যেসব হোস্টিং সার্ভারে ফাইল এক্সার্ক্ট করার সুবিধা নেই, সেখানে কিভাবে বড় আকারের ফাইল এক্সার্ক্ট করবেন।

গতকাল একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম...কাজটা ছিল ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে হবে। ipage.com এর সার্ভার। বাজে একটা সার্ভার। ফাইল এক্সার্ক্ট করার পর্যন্ত সুবিধা নাই। এমনকি One click wordpress ইন্সটলারও ঠিকমত কাজ করে না। এইসব সার্ভার যারা ডলার খরচ করে কিনে এদের মত বোকা আর কেউ নেই। যাই হোক, সার্ভারে ওয়ার্ডপ্রেস আপলোড করলাম। ফাইল এক্সার্ক্টই করতে পারি না। শেষে আমার সার্ভার থেকে http://net2ftp.mashpy.me/  net2ftp এর স্ক্রীপ্ট ব্যবহার করে ফাইল এক্সার্টের কমান্ড দিয়েছি। ২-৩ মিনিট পর্যন্ত এক্সার্ক্ট করে failed হল। আপনি তখনই net2ftp এর স্ক্রীপ্ট ব্যবহার করবেন যখন আপনি ছোট আকারের ফাইল এক্সার্ক্ট করতে চান।এখন বড় আকারের ফাইল এক্সার্ক্ট করবেন কিভাবে? এর জন্য আপনার নিজেরও একটা হোস্টিং সার্ভার লাগবে। নিজের হোস্টিং সার্ভারে .zip ফাইলটা এক্সার্ক্ট করে ফোল্ডারটা অনলাইন টুলসের সাহায্যে ftp দিয়ে ipage এর সার্ভারে কপি করে রাখবেন। এ জন্য আমি প্রথমে আমার সার্ভারে ওয়ার্ডপ্রেসের ৮ মেগার ফাইল এক্সার্ক্ট করে ফাইলগুলো একটা ফোল্ডারে রেখেছি। এখন ওয়ার্ডপ্রেসের এই ১১০০ টা ফাইল ipage সার্ভারে কপি করতে পারলেই তো কাজ শেষ !ftp দিয়ে কপি করার জন্য https://mover.io/ সবচেয়ে ভাল অনলাইন টুলস। রেজিস্ট্রেশন করে লগিন করুন।

 

Select Source - Ftp - আপনার নিজের সার্ভারের ডিটেইলস দিন।

 

আবার select destination - FTP- আপনার সার্ভার ডিটেইলস দিন।
দেখবেন সোর্স এবং ডেস্টিনেশনের ftp কানেক্ট হয়ে গিয়েছে। অনেক সময় ঝামেলা করে, যদি করে তাহলে আপনি আসলে ঠিকভাবে ftp ডিটেইলস দিয়েছেন কিনা filezilla তে চেক করে দেখবেন।
এখন source এ আপনার সার্ভারের wordpress ফোল্ডারটি সিলেক্ট করুন।
আর ডেস্টিনেশনে ipage.com সার্ভারের যে ফোল্ডারে সব ডাটা পাঠাতে চান যে ফোল্ডারটা সিলেক্ট করুন। এবার Transfer now তে ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যেই ওয়ার্ডপ্রেসের প্রায় ১১০০ ফাইল আপনার ipage.com সার্ভারে কপি হয়ে যাবে। এবার ওয়ার্ডপ্রেস সেটাপ দিন।
mover.io অনলাইন টুলসকে আমি কৌশলভাবে ব্যবহার করেছি ফাইল এক্সার্ক্টের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনি এর সাহায্য আপনার ওয়েবসাইটের ব্যকয়াপ কার্যকর ভাবে নিতে পারবেন এবং ব্যকয়াপ ড্রপ বক্স, আমাজন, গুগল ড্রাইভ যে কোন জায়গায় রাখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। কোন কিছু না বুঝলে জানাবেন।
পূর্বপ্রকাশিত আমার ব্লগে - http://mashpysays.blogspot.com/

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস