নিজের একটা ওয়েব সাইট কে না চায়। আর ওয়েব সাইট মানেই তো ডমিন- হোস্টিং এর খেলা। আর এই খেলা তে যারা টিকে যায় তারাই দেখে প্রতি মাসে ডলার আর ডলার। ডলারের পরিমানটা কারো কাছে অনেক বেশী আবার কারো কাছে মুটামুটি। ইন্টারনেটে আয় করার অনেক পথ রয়েছে, আমি আজ আয়ের পথে যাব না আয় সুরু করতে হলে প্রথমেই আপনার ওয়েব সাইট বানাতে হবে। ওয়েভ সাইট বানাতে প্রথম ধাপ হচ্ছে ডমিন নেয়া। আর ডমিন ফ্রি দেয় এমন কিছু সাইট হল-
৩।dot.tk এই সাইট থেকে ও আপনি রেজিষ্ট্রেশন করে পেতে পারেন আনলিমিটেড ডমিন ১ বছেরের জন্য একদম ফ্রি।এই ডমিন কে ও আপনি তিন ভাবে সেটাআপ করতে পারবেন-
# URL Forwarding
# Nameserver
# Zone Records
তো রেজিষ্ট্রেশন করতে এখানে dot.tk ক্লিক করুন
ফ্রি ডমিন তো পেলন এবার হোস্টিং এর পালা আমার মতে যারা নতুন তাদের জন্য freehostia অনেক ভাল হবে, কারন এতে আছে
# 250 MB disk space
# 6 GB bandwidth
# 3 POP3/IMAP E-mails
# 1 MySQL Database
# 10 MB Database space
১ ক্লিক এ wordpress install করার সুবিধা। আর wordpress এর ব্যবহার তো মুটামুটি সবাই জানে।
তো আর দেরি না করে আজ ই বানিয়ে ফেলুন আপনার ওয়েব সাইট
আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...
ভাই এগুলো নিয়ে বিস্তারিত লিখলে নতুন দের বুঝতে সহজ হত !!!