ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য অতিপ্রয়োজনীয় একটি FireFox Add-Ons । কোডিংয়ের পর পেজ রিলোডের ঝামেলা থেকে এবার আপনার চিরমুক্তি ।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং বিশ্ব ভালোবাসা দিবসে টেকটিউনস পরিবারের প্রতি আমার হৃদয় নিঙড়ানু ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

দীর্ঘ বিরতীর পর আজকে টিউন করতে বসলাম। পরীক্ষায় ব্যস্ততার কারনে টেকটিউনসে ভিজিট করার সময় টুকুও পাইনি এতোদিন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রায় ১৫ দিনের একটা ছুটি পেয়ে গেলাম আর তাই ছুটে আসলাম আপনাদের কাছে। আমি টেকটিউনসে হাতে গুনা যে কয়েকটি টিউন করেছি তার অধিকাংশ টিউন হলো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত । আজও এর ব্যতিক্রম হবেনা কারন একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমরা সবসময় এমন কিছু টুলস খুঁজি যা আমাদের কর্ম প্রবাহকে করবে গতিশীল । আজ সেরকম একটা টুলস পেয়েছি এবং সে সম্পর্কে আপনাদের বলবো। ফায়ার ফক্স ব্রাউজার আমাদের অতি পরিচিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার। ফায়ার ফক্স ব্রাউজারের অধিক জনপ্রিয়তার মুল কারন হলো এর এড-অনস। আজ আমি আপনাদের এরকম একটা এড-অনসের সাথে পরিচয় করিয়ে দিবো যেটা আপনাদের কাজ কে আরো সহজ করবে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ গুলো করতে হয় টেক্সট এডিটর দিয়ে এবং কাজ শেষে সেটার ফলাফল দেখতে হয় ব্রাউজারে। বারবার কোড লিখে পেজ রিলোড করতে হয়ে পরিবর্তনগুলো দেখার জন্য। বারবার পেজ রিলোড করাটা একটা ঝামেলার কাজ। আর এই ঝামেলা থেকে বাঁচাতেই আজ আমি আপনাদেরকে এমন একটা এড-অনস দিবো যেটা ইনস্টল করলে আপনার কাঙ্খিত ফাইল বা ফোল্ডারের কোন ফাইলের পরিবর্তন হলেই ব্রাউজার অটোমেটিক আপনার পেজটি রিলোড করবে, কষ্ট করে আপনাকে পেজ রিলোড করতে হবে না।

অনেক কথা বলে ফেলেছি, এবার কাজ শুরু করা যাক। এড-অনসটির নাম Auto Reload । প্রথমে এখান থেকে এড-অনসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ব্রাউজার রিস্টার্ট চাইলে রিস্টার্ট করুন। তারপর কিবোর্ড থেকে Ctrl + Shift + A চাপুন অথবা ফায়ারফক্স Menu থেকে Addons সিলেক্ট করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।

এখন Auto Reload Addons এর পাশে তীর চিহিৃত জায়গায় দেখানে Option এ ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন।

এখন Creat Option এ ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন।

এখন আপনার প্রয়োজনীয় ফাইল বা আপনার Project ফোল্ডারের লোকেশন দেখিয়ে দিয়ে Ok চাপুন। তাহলে নিচের মতো করে আসবে।

এখন ফোল্ডারের জন্য All Files সিলেক্ট করে Ok চাপুন। এরপর প্রত্যেকটি উইন্ডোতে Ok চেপে বেরিয়ে আসুন।

এখন আপনার ফাইল Edit করে দেখুন যে আপনাকে আর বারবার পেজ রিলোড করতে হচ্ছেনা। আশা করছি আপনারা কাজটি সফল ভাবে করতে পেরেছেন। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই আমার এইটা খুব দরকার ছিলো ।

বেশ কাজের জিনিস ওয়েব ডেভেলপার দের জন্য ধন্যবাদ ভাই চালিয়ে যান !

    @mahbub rahman: আপনাকেও ধন্যবাদ মাববুব ভাই, আপনাদের উৎসাহ আমাকে আরো এগিয়ে সাহায্য করবে ।

atai to khujcilam..thanks vhai

    @sadia sultana: আপনাকেও ধন্যবাদ সাদিয়া সুলতানা আপু । অবশেষে আপনি খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো ।

আমার কাছে টিউন টা ভাল লাগল । আরো যদি বলা যেত কিভাবে মজিলা এর এডঅন এর ব্যাকআপ নেওয়া যায় । আসা করি এই বিসয় একটু দেখবেন ..ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 2

Techtunes এর প্রতি পোষ্টে কমেন্ট বক্সের নিচে বাম দিকে আগে “You must be logged in to post a comment.” আর ডান দিকে “Log in to Reply” লেখা ছিল। সেখানে ক্লিক করে পোষ্টে কমেন্ট করতাম। কিন্তু বর্তমানে Techtunes কর্তৃপক্ষ বাম দিকের “You must be logged in to post a comment.” লেখাটি দিয়েছে আর ডানদিকের ““Log in to Reply” লেখাটি এখনও আছে। সেজন্য tune এ কমেন্ট করতে অসুবিধা হচ্ছে। তাই “Log in to Reply” এ ক্লিক করে Reply আকারে কমেন্ট করতে হচ্ছে। এখন কিভাবে আপনারা tune এ কমেন্ট করছেন তার জন্য সম্মানিত tuner এবং tumenter ভাইদেরকে অনুরোধ করছি, যাতে আপনাদের tune এ আমার মনের ভাব প্রকাশ করতে পারি।

খুবই কাজের জিনিস, ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।