অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান করা হচ্ছে। যারা আগ্রহী তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন।
আমাদের কাজ হল ওয়েবে বাংলাকে ছড়িয়ে দেওয়া। ওয়েবে বিভিন্ন স্ক্রীপ্ট এর বাংলা সংস্করন পাওয়া যায়। সেগুলো একটি সাইটে এক করা হবে। সেখান থেকে সবাই তাদের পছন্দমত বাংলা ভাষার অনুবাদ ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যেইসব স্ক্রীপ্ট এর বাংলা নেই সেইসব স্ক্রীপ্টে বাংলা অনুবাদ করা হবে বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে।
কথায় আছে "দশে মিলি করি কাজ; হারি জিতি নাহি লাজ" । সেই প্রবাদকেই সামনে রেখে আমরা এগুতে চাই। একটি কাজ একজন করলে তাতে ভুল এবং সময় বেশী লাগে। আমরা সবাই মিলে যদি কাজটা করি তাহলে অনেক সহজেই কাজটি হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে কাজটি করতে চাই।
আমাদের স্বেচ্ছাসেবকদের মূলত কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেমন এক গ্রুপ থাকবেন শুধুমাত্র বিভিন্ন প্রজেক্টের খবর দিবেন, কোন গ্রুপ থাকবে অনুবাদ প্রকল্প এর কাজ বিভিন্ন ভাগে ভাগ করে দেবে, আরেক গ্রুপ থাকবে যারা অনুবাদ করবে, আরেক গ্রুপ থাকবে যারা প্রুফ রিডার হিসেবে কাজ করবে ইত্যাদি ইত্যাদি।
ওয়েবে বাংলাকে ছড়িয়ে দেওয়ার এই সুযোগকে আপনি মিস করবেন না। কারন এ রকম সুযোগ পরে নাও পেতে পারেন। আপনি মাথা উঁচু করে বলতে পারবেন বাংলা ভাষাকে ওয়েবে ছড়িয়ে দিতে আপনারও অবদান আছে। আমি ওমুক স্ক্রীপ্টের বাংলা অনুবাদে ছিলাম। এছাড়া বিভিন্ন স্ক্রীপ্টের বাংলা অনুবাদের সাথে আপনার নামসহ কৃতজ্ঞতা প্রকাশ থাকবে।
স্বেচ্ছাসেবকের কোন ধরাবাধা নিয়মাবলি আমরা দিতে চাই না। তবুও কাজের শৃংখলার স্বার্থে কিছু নিয়মাবলী নিচে দেওয়া হল:
এই তো......... আর কিছু মনে পড়ছে না। পরে মনে পড়লে আরও জানাব।
আপনিও যোগাযোগ করুন এখানে ক্লিক করে। অথবা কোন পরামর্শ থাকলে আমাকে জানান।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ভাল…………………… আমি চেষ্ট করবো।