আপনার ওয়েব হোষ্টিং এ অন্য কেউ জায়গা দখল করেছে কিনা দেখে নিন

আস সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, প্রযুক্তির এ যুগে প্রায় সবারই নিজস্ব ওয়েবসাইট আছে কেউ ফ্রি হোষ্টিং ব্যবহার করেন আবার কেউ পেইড হোষ্টিং । ‍যাই হোক আজ আমি হাজির হয়েছি একটি সমস্যার সমাধান নিয়ে, আসলে সমস্যা বলছি একারনে কারন আমি নিজে এই সমস্যায় পড়েছিলাম আবার নিজে নিজেই সমাধান বের করেছি ।

সমস্যাটা ছিল : আমার ১ জিবি ওয়েব হোষ্টিং সাইটে আমি শুধু মাত্র একটি ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়েছি এবং দীর্ঘ ৭ মাস ধরে ব্যবহার করছি তবে মাত্র ‍২৫ টা পোষ্ট লেখার পর আর কোন কিছু আপলোড দেইনি, হঠাৎ একদিন আমার সি প্যানেলে লগিন করে দেখলাম আমার ১ জিবি হোষ্টিং এর ৩৪০ মেগাবাইট ব্যবহৃত দেখাচ্ছে আর ৬৬০ মেগাবাইট খালি আছে, মেজাজটা খারাপ হয়ে গেল ওয়ার্ডপ্রেস আনইনশ্টল করার পর দেখলাম মাত্র ১৫ মেগাবাইট জায়গা খালি হয়েছে এখন ব্যবহৃত দেখাচ্ছে ৩২৫ মেগাবাইট । এখন ভাবলাম সি প্যানেল ফরম্যাট দিলেই সব ঠিক হয়ে যাবে, গুগলিং করে যা দেখলাম সরাসরি ফরম্যাট করার কোন অপশন নাই, ম্যানুয়ালী ফাইল পাবলিক ফোল্ডার থেকে ডিলেট করতে হবে ।

সমাধান: প্রথমে আপনার সি প্যানেলে ‍লগিন করুন তারপর ফাইল অপশনে ক্লিক করুন এরপর ডিস্ক স্পেজ ইউসেজ এ ক্লীক করুন একটি লিশ্ট আসবে
File > Disk Space Usage >> List
এখান থেকে আপনি দেখে নিন আপনার হোষ্টিং এ আপনার আপলোড কৃত ফাইল বা ডাটাবেজ ছাড়া নতুন কিছু আছে কিনা থাকলে তা ডিলিট করে দিন কোন ভয় পাবেন না ।
যেমন tmp নামে একটা ফোল্ডার পাবেন এখান থেকে, ১ Analog ২ Awstats ৩ Cpbandwith ৪ Logaholic ৫ Pear ৬ Webalizer ৭ Webalizerftp এই ৭ টি ফোল্ডার ছাড়া বাকী সব ফোল্ডার ও ফাইলগুলো ডিলিট করে দিন কারন ওগুলো কোন দরকারী ফাইল না সম্পুর্ন অপ্রোজনীয় ।

আমি এখান থেকেই ৮০ মেগাবাইট করে ৪ টি ফাইল আমার হোষ্টিং থেকে ডিলেট করি এবং ৩২০ মেগাবাইট উদ্ধার করি ।
যদি আমার সাইটের মত আপনার ও এরকম সমস্যা থাকে তাহলে এটাই সমাধান, তবে আপনি অনভিজ্ঞ হলে আপনার হোষ্টিং প্রোভাইডার এর সাথে কথা বলুন তারা সমাধান দিবে ।
ফেসবুকে আমি

Level 2

আমি সোহাগ ইসলাম সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Never Judge a Book by Its Cover All Things Comes to him who waits Nothing Is Impossible in a man's life


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই ভাল লিখছেন……।

Level New

অভিনন্দন আপনাকে। আগামিতে আরো ভাল টিউন চাই।