইন এবং হোস্টিং নিরাপদে থাকুক।
    ধন্যবাদ……….

টিউনটি অন্যান্য সাইটে প্রকাশ করুন। অন্যথায় “জনসচেতনতার স্বার্থে টিউনটি অবিকল কপি করে অন্যান্য সাইটে প্রকাশ করার জন্য” ভিজিটরদের অনুরোধ করুন।

    Level 0

    @ রিপন ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার এই উপদেশের জন্য। আমার একার পক্ষে এই কাজ করা কষ্টসাধ্য, পারলে আপনারাও সহযোগিতা করুন এই কাজটি করতে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

@ http://www.techparkbd.com

আপনাকে ধন্যবাদ, যত পারেন আরো পাঠান আপনার পরিচিত ব্যক্তিদের কাছে।

Blog and windows tutorial

আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

ভাই আপনি প্রএিকার দেওয়ার ব্যবস্তা করেন ।

    Level 0

    @ কমল ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার উপদেশের জন্য, কিন্তু কিভাবে পত্রিকায় লেখা দিতে তা যদি একটু জানাতে পারেন তাহলে ভাল হয় আমার জন্য।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    Level 0

    আমার এক ছোট ভাই
    কালের কন্ঠের আইটি সাংবাদিক
    তাকে দিয়ে চেষ্টা করতে পারেন

      Level 0

      @ LUCKYFM

      ভাইজান কিভাবে উনার কাছে কিভাবে লেখা পাঠাতে পারি একটু জানাবেন কি?

      Blog and windows tutorial

      আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    Level 0

    ভাই উনার কি কোনো ছবি আপনার কাছে আছে , থাকলে Load করে দেন।

      Level 0

      @ কমল ভাইজান

      দুঃখিত, ঐ প্রতারকের কোন ছবি আমার কাছে নেই। আমার সাথে ঐ প্রতারকের মোবাইলে কথা হত।

      Blog and windows tutorial

      আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

আমাদের আইটি ফিল্ড প্রতারকে ছেয়ে যাচ্ছে। এদের পরিচয় সবার জানা দরকার। ধন্যবাদ

    Level 0

    @ তপু

    ভাইজান আপনার যদি আরো এইরকম কিছু জানা থাকে তাহলে তা জানিয়ে দেন সবাইকে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

আনেক ধন্যবাদ ইমদাদ ভাই । আনেক গুরুত্বর্ন তথ্য পেলাম। আচ্ছা bloger.com থেকে যদি ডোমেন কিনি তাহলে কেমন হবে। আর আপনার সাথে আমার contract দরকার । আপনি যদি অনুমুতি দেন তাহলে আমি আপনার টিউনটি কপি পেষ্ট করে অন্য সাইটে দিতে পারি।

    Level 0

    @ M H BULBUL

    ভাইজান আপনি blogger.com থেকে ডোমেইন নিতে পারেন সমস্যা নেই। আপনি যদি ব্লগার ডট কম থেকে ডোমেইন নেন তাহলে আপনাকে ব্লগার নিজেই বাকি কাজগুলো করে দিবে ফ্রি ব্লগার থেকে Custom Domain-এ যাওয়ার জন্য যা যা করতে হয়।
    আপনি আমার সাথে [email protected]-এ যোগাযোগ করতে পারেন। আর আপনি যেখানে পারেন সেইখানে এই পোষ্টি দিয়ে দেন, আপনার এবং বাকি টিউনারদের অনুমতি নেয়ার প্রয়োজন লাগবে না।

    ধন্যবাদ আপনাকে

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

খাইছে! প্রতারক বাপ্পীতো দেখি আমার এলাকায় থাকে!

    Level 0

    @ mahfuzit

    ভাইজান প্রতারককে দেখার পর আমাদেরকে একটু খবর দিয়েন।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এই সাইট এর কথা শুনে ছিলাম একটা টিভি শো তে !! এই ব্যাটারা দেখি অনেক বড় চোর !! এদের মুখোস খুলে দেয়া ও আমাদের বিষয় টি আবগত করার জন্য অনেক ধন্যবাদ এমদাদ ভাই !!

    Level 0

    @ ফাহিম রেজা বাধন

    ভাইজান আপনাকেও ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এমদাদ ভাই, এ শুধু তাই না প্রতারক বাপ্পি আমার এক ফ্রেন্ড’র সাইটে এডসেন্স একাউন্ট হ্যাক করার হুমকি দেয়, ৫০০ টাকার চাই নইলে হ্যাক করবে। আমি এর একটি অডিও ক্লিপ আপলোড করব সবার সাবধানতার জন্য। এই ছেলে শুধু হুমকি প্রতারণা নয় অনেকের সাইটের হুবহু চুরি করে। প্রতিবাদ করলে হুমকি দেয়। এই প্রতারকের সাইট ভিজিট বন্ধ এবং অনলাইন প্রতিবাদ করার ব্যবস্থা করলে আমি আপনার সঙ্গে আছি।

http://www.abhworld.com এই সাইটা দেখতে পারেন। সারভিস খারাপ না।

Level 2

ভাই আমিও একবার এদের সাথে যোগাযোগ করেছিলাম ওয়েবসাইট খোলার জন্য। যদিও ওয়েবসাইট খোলা হয়নই। ভালোই হয়েছে এদের কাছ থেকে ওয়েবসাইট না খুলে। যদি কোন বাংলাদেশি ভাই ওয়েবসাইট খুলতে চান তবে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে কিনতে পারেন। http://nibssolutions.net. এই হস্তিং অফফার গুলি ভালো। মনে করবেন না আমি advertising করছি। আসলে আমি আমার ওয়েবসাইট এখানে হস্ট করেছি। আপনারা ফেসবুক এ Nibssolution এর এডভার্টাইজ দেখে থাকবেন।

Level 0

বিষয়টা কি হইল???? বুঝার পারলাম না। অনেকেই আছেন কম টাকায় হোস্টিং নিয়ে কোনমতে একটা ওয়েব সাইট বানাতে চায়। শেয়ারড হোস্টিং আমি নিজেও ব্যবহার করি কম টাকায়। মাঝে মধ্যে এক আধটু সমস্যা হয় এটা সত্যি, কিন্তু চলেই না এটা কিভাবে সম্ভব??? আপনারা দেখতে পারেন http://www.stevianabd.com