ওয়েব সাইট চাই!! ওয়েব সাইট চাই!! নিজের নামে ওয়েব সাইট চাই

নিজের একটা ওয়েব সাইট কে না চায়। আর ওয়েব সাইট মানেই তো ডমিন- হোস্টিং এর খেলা। আর এই খেলা তে যারা টিকে যায় তারাই দেখে প্রতি মাসে ডলার আর ডলার। ডলারের পরিমানটা কারো কাছে অনেক বেশী আবার কারো কাছে মুটামুটি। ইন্টারনেটে আয় করার অনেক পথ রয়েছে, আমি আজ আয়ের পথে যাব না আয় সুরু করতে হলে প্রথমেই আপনার ওয়েব সাইট বানাতে হবে। ওয়েভ সাইট বানাতে প্রথম ধাপ হচ্ছে ডমিন নেয়া। আর ডমিন ফ্রি দেয় এমন কিছু সাইট হল-

১।cz.cc এই সাইট থেকে আপনি রেজিষ্ট্রেশন করে পেতে পারেন ৪টি ডমিন বছেরের জন্য একদম ফ্রি।এই ডমিন কে আপনি তিন ভাবে সেটাআপ করতে পারবেন-


# URL Forwarding
# Nameserver
# Zone Records
তো আর দেরি কেন এখনই cz.cc রেজিষ্ট্রেশন করে ফেলুন আপনার ডমিন টি

২।co.cc এই সাইট থেকে আপনি রেজিষ্ট্রেশন করে পেতে পারেন ৪টি ডমিন বছেরের জন্য একদম ফ্রি।এই ডমিন কে আপনি তিন ভাবে সেটাআপ করতে পারবেন

CO.CC:Free Domain
# URL Forwarding
# Nameserver
# Zone Records

তো রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক co.cc করুন

৩।dot.tk এই সাইট থেকে আপনি রেজিষ্ট্রেশন করে পেতে পারেন আনলিমিটেড ডমিন বছেরের জন্য একদম ফ্রি।এই ডমিন কে আপনি তিন ভাবে সেটাআপ করতে পারবেন-
# URL Forwarding
# Nameserver
# Zone Records

তো রেজিষ্ট্রেশন করতে এখানে dot.tk ক্লিক করুন


ফ্রি ডমিন তো পেলন এবার হোস্টিং এর পালা আমার মতে যারা নতুন তাদের জন্য freehostia অনেক ভাল হবে, কারন এতে আছে

# 250 MB disk space
# 6 GB bandwidth
# 3 POP3/IMAP E-mails
# 1 MySQL Database
# 10 MB Database space

ক্লিক wordpress install করার সুবিধা। আর wordpress এর ব্যবহার তো মুটামুটি সবাই জানে।

তো আর দেরি না করে আজ বানিয়ে ফেলুন আপনার ওয়েব সাইট

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এগুলো নিয়ে বিস্তারিত লিখলে নতুন দের বুঝতে সহজ হত !!!

    Level 0

    একটু সময় করে উঠি তারপর বিস্তারিত লিখব কিভাবে ডোমেন-হোস্টিং সেটাপ করতে হয়। আমি জানি ডোমেন-হোস্টিং সেটাপ নিয়ে অনেকের সমস্যা রয়েছে। আমার নিজের ও এই ছোট খাট সমস্যা নিয়ে অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি অনেক দিন।শাকিল ভাই, রীয়া আপু, টিউট ভাই আরও অনেক নাম আছে যাদের সহ্য়তার আমি এখন এই ব্যাপার গুলো একটু একটু জানি যা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব খুব তারাতারি।

    ধন্যবাদ আপনাকে

এখানে যে লেখলেন ২ বসরের জন্য ফ্রি। তারপর কি হবে ? তারপর কি টাকা দিতে হবে? কোথায় কোন প্রক্রিয়ার মাধ্যমে দিব?
আপনি এখানে সাইটের নাম দিয়েছেন যেখানে আমরা ওয়েবসাইট খুলতে পারব। কিন্তু কিভাবে খুলতে পারব? মানে রেজিস্ট্রেশন করার পর কোন কোন প্রক্রিয়ায় আমার নিজের লেখা গুলু ওয়েবসাইটে প্রকাশ করব, বা অনেক দেখি অনেক সুন্দর সুন্দর থিম আরো অনেক কিছু তাদের ওয়েবসাইটে রাখে। এগুলু করার প্রক্রিয়া গুলো কি? বিভিন্ন ওয়েবসাইট বানানোর টুলস গুলো দিয়ে ওয়েবসাইট বানানোর পর কিভাবে এগুলোতে ছাড়ব?
এই ধরনের ওয়েব সাইট খোলার জন্য কোন ধাপে ধাপে প্রক্রিয়া গুলো দেখাবেন কি?

নাকি এই ব্যাপার গুলো খুব একটা কঠিন না ? এই কাজ গুলো একটু মনযোগ দিলে কি নিজেরাই করে নিতে পারব?

এ সম্পর্কে ধারণা না থাকার কারণে আমি আপনাকে প্রশ্ন গুলো বুঝিয়ে বলতে পারি নি, তার জন্য দুঃখিত।

    Level 0

    ২ বছর পর আপনাকে নাম মাএ মুল্য দিয়ে পে-পাল এর মাধ্যমে রিনিউ করতে হবে। আর সবচেয়ে বর কথা হল আপনি কেন ফ্রি ডমিন এ পরে থাকবেন যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনি পেইড ডোমেন-হোস্টিং নিয়ে কাজ করবেন। আমার মতে এটা তো সুধু মাএ সেখার জন্য ব্যহার করা ভাল।
    ধন্যবাদ আপনাকে

আপনি cz.cc এবং co.cc তে রেফারেল ইউয়ারেল ইউজ করেছেন। এতে সমস্যা নাই কারন কারও ক্ষতি হবেনা। কিন্তু দিয়েছেন যখন একটু খেয়াল করেই দিতেন কারন co.cc এর রেফারেল লিঙ্ক আপনারটা আসেনি। আপনি লগড ইন না থেকেই ওদের রেফারেল কোড কপি করেছেন। ফলে আপনার মূল রেফারেল লিঙ্ক না এসে এসেছে অদের ডিফল্ট ডামি রেফারেল লিঙ্ক। তাই জলদি ঠিক করেন। নাহয় কোন লাভ নাই। একটু পরেই টিউন পুরুনো হয়ে যাবে।

    সংষোধন করেছেন দেখা যায়। 😀

ভাইরে লিখলে একটূ বিস্তারিত লিখেন, তাহলে এই অধমদের উপকারে আসবে।

    Level 0

    একটু সময় করে নেই, শেয়ার করব খুব তারাতারি

যারা এই গুলা জানেন না , তারা টেকটিউনস এর পুরানো হিস্টরি দেখুন পেয়ে যাবেন । এগুলো 2009 এর প্রথম দিকে আছে । এই গুলা নিয়ে বহু টিউন হয়েছে , তবে .cz.cc টা নিয়ে তখন করা হয় নাই । আর একটা কথা মনে রাখবেন , এই ফ্রি সাইট গুলা কিন্তু adsense সার্পোট করে না ।

    Level 0

    কে বলেছে ভাই এইগুলো তে adsense সার্পোট করে না। অবশ্যই করে এই সাইটা ভিজিট করে দেখেন http://nod32update.cz.cc/

    এই ডোমেইন গুলা দিয়ে আপনি সরাসরি হাজার চেষ্টা করেও এডসিন্স একাউন্ট খুলতে পারবেন না । দিন যাচ্ছে অ্যাডসিন্স ও কঠিন হচ্ছে ।

ভাই আশা করি বিস্তারিত লিখে আপুনি টিউন করবেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি script install testing এর জন্য cpanel এর সুবিধে দেয় এরকম একটি ফ্রি হোস্টিং খুজছিলাম।
freehostia সাইটে গিয়ে দেখি কি অবস্তা।
আর নতুনদের কথা মাথায় রেখে এধরনের টিউন করবেন আশাকরি।

    free-web-hosting.me its for you . For its demo , bdaction.co.cc log on it .

:LOL:

Level 0

চালিয়ে যান, ধন্যবাদ।

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

ধন্যবাদ ভাইয়া। তবে আমরা অনেকে আছি যে wabsite তৈরি করতে পারি কিন্তু সুন্দর করে সাজাতে পারিনা তাদের জন্য কি কোন পোস্ট করা যাইনা ?