ওয়ার্ডপ্রেস ব্লগে কপিরাইট সাল সয়ংক্রিয়ভাবে বদল করা।

footerসব ওযেব সাইটেই একটা কপিরাইট মেসেজ থাকে (অনেকটা এরকম Copyright © 2009-2010. http://www.sajjadbd.com) নতুন বছর আসার পর আপনাকে সালটি পরিবর্তন করতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেস ব্লগে নতুন বছর আসার সাথে সাথে সয়ংক্রিয়ভাবেই সালটি পরিবর্তিত হয়ে যাবে যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর footer.php ফাইলে নিচের কোডটুকু যুক্ত করে দেন।
Copyright &copy; 2009-<?php echo date('Y'); ?> www.sajjadbd.com
২০১১, ২০১২, ২০১৩ ইত্যাদি সাল আসার সাথে সাথে আপনার কপিরাইট মেসেজে ২০১১, ২০১২, ২০১৩ সাল হয়ে যাবে।কোডটুকু কোথায় দিতে হবে ছবি সহ দেখতে হলে এখান থেকে ঘুরে আসতে পারেন।

Level 3

আমি মোহাম্মদ সাজ্জাদ এইচ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং, ওয়েব পেইজ , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডোমেইন , হোস্টিং এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারন মাপের এবং আমি এবিষয়ে কোন এক্সপার্ট না। আমি বিষয় গুলো শেখার চেষ্টা করছি মাত্র।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন। অনেকের কাজে লাগবে।

সাল পরিবর্তন করে কি হবে , কপিরাইট কেউ মানলে ত 🙁

কপিরাইট মানার লোকতো নাই সে যেই হোক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কপিরাইট লংঘন করেই চলেছেন। আমার জানা মতে একজন নাম করা ব্লগার আছেন। তিনিও কপিরাইট ভঙ্গ করে বিভিন্ন ছবির ডাউনলোড নিয়েই তৈরী করেছেন একটি সাইট কে তা আমি বলতে চাচ্ছি না। অনেকেই তাকে চেনেন এবং জানেন। ধন্যবাদ।