-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আস-সালামু আলায়কুম। আশা করছি সবাই ভালো আছেন।
পরিক্ষার কারনে টেকটিউনসে নিয়মিত আসতে করতে পারছিনা বলে অনেক কিছুই মিস করছি। তাই বলে আপনারা যাতে কিছু মিস না করেন এই জন্যই আমার আজকের এই টিউন................
আমরা যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর সাথে জড়িত তাদের কাছে নোটপ্যাড তথা টেক্সট এডিটর একটি অত্যাবশ্যকিয় উপাদান। নোটপ্যাড ছাড়া আমাদের সব কিছুই অচল। আমরা বিভিন্নজন নিজেদের কাজের সুবিধা অনুযায়ী বিভিন্ন নোটপ্যাড ব্যবহার করি। তার মধ্যে Notepad++ & Sublime Text ব্যবহারকারির সংখ্যা সব চাইতে বেশি। কারন এই দুইটি Text Editor এর Feature সব চাইতে বেশি। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি Text Editor এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা Notepad++ & Sublime Text এর চেয়ে বেশি কাজের হবে এবং আপনি এটা ব্যবহার করে Notepad++ & Sublime Text এর সম্মিলিত ফিচার গুলো পাবেন। যাহোক, অনেক বকবক করেছি এবার কাজের কথায় আসি। চলুন জেনে নেই কি আছে এতে আর এর নামটাই বা কি? যার কারনে আমি এর এতো গুণগান করছি! সব দেখে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনাদের জন্য দরকার।
শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে সকল কাজের কাজী এই সফটওয়্যারটির নাম EditPlus। তবে EditPlus সম্পর্কে বিস্তারিত বলার আগে চলুন একটু দেখে নেই এর ইন্টারফেইসটা কেমন। আশা করি ভালো লাগবে। একনজরে নিচের স্ক্রিনশট দেখে নিন।
Edit Plus এ আপনি Notepad++ & Sublime Text এর সবগুলো সুবিধা পাবেন তাই সবগুলো না বলে বাড়তি সুবিধা গুলোর কথা বলছি।
এতো গুণকীর্তন করলাম অথচ ডাউনলোড লিংকটাই তো দিলাম না। যারা এটি ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংক থেকে Letest Version নামিয়ে নিন। সাইজ মাত্র ১.৯এমবি । হতাশ হলেন নাকি সাইজ দেখে? হয়তো ভাবছেন হাতি ঘোড়া গেলো তল আর ভেড়া বলে কত জল! ভাই সাইজ টা ছোট হলেও কাজে কিন্তু অনেক বড় সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করুন। Software টি কিন্তু ফ্রি না, তাই ইনস্টল হয়ে গেলে আপনার কাছে রেজিস্ট্রেশন Key চাইবে। রেজিস্ট্রেশন করতে আপনার প্রায় ৩৫ ডলার ব্যয় করতে হবে! ঘাবড়ে গেলেন নাকি? চিন্তার কিছু নেই, আমি আপনাদের এটা সম্পুর্ণ ফ্রি দিবো তবে আপনারা সুযোগ পেলে আমাকে একদিন কফির দাওয়াত দিলে আপত্তি করবোনা। যাই হোক নিচের দেওয়া Key গুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিন আর উপভোগ করুন ফুল ভার্সন।
Name: mydaj[ROR]
Serial No: B4FAA-123D8-31REA-AEOD4-D4R48
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Hmm.