-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
এমন কিছু কিছু ওয়েব সাইট আছে যেগুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহারের প্রয়োজন হয়। একই সাইটে বারবার ভিজিটের ফলে আমাদের ইন্টারনেট খরচ ও বেড়ে যায়। তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু প্রয়োজনীয় সাইটের অফলাইন ভার্সন (দ্বিতীয় পর্ব)। আর সাইটগুলো আমি অন্য কোথাও থেকে সংগ্রহ করিনি, আপনাদের সুবিধার জন্য নিজে এগুলো ডাউনলোড করেছি। তবে আজকের টিউনটি তাদের জন্য যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন।
আমার টিউনের প্রথম পর্বটি দেখতে এখানে ক্লিক করুন । আসুন জেনে নেই কি আছে আজকের টিউনে......
W3schools.com সম্পর্কে নতুন কিছু বলার নেই । ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারগন W3schools.com এর নাম শুনেননি একথা বললে পাগলেও বিশ্বাস করবেনা । তবুও যারা নতুন তাদের জন্য বলছি ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর জন্য এমন কিছু নেই যেটা W3schools.com এ নেই । আমি এই সাইটের অফলাইন ভার্সন ইন্টারনেটে অনেক খুঁজেও পাইনি । পরে আমার এক কাছের ছোট ভাই নোমান এটা ডাউনলোড করেছে । আপনারা যদি এই সাইট থেকে উপকৃত হোন তাহলে নোমানকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। যাইহোক যাদের W3schools.com এর লেটেস্ট ভার্সনটি লাগবে তারা তারাতারি ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ২০এমবি (আমি প্রায় ৮০% কম্প্রেস করেছি)।
WordPress শেখার জন্য WordPress Codex একটি জনপ্রিয় সাইট । যারা WordPress নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই সাইট সম্পর্কে জানেন । সুতরাং দেরী না করে এখনি এটা ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ১৪৭ এমবি (৫০% কম্প্রেস করা হয়েছে)।
Twitter Bootsrap একটি জনপ্রিয় ওয়েব ডিজাইন ফ্রেমওয়ার্ক । যাদের লাগবে তারা ডাউনলোড করে নিতে পারেন । সাইজ মাত্র ২ মেগাবাইট (৮০% কম্প্রেস করেছি)।
এটা কুড়িগ্রাম পলিটেকনিক থেকে প্রকাশিত একটি বাংলা ব্লগ। এখান থেকে আপনি ওয়েব ডিজাইন এবং কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারবেন। সুতরাং আর দেরী কেন? এখনি ডাউনলোড করে নিন এই বাংলা ব্লগটি। সাইজ মাত্র ২ মেগাবাইট (৮০% কম্প্রেস করেছি)।
ডাউনলোড তো করে ফেললেন! এখন ব্যবহার করবেন কিভাবে? আমার দেওয়া জিপ ফাইলটি এক্সট্রাক্ট করলে আপনি একটা ফোল্ডার পাবেন । তার মধ্য index.html নামে একটা ফাইল পাবেন । index.html ফাইলে ডাবল ক্লিক করলেই আপনার পছন্দের সাইটটি ব্রাউজার এ ওপেন হবে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Very good