এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৪র্থ পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব | ৫ম পর্ব | ৬ষ্ট পর্ব | ৭ম পর্ব
এবার আসুন একটা html বেইজ ওয়েভ সাইট তৈরি করি। এর পর আমরা দেখবো, সি. এম .এস তথা পি এইচ পি স্ক্রীপ্ট দিয়ে কিভাবে সাইট ( ব্লগ , ফোরাম ইত্যাদি হোস্ট করে। )
মূল html দিয়ে কোডিং করে পেইজ তৈরির জন্য Html Language জানা দরকার ( এই বিষয়ে পরে আলেদা করে টপিক খুলা হবে। ), কিন্তু html কোড না বুঝেও আপনি চমৎকার করে সাইট তৈরি করতে পরেন। আর এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভিজুয়্যাল ইডিটর জাতীয় প্রোগ্রাম। যেমনঃ ফ্রন্ট পেইজ, এডোব ড্রিমওয়েভার , কফি কাপ এইচ টি এম এল ইডিটর, WYSIWYG Web Builder ইত্যাদি। আরো নাম জানতে এবং ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।
ব্যাক্তিগতভাবে WYSIWYG Web Builder আমার সবচেয়ে পছন্দের একটা html ইডিটর এবং আমি এটাই ব্যবহার করি। তবে এই ইডিটরে ইউনিকোড সাপোর্ট নেই (ভিন্ন প্রক্রিয়ায় তা করা যায়), তাই কেউ যদি তার পেইজে ইউনিকোড সাপোর্ট টেক্স নিয়ে কাজ করতে চায় তাহলে ফ্রন্ট পেইজ ব্যবহার করুন।
তাহলে শুরু করি , WYSIWYG Web Builder দিয়ে এইচ টি এম এল দিয়ে।
ডাউনলোড করুন এইখান হতে । আর বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে।
ডাউনলোড করে সেটআপ করে নিন এবং উক্ত প্রোগ্রাম চালু করুন।
এবার file > new website from template এ ক্লিক করুন এবং Business 2 সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
এবার যে কোন একটি নাম দিয়ে সেটি save করুন।
এবার টেম্পপ্লেট এর বিভিন্ন খানে আপনি আপনার প্রয়োজনুযায়ী টেক্স গুলোর পরিবর্তন করে নিন।
Properties প্লেট হতে Page title পরিবর্তন করে নিন।
পরিবর্তিত রূপটা দেখুন।
টেক্স পরিবর্তন করার জন্য টেক্স এর উপর ডাবল ক্লিক করুন এবং ইমেজ পরিবর্তন করার জন্য ইমেজ এর উপর ডাবল ক্লিক করে Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইমেজটি বসিয়ে নিন। সাইজ ঠিক করার জন্য ইমেজ এর উপর ক্লিক করে প্রয়োজন মতো রিসাইজ করে নিন।
হয়ে গেল index পেইজ।
(চলবে)
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
ধন্যবাদ আপনি এতো সুন্দর করে বুঝিয়ে লিখেছেন ।কাতার ভাই পর্ব 3 তো 2 বার দিছেন নিচের দিকে
আজ আপনার সিরিয়ালটা পড়ে শেষ করলাম …………. জটিল একটা সিক্যুয়েল লেখলেন ভাই ……….