কাস্টমাইজেশনের ব্যবহারযোগ্য ভাল কোন অনুবাদ পেলাম না। পেলে জানাবেন।
পানবিবি দিয়ে অনেকেই ফোরাম বানাতে চান। কিন্তু নতুন বলে অনেকেই বিভিন্ন সুবিধা (যেমন, গোপন বার্তা, রেপুটেশন, ফন্ট বড় করা, শেয়ারিং বাটন, বাংলা কিবোর্ড ইত্যাদি) পানবিবিতে যোগ করতে পারেন না। আমিও প্রথম প্রথম পারতাম না। আবার বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করে ব্যবহার করলেও তা বাংলা করা নিয়ে বিপাকে পড়তে হত। এমনকি পানবিবিতে বাংলা কিবোর্ড যুক্ত করতে আমার প্রায় ৩ দিন লেগেছিল। একদম নতুন লেভেলের ব্যবহারকারীর কথা চিন্তা করেই পানবিবির এই সুবিধাগুলো যোগ করে একটি কাস্টমাইজেশন প্যাক বানালাম। যাতে ব্যবহারকারীর কিছুই করা না লাগে। শুধুমাত্র ইনস্টল করলেই হবে।
আসুন দেখে নেই এতে কি কি থাকছে।
এক্সটেনশনঃ
নাম | কাজ |
pun_repository | পানবিবির অফিসিয়াল এক্সটেনশনগুলো প্রদর্শন করা |
bangla_date | বাংলা তারিখ প্রদর্শন করা |
bangla_numbers | ব্যবহৃত ইংরেজি নম্বর বাংলাতে প্রদর্শন করা |
favorite_topic | পছন্দের টপিক অপশন চালু করা |
hide_urls_for_guests | অতিথিদের জন্য লিংক লুকানো |
online_plus | অনলাইনে আসা সদস্য ও অতিথির তালিকা |
pun_warning | বদ ব্যবহারকারীদের জন্য সতর্কতা পদ্ধতি |
show_links_blank | লিংক নতুন পেজে ওপেন হওয়া |
sitemap | সাইটম্যাপ তৈরি করা (SEO সহায়ক) |
social_bookmarking | শেয়ারিং লিংক যোগ করা |
pun_admin_add_user | নিয়ন্ত্রক নতুন ব্যবহারকারী তৈরি করার পদ্ধতি |
subforums | সাবফোরাম তৈরির পদ্ধতি |
pun_bbcode | মন্তব্যের লেখার উপর বিবিকোড বার |
pun_antispam | স্প্যাম ঠেকানোর জন্য ক্যাপচা |
pun_tags | পোস্টকে ট্যাগে অর্ন্তভুক্ত করা |
easy_google_analytics | গুগল অ্যানালাইটিকস |
pun_quote | দ্রুত উক্তির সুবিধা |
thanks | ধন্যবাদ দেওয়ার সুবিধা (AJAX) |
pun_posts_feed | পোস্টের ফিড সুবিধা |
pun_forum_news | ফোরামের খবর সুবিধা |
pun_pm | গোপন বার্তার সুবিধা |
bangla_keyboard | মন্তব্য লেখার জন্য বাংলা কিবোর্ড |
এই প্যাকে পাচ্ছেন ৫টি স্টাইল। চিন্তার কোন কারণ নেই! এই স্টাইলগুলোতে ফন্ট বড় এবং বাংলা ফন্ট যুক্ত করে দেওয়া আছে। স্টাইলগুলো হল
স্টাইল প্রিভিউ দেখে নিন এখান থেকেই
(ক্লিক করে পূর্ণমাপে দেখে নিন)
(ক্লিক করে পূর্ণমাপে দেখে নিন)
(ক্লিক করে পূর্ণমাপে দেখে নিন)
ডাউনলোড করে আগের মতই ইনস্টল করুন। ইনস্টল জনিত সমস্যা হলে এখান থেকে একপলক দেখে নিন কিভাবে ইনস্টল করতে হবে। আর যথারীতি এক্সটেনশনগুলো ইনস্টল করুন এই নিয়মে। এই প্যাক হুবহু ইনস্টল করা আছে এখানে। আপনি দেখে নিতে পারেন এটি ইনস্টল করলে কেমন হবে। আশাকরি এই প্যাকটি পেয়ে আপনাদের কাজে আসবে। প্যাকটি সম্পর্কে যে কোন মতামত সাদরে গ্রহনযোগ্য।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
পুনশ্চ: কর্তৃপক্ষকে অনুরোধ করছি WP FancyZoom প্লাগিনটা ব্যবহার করতে। তাহলে পোস্টের ছবিগুলো এখান থেকেই জুম করে ভালভাবে দেখা যেত।