আমার সেঞ্চুরি {কিছু কথা, কিছু টিউটোরিয়াল (সাইটের ফেবিকন)}

স্বাগতম আমার টিউনিং পেজে

বেশ কয়েকদিন অসুস্থ+পরীক্ষার জন্য ব্যস্ততা এবং টিউটোবিডিকে তার নতুন সার্ভারে নতুন ডোমেইনে ট্রান্সফারের জন্য কোন টিউন করা হয়ে উঠে নি। এজন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

গত দিনে আমার ৯৯ টিউন করার পর অনেকেই আমার ১০০ তম টিউনে স্পেশাল কিছু নিয়ে টিউন করতে বলে আমাকে বেশ বিপদে ফেলে দিয়েছেন lozza । স্পেশাল কিছু খুজে পাইনি আমি। তবে অপ্রয়োজনীয় টিউন করে টেকটিউনের পাতা নষ্ট করব না।

এটা আমার ১০০ তম টিউন। তাই আমার নিজের সম্পর্কে আজ কিছু বলতে চাই। যারা পড়তে না চান তারা স্ক্রল করে নিচে টিউটোরিয়াল পড়েন।

আমি রাসেল আহমেদ। থাকি কুষ্টিয়ার ভেড়ামারাতে। পেশায় ব্যবসায়ী এবং ছাত্র। পড়াশোনা করছি বি.এস.সি ২য় বর্ষে। সারাদিন দোকানে থাকার মাঝে মাঝে ইন্টারনেটে শেখার চেষ্টা করি। আমি প্রধানত শেখার চেষ্টা করি ওয়েব ডিজাইন সম্পর্কিত টিউটোরিয়াল। শিখতে গিয়ে দেখেছি ইংরেজিতে শিখতে গিয়ে আমার মত অনেকেই বিভিন্ন সমস্যাতে পড়েন। আমি নিজেই বুঝতে পেরেছি ইংরেজির পাশাপাশি বাংলা টিউটোরিয়াল থাকলে আমাদের বাংলাদেশীদের জন্য এক্সট্রা সুবিধা হত। তাই সেই লক্ষ্যেই চালু করেছি টিউটোরিয়াল সাইট টিউটোবিডি।

আমার বিষয়ে তো বললাম। এবার টিউটোরিয়াল শুরু করি। আজকের বিষয় ফেবিকন

ফেবিকন কি?

বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখলে এড্রেস বারে ওয়েবসাইট ঠিকানার ঠিক বাদিকে দেখা যায় ছোট, দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় চিহ্ন বা লোগো। এটাকেই ফেবিকন বলে। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_banner.jpg

ফেবিকন কেন ব্যবহার করব?

* ফেবিকন ব্যবহার করলে আপনার সাইট ভিজিটরের কাছে বেশী গ্রহনযোগ্যতা পাবে।
* ফেবিকন ব্যবহার করলে আপনার সাইট ভিজিটর সহজেই অন্যান্য সাইট থেকে আপনার সাইটের পার্থক্য করতে পারবে।
* ফেবিকন আপনার সাইটের এক্সট্রা সৌন্দর্য আনে।

ফেবিকন কিভাবে তৈরি করব?

ফেবিকনের পিক্সেলে মাপ হবে: 15*15
আপনি সহজেই বিভিন্ন আইকন ক্রিয়েটর সফটওয়ার দিয়ে ফেবিকন তৈরি করতে পারেন।
বিভিন্ন ওয়েবওয়্যার দিয়ে সহজেই মিনিটেই আপনার কাংখিত ছবি দিয়ে অ্যানিমেটেড সহ আইকন তৈরি করতে পারবেন।

ফেবিকন তৈরি করার নিয়ম:

প্রথমে এই সাইট অথবা এই সাইটে যান। নিচের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_favicon_tutobd-1.gif

এখানে Browse করে আপনার পছন্দনীয় ইমেজ ফাইলটি চিনিয়ে দিন। খেয়াল রাখবেন সেটি যেন .jpg অথবা .png ফরমেটের হয় । তারপর Scrolling Text (optional):      এ আপনার অ্যানিমেশন হওয়া লেখাটি দিন। যেমন আমি চিত্রের মত দিলাম

http://www.rongmohol.com/uploads/1805_favicon_tutobd-2.gif

কিছুক্ষণের মধ্যেই আপনার ফেবিকনটি তৈরি হয়ে যাবে। যেমন আমারটা হয়েছে এরকম http://www.rongmohol.com/uploads/1805_animated_favicon.gif তারপর

চিত্রে দেখানো স্থানে ক্লিক করে আপনার ফেবিকনটি ডাউনলোড করুন। ডাউনলোড হলে একটি জিপ ফাইল পাবেন। এটাকে এক্সট্রাক্ট করুন। তাহলে ৫ টি ফাইল পাবেন।

ফেবিকন কিভাবে সাইটে সংযুক্ত করব?

খুব সহজেই আপনি আপনার তৈরি করা ফেবিকনটি ব্যবহার করতে পারেন। আপনি যদি আইকন ফেবিকন ব্যবহার করতে চান তাহলে তাহলে favicon.ico নামক ফাইলটি আপনার সাইটের রুটে আপলোড করুন। তারপর আপনার সাইটের মূল পেজের ফাইলটি যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করে <head> ..... </head> ট্যাগের মধ্যে নিচের কোডটি দিন

<link rel="shortcut icon" href="favicon.ico">

আপনি যদি অ্যানিমেটেড ফেবিকন ব্যবহার করতে চান তাহলে animated_favicon.gif নামক ফাইলটি আপনার সাইটের রুটে আপলোড করুন। তারপর আপনার সাইটের মূল পেজের ফাইলটি যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করে <head> ..... </head> ট্যাগের মধ্যে নিচের কোডটি দিন

<link rel="shortcut icon" href="favicon.ico" >
<link rel="icon" href="animated_favicon.gif" type="image/gif" >

তাহলেই ফেবিকনটি সেট হয়ে যাবে।

ফেবিকন কাজ করছে না?

সাইটে ফেবিকন লাগানোর পরও ফেবিকন দেখাচ্ছে না? তাহলে অপেক্ষা করুন। কারন সাইটে ফেবিকন সব ব্রাউজারের জন্য সেট হতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় লাগে।

আশাকরি টিপসটি আপনাদের জন্য উপকারে আসবে। অনেক ধন্যবাদ ধের্য্য ধরে এই টিউটোরিয়ালটি পড়ার জন্য।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জসস একটা টিউন ।

Congrats. U r centurian now 😀 😀 😀

রাসেল ভাই আপনার ১০০ মত টিউনের জন্য অভিনন্দন। আশা করি আপনি ১০০০০০০০০০০০০০০০ টি টিউন করবেন। হু হা হা…….

শততম টিউনে ভাল একটা টিপস পেলাম অনেক অনেক ধন্যবাদ।

জোসস……………………টিউন, আমার খুব কাজে আসবে। তবে আমার বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানায় ও সাহেবনগর গ্রামে। আপনি চেনেন নাকি?
আর ভেড়ামারায় আমার এক আত্মীয় থাকেন।

    মেহেরপুরে একবার গিয়েছিলাম। ভেড়ামারার প্রফেসর পাড়ার মোড়ে আমি থাকি।

আরো দারুন সব টিউনে সমৃদ্ধ হোক আপনার টিউন পেজ… 🙂

    আমি চাই আপনাদের দারুন দারুন মতামতে সমৃদ্ধ হোক আমার টিউন পেজ

১০০তম টিউনে অনেক অনেক অভিনন্দন আপনাকে । আর ও সুন্দর সুন্দর টিউনে ভরে উঠুক আপনার টিউনিং পেজ এই প্রত্যাশায়……. 🙂 🙂

ফেবিকন,ওয়ার্ডপ্রেস প্লাগিন,জুমলা,b2evolution,গিম্প স্ক্রীপ্ট,ডটকো.সিসি,পানবিবি ইত্যাদি জিনিসের নাম শুনলেই ভয় লাগে, তাই আপনার টিউনে কখনো কমেন্ট করা হয়ে উঠে নি। ১০০ নাম্বার টিউনে আপনাকে শুভেচ্ছা, আশা করি আপনার টিউন গুলো অনেকেরেই কাজে লাগবে।

    মজার কথা শুনিয়ে হাসালেন!! তাহলে কি পছন্দ করেন আপনি? দেখি সামনের দিনগুলোতে মিডিয়া উইকি নিয়ে লিখতে পারি নাকি!!

Level 0

শততম টিউনে অভিনন্দন।

    ধন্যবাদ আপু।

    অফটপিক: আপনার শ্যামল বাংলা আমার জন্য বেশ উপকারে আসি। কিন্তু বেশকিছুদিন ধরে সাইটটা বোধহয় আপডেট হচ্ছে না! কোয়েল পালনের লেখাটা ভাল লেগেছিল। ওরকম আরও চাই।

১০০ টিউন পুরন হয়েছে কী-বোর্ড, মাউস তুলেন আমরা হাতে তালি দিব

১০০ তম টিউন টা ভালো হয়েছে।

    তালি দেন জোরে জোরে ……… টিউন করব নতুন করে।

    ধন্যবাদ আপনাকে!!

    অট: ধন্যবাদ দিতে দিতে ধন্যবাদের ষ্টক ফুরোতে শুরু করেছে দেখছি। কারও কাছে কি পর্যাপ্ত পরিমান ধন্যবাদ আছে? আমি একটু ধার নিতাম!!

রাসেল ১০০তম টিউনে অনেক অনেক অভিনন্দন তোমাকে । আরো সুন্দর সুন্দর টিউনে ভরে উঠুক তোমার টিউন পেজ এ কামনাই করছি।

অসংখ্য ধন্যবাদ, সুন্দর এ টিউনের জন্য 🙂 ।
দুঃখিত, এত দেরিতে মন্তব্য দেওয়ার জন্য 🙁 , আসলে আমার অনার্স ৩য় বর্ষ পরীক্ষা চলছে। তাই একটু অনিয়মিত হয়ে পড়েছি।
অভিনন্দন, আপনার নান্দনিক সেঞ্চুরীর জন্য 😀 😀 😀 (আপনার টিউন জ়ীবন দীর্ঘজীবী হোক 🙂 )

    অনেক ধন্যবাদ আপনাকেও। দেরিতে হলেও মন্তব্য পেয়ে খুব খুশি হয়েছি। ভালো থাকবেন আপনি।

১০০তম টিউনটা খূবই দারুন হল। এবার ডাবল সেঞ্চুরী করার উদ্দ্যেশে রওনা দেন। আমরা আছি !

Level 0

খুব ভাল লাগল 🙂 ধন্যবাদ আপনাকে।

শততম টিউনের জন্য অভিনন্দন।
কিন্তু ফেবিকনের পিক্সেলে মাপ হবে: 15*15, নাকি 16×16 হবে। আমার জানা মতে 16×16 হবার কথা। ভুল হলে ক্ষমা করবেন।

    আপনাকেও ধন্যবাদ ভাই! আমারই ভুল হয়েছে। আসলে মানুষ মাত্রই ভুল। তবে ১৫*১৫ হল ব্রাউজার সহায়ক বিশেষ করে ফায়ারফক্সে ভাল দেখা যায়।

রাসেল ভাইয়ের ১০০ নম্বর টিউন!
আগায়া যান রাসেল ভাই!

    হ্যা বস! এখানেও। অবশ্যই তোমরা থাকলে আগাইয়্যা যাব!