৩৫ ডলার মূল্যের টেক্সট এডিটর কিন্তু ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য এটা আলাদিনের প্রদীপ ।একবার ব্যবহার করলেই, প্রেমে পড়ে যাবেন ।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আস-সালামু আলায়কুম। আশা করছি সবাই ভালো আছেন।
পরিক্ষার কারনে টেকটিউনসে নিয়মিত আসতে করতে পারছিনা বলে অনেক কিছুই মিস করছি। তাই বলে আপনারা যাতে কিছু মিস না করেন এই জন্যই আমার আজকের এই টিউন................

আমরা যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর সাথে জড়িত তাদের কাছে নোটপ্যাড তথা টেক্সট এডিটর একটি অত্যাবশ্যকিয় উপাদান। নোটপ্যাড ছাড়া আমাদের সব কিছুই অচল। আমরা বিভিন্নজন নিজেদের কাজের সুবিধা অনুযায়ী বিভিন্ন নোটপ্যাড ব্যবহার করি। তার মধ্যে Notepad++ & Sublime Text ব্যবহারকারির সংখ্যা সব চাইতে বেশি। কারন এই দুইটি Text Editor এর Feature সব চাইতে বেশি। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি Text Editor এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা Notepad++ & Sublime Text এর চেয়ে বেশি কাজের হবে এবং আপনি এটা ব্যবহার করে Notepad++ & Sublime Text এর সম্মিলিত ফিচার গুলো পাবেন। যাহোক, অনেক বকবক করেছি এবার কাজের কথায় আসি। চলুন জেনে নেই কি আছে এতে আর এর নামটাই বা কি? যার কারনে আমি এর এতো গুণগান করছি! সব দেখে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনাদের জন্য দরকার।

EditPlus

শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে সকল কাজের কাজী এই সফটওয়্যারটির নাম EditPlus। তবে EditPlus সম্পর্কে বিস্তারিত বলার আগে চলুন একটু দেখে নেই এর ইন্টারফেইসটা কেমন। আশা করি ভালো লাগবে। একনজরে নিচের স্ক্রিনশট দেখে নিন।

সুবিধা সমূহ

Edit Plus এ আপনি Notepad++ & Sublime Text এর সবগুলো সুবিধা পাবেন তাই সবগুলো না বলে বাড়তি সুবিধা গুলোর কথা বলছি।

  • দ্রুত কোডিং করার জন্য Notepad++ Zen Coding Sublime Text এ Emmet Plugin Add করতে হয় কিন্তু Edit Plus এ Zen Coding এবং Emmet Plugin বিল্ট-ইন ভাবে দেওয়া আছে। Emmet কিভাবে ব্যবহার করবেন জানার জন্য Emmet চিটশীট এখান থেকে ডাউনলোড করুন।
  • আপনি Edit Plus ব্যবহার করে প্রায় সব ধরনের প্রোগ্রামিং করতে পারবেন।
  • ছবিটির লাল চিহিৃত স্থান হতে আপনি কোন HTML ট্যাগ না লেখে শুধুমাত্র মাউস দিয়ে ক্লিক করে কোডিং করতে পারবেন।
  • আপনার কোড গুলো রান করার জন্য কোন ব্রাউজার লাগবেনা। আপনি কোড লেখে Ctrl+ B চাপলে আপনার কোডটি রান হবে আবার Ctrl+ Tab চাপলে আপনি আবার কোডিং করতে পারবেন।
  • এছাড়াও এতে আরো অনেক চমৎকার সুবিধা যুক্ত আছে কিন্তু আমার সময় স্বল্পতার কারনে বিস্তারিত লিখতে পারলাম না।

ডাউনলোড

এতো গুণকীর্তন করলাম অথচ ডাউনলোড লিংকটাই তো দিলাম না। যারা এটি ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংক থেকে Letest Version নামিয়ে নিন। সাইজ মাত্র ১.৯এমবি । হতাশ হলেন নাকি সাইজ দেখে? হয়তো ভাবছেন হাতি ঘোড়া গেলো তল আর ভেড়া বলে কত জল! ভাই সাইজ টা ছোট হলেও কাজে কিন্তু অনেক বড় সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

ডাউনলোড | 1.9MB

ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করুন। Software টি কিন্তু ফ্রি না, তাই ইনস্টল হয়ে গেলে আপনার কাছে রেজিস্ট্রেশন Key চাইবে। রেজিস্ট্রেশন করতে আপনার প্রায় ৩৫ ডলার ব্যয় করতে হবে! ঘাবড়ে গেলেন নাকি? চিন্তার কিছু নেই, আমি আপনাদের এটা সম্পুর্ণ ফ্রি দিবো তবে আপনারা সুযোগ পেলে আমাকে একদিন কফির দাওয়াত দিলে আপত্তি করবোনা। যাই হোক নিচের দেওয়া Key গুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিন আর উপভোগ করুন ফুল ভার্সন।

Name: mydaj[ROR]
Serial No: B4FAA-123D8-31REA-AEOD4-D4R48

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hmm.

Level 0

many many Tnx bro for this .

জি, আমি ডাউনলোড শেষ করে এখন ইন্সটল দিলাম। দেখে মনে হচ্ছে ভালই হবে; বাকিটা ব্যবহার করলেই বুঝতে পারব।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @জাকারিয়া বাবু: আপনাকেও ধন্যবাদ বাবু ভাই, ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা কাজের !

Level 0

ভাই ধন্যবাদ আপনার টিউনটির জন্য। আমি আপনার কাছে একটু সাহায্য চা্‌ই গতকাল রাত ১২ টায় আমি আমার ১ম টিউন করি কিন্তু টিউনটি পাবলিশ হবার পর
Not Found
Sorry, but you are looking for something that isn’t here. এই লেখা আসে তাছাড়া আমি আমার নতুন টিউনও করতে পারছি না একটু বলবেন দয়া করে, আমি কি করতে পারি??

    @sbabu: আমিও বুঝতে পারলাম না যে আপনার সমস্যাটা কি? ড্যাশবোর্ড থেকে আপনার সকল টিউন অথবা ড্রাফটে দেখেন যে আপনার টিউন টি আছে কিনা । বেশি সমস্যা হলে টপটিউনার কারো সাথে যোগাযোগ করেন । তারা হয়তো আপনাকে ভালো কিছু বলতে পারবে । আমি এই টাইপ সমস্যার সাথে পরিচিত না ।
    কমেন্ট করার জন্য ধন্যবাদ আর আমার ব্যর্থতার জন্য দুঃখিত ।

Hajar Hajar… Sorry Lakh Lakh Dhonyobad Dada

Level 0

vai tt ar search box koi????

    @shoaibur: প্রথম পাতার ডান পাশেই তো থাকার কথা ছিল কিন্তু আমিও তো এখন খুজে পাচ্ছিনা ।

Thankyou Brother

ভাই, অনেক কাজের জিনিস। কিন্তু আমার আরেকটু চাওয়া আছে। এইটা দিয়ে কি DreamWeaver এর মত সাজেশান দেখাবে। অথবা এমন কোন এডিটর কি পরিচিত আছে, যাতে Notepad++ এর সব ফিচার গুলা পাবো আবার Dream Weaver এর মত সাজেশন দেখাবে।

    @ফয়সাল রিমন আপনি যদি দ্রুত কোডিং করতে চান এবং যদি ভালো কোডিং জানেন তাহলে আপনি Zen Coding ব্যবহার করতে পারবেন । এটা এই এডিটরে ডিফল্ট ভাবে দেওয়া আছে আপনি শুধুমাত্র ZC Option থেকে Emmet চেক করে বেরিয়ে আসুন এবং টাইপ করুন html:4t তারপর Ctrl+E চাপুন । তারপর দেখুন মজা ! এটার সংক্ষিপ্ত কোড জানার জন্য আমার টিউন হতে চিটশীট ডাউনলোড করুন । তাছাড়া আপনি Notepad++ এ Settings>Prefereces>Auto-completion থেকে সবগুলো চেক করে দিন । তাহলেই আপনি DreamWeaver এর মত সাজেশন পাবেন । তারপরেও কোন সমস্যা হলে যোগাযোগ করবেন । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

ami korlam download.

    @mahmud_lancer: ধন্যবাদ আপনাকে ডাউনলোড করার জন্য । ব্যবহার করে কেমন লাগে জানাবেন ।

Thank you Brother

    @নাম কওন যাইবনা: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য । ব্যবহার করে কেমন লাগে জানাতে ভুলবেন না যেন!

Level New

valo tune

    @azad Rahman: ধন্যবাদ আজাদ ভাই, আপনাদের উৎসাহ আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে ।

Level 0

আমি কোনদিন কমেন্ট করিনা শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দেবার জন্য এই কমেন্ট । নিচের tab গুলা যদি উপরে নেয়ার কোন উপায় থাকে তাহলে শেয়ার করবেন pls,pls,pls!

    @shakilmax: কমেন্ট করার জন্য ধন্যবাদ কিন্তু আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই । একটু বিস্তারিত জানান ।

    @shakilmax: বুঝতে পারছি, আপনি প্রথমে EditPlus Open করুন তারপর Menu Bar থেকে নির্দেশনা অনুসরন করুন কাজ হয়ে যাবে । Document>> Parmanent Setting…>> Categories(Tools>Layout)>>Document Tabs>>(Location > top)।
    না পারলে বলবেন । আমি ScreenShoot দিয়ে দিবো ।

Level 0

vai edit plus use kora nia ekta tutorial den pls. kivabe html & css code likhbo bujhte parsi na.

    @sohelg: ভালো কথা বলছেন । কিন্তু আমার পরীক্ষা চলছে । তাই একটা টিউটরিয়াল দেওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছিনা । তবে আপনাদের কথা মাথায় রাখলাম । আরো কয়েকজন বললে অবশ্যই একটা টিউটরিয়াল দিবো। সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ।

Level 0

ভাই একটা টিউটোরিয়াল দিলে খুব ভাল হয়। যে এটা কিভাবে ব্যবাহার করব ভাল ভাবে বুঝতে পারতেছিনা।একটা টিউটোরিয়াল দিলে ভালো হত।টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    @kousar: আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ । কয়েকটা দিন অপেক্ষা করুন । হয়তো খুব তারাতারি EditPlus এর উপর একটা পূর্ণাঙ্গ টিউটরিয়াল নিয়ে হাজির হবো ।

Level 0

Edit plus R notepad ++ এর সাথে তুলনা করলে কোনটা ভাল একটু বলবেন কি ?? আর কি কি কারনে ভাল ??

    @newboy: কোনটা ভালো এটা নির্ভর করে ব্যাক্তির উপর । আপনি যেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করবেন সেটাই ভালো । তবে Edit plus এ notepad ++ এর চেয়ে অনেক ফিচার বেশি আছে । তবে আমি ১-২ সর্টকাট Edit plus পাই নাই । তারমধ্যে লাইন কপি করার জন্য Ctrl+D । যার জন্য একটু সমস্যা হয় । তাছাড়া আমার কাছে Edit plus অনেক বেশি ভালো মনে হয় । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

Level 0

@সানিম মাহবীর ফাহাদ: tnx a lot bro ! kaj hoyece !!!!!!!!
ar apnar line copy korar jonno Ctrl+J use korte paren ar jodi chan je Ctrl+D e use korben tahole shortcut edit kore nin. ami Ctrl+D and Ctrl+J dutoi diye rakci !!!!!!!!

Level 0

Kichu problem!!!!!!!
start tag e click korle end tag show korena notpadd++ er moto ! jodioba Ctrl+[ dile dakai tobu shad mite na !! ar html toolbar ta off korleo next time open korar por abar dekay ata ki chiro tore off kora jay na !!!

ar sobcheye valo hoy (line copy korar jonno) apni jodi Dublicate sel(Ctrl+=) take Ctrl+D banan !!!!
tahole line dublicate korar pasapasi select kora text o dublicate korte parben //

editor ta niye amar kono problem nai chorom akta editor, apnake abaro tnx!!!
Banglish lekhar jonno sorry ,

Sobar jonno bolci —.. aktu try kore dekun ! aktu customise korun onak valo lagbe ,
ফাহাদ vai k onurod korci sobar jonno choto akta tut+ essential shortcut gulor list toiri korar jonno ! ami apnake help korte parbo! ar zen-coding ar shortcut to aceii !
ar apni jodi emmet somporke janen to ata niye akta tune korte paren.e bisoye mone hoyna kono tune banglay kew korce !!
Problem 2 ta solve hole khub valo hoto !!!!

Happy Coding!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

ধন্যবাদ টিউনের জন্য -নোটপ্যাডের মতো ক্লিক করলে জোরায় জোরায় টেগগুলি কি হাইলাইট হয়। আমি পারলাম না?ctl+alt+l দিলে go to matching pair হয়, বাট ক্লিক করলে টেগগুলি হাইলাইট হয় না।যদি অন্য কোনভাবে হয় জানাবেন ।আবারো ধন্যবাদ।

Level 0

Notepad++ Settings>Prefereces>Auto-completion থেকে সবগুলো চেক করে দিলে যেমন সাজেশন আসে এডিট+ কি এমন আছে?

ভাই ডাওনলোড লিংঙ্কে ক্লিক করার সাথে সাথেই ডাওনলোড শুরু হলো এটা কীভাবে করলেন রহস্যটা বলবেন কী…?

    @মাহমুদ কলি।: মনে ভালো চিন্তা ছিলো যে আপনাদের যাতে কষ্ট না হয় । তাই এমন হয়েছে । আসলে আমি সব সময় IDM এর লিংক ব্যবহার করি । তাই এমন হয় ।

thanks

Level 0

নোটপ্যাডের মতো ক্লিক করলে জোরায় জোরায় টেগগুলি কি হাইলাইট হয়। আমি পারলাম না?ctl+alt+l দিলে go to matching pair হয়, বাট ক্লিক করলে টেগগুলি হাইলাইট হয় না।যদি অন্য কোনভাবে হয় জানাবেন ।Notepad++ Settings>Prefereces>Auto-completion থেকে সবগুলো চেক করে দিলে যেমন সাজেশন আসে এডিট+ কি ঐ টাইপ সাজেশন আসে? [email protected].আপনি এখানে লিখলেও আমি আমার মেইলে পেয়ে যাব।উত্তররের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

    জোড়ায় জোড়ায় অটো হাইলাইট হয় না তবে অটো কমপ্লিট অপশনটা কাজ করে। দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত 🙁

আমি ডাউনলোড শেষ করে এখন ইন্সটল দিলাম। দেখে মনে হচ্ছে ভালই হবে; বাকিটা ব্যবহার করলেই বুঝতে পারব।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Xotill hoise.

Level 0

[email protected]

Ar sobaroi dakci aktai problem joray joray highlight!!!!!!!!

Level 0

সবাই ডাউনলোড করছে তাই আমিও ডাউনলোড করে ইন্সটল করলাম। এইটাতে কোডিং করা নোটপ্যাডের চেয়ে সহজ।

    @thefeel: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । আশা করছি আরো সহজ ভাবে কোডিং করতে পারবেন ।

ফাহাদ vai onek kosto komalen, tnx dia soto korbo na, tarpor o dhonnobad 🙂

    @Rasel Hasan: আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই, আপনারা ভালো কিছু করতে পারলেই আমি খুশি হবো । ভালো থাকবেন ।

Level 0

ধন্যবাদ, অনেক কষ্ট করে এত সুন্দর একটা টিউন করার জন্য।

সানিম মাহবীর ফাহাদ ভাই, আমার একটা সমস্যা হচ্ছে তা হল – ট্যাগ গুরুতে ক্লিক করলে ক্লোজ ট্যাগ সিলেক্ট হচ্ছেনা, যা অন্য ইডিটর গুলোতে হয়। আশা করি প্লিজ সমাধান দিবেন ।

    এডিট প্লাসে এই ফিচারটি নেই। জোড়ায় জোড়ায় হাইলাইট অপশনটা এখানে কাজ করে না।

নোটপ্যাডের মতো ক্লিক করলে জোরায় জোরায় টেগগুলি কি হাইলাইট হয়। আমি পারলাম না?

কোন সমাধান থাকলে জানাবেন…

    এডিট প্লাসে এই ফিচারটি নেই। জোড়ায় জোড়ায় হাইলাইট অপশনটা এখানে কাজ করে না।