জুমলাতে মন্তব্য পদ্ধতির যত কথা!

প্রাথমিক বকবকানি:

এর আগে জুমলাতে কমেন্ট বক্স যোগ করার একটি পদ্ধতি দেখিয়েছিলাম। যাতে সহজেই আপনি জুমলাতে কমেন্ট বক্স যোগ করতে পারবেন। আজ আরেকটি সিম্পল এবং ভাল কমেন্ট বক্স পেলাম। এটি আপনাদের মাঝে শেয়ার করছি। এই এক্সটেনশনটির নাম হল JComments। দারুন একটি এক্সটেনশন এটি।

ডাউনলোড:

এই এক্সটেনশনটি ব্যবহার করতে হলে আপনাকে মোট তিনটি কমপ্রেসড ফাইল ডাউনলোড করতে হবে। একটি কম্পনেন্ট, একটি মডুল এবং অন্যটি এই কম্পনেন্ট এর জন্য সহায়ক প্লাগিন। নিচে থেকে ডাউনলোড করে নিন।
JComments কম্পনেন্ট ডাউনলোড করতে এখানে অথবা এখানে ক্লিক করুন।
JComments Latest মডুলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (জুমলা ১.৫* এর জন্য)

JComments Avatars প্লাগিনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (জুমলা ১.৫* এর জন্য)

ইনষ্টল:

সফলভাবে ডাউনলোড করার পর আপনার সাইটের Extension > Install/Uninstall এ যান। তারপর চিত্রের মত আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-2.gif

এখান থেকে Browse করে আপনার ডাউনলোডকৃত ফাইলটি দেখিয়ে দিন। তারপর Upload File & Install এ ক্লিক করুন
খেয়াল রাখবেন সফলভাবে JComments ইনষ্টল করলে চিত্রের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-1.gif

এখানে Next নামে লেখা আসবে। এখানে Next ক্লিক না কলে আবার আপনি তারপর আবার আপনার সাইটের Extension > Install/Uninstall এ যান। একইভাবে বাকী দুইটি এক্সটেনশন ইনষ্টল করুন।

ব্যবহার:

ইনষ্টল তো শেষ! এবার ব্যবহার করার পদ্ধতি দেখা যাক। JComments ইনষ্টল করলেই এটি অ্যাকটিভ হয়ে যায়। এরপর আপনি আর্টিকেল ম্যানেজারে যান। এখান থেকে New এ গিয়ে নতুন আর্টিকেল লেখার জায়গায় যান। এখানে শেষের দিকে খেয়াল করে দেখুন JComments Off এবং JComments on নামে দুটি অপশন আছে। আপনি যে আর্টিকেল এ কমেন্ট দেখতে চাইছেন সে আর্টিকেল এ JComments on ক্লিক করুন। তাহলে সেই আর্টিকেল এ নিচের মত কমেন্ট বক্স চলে আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-3.gif

কোন আর্টিকেল এ মন্তব্য বন্ধ করতে চাইলে JComments Off এ ক্লিক করুন।

কিছু এলোমেলো কথা:

* JComments ইনষ্টল করলে সাইটের অ্যাডমিন প্যানেলের Components মেন্যুতে  JComments নামে একটি মেন্যু যোগ হয়ে যায়। এখান থেকে সাইটে হওয়া সব কমেন্ট নিয়ন্ত্রন করা যায়
* সাইটে হওয়া প্রতিটি মন্তব্যের নোটিফিকেশন অ্যাডমিন পেতে এই Components মেন্যুতে  JComments এ গিয়ে সেটিংসে যেতে হবে। তারপর এখানকার General এর Notifications এর Enable notifications এ Yes করতে হবে। এবং নিচের বক্সে একটি ই-মেইল ঠিকানা দিতে হবে। তাহলে প্রতিটি মন্তব্যের নোটিফিকেশন এই ই-মেইলে চলে যাবে।

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-4.gif

* সর্বোচ্চ কত অক্ষরে ইউজারনেম ব্যবহার করতে পারবে এবং মন্তব্য সর্বোচ্চ কত অক্ষরে হবে তা Restrictions থেকে করা যায়

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-5.gif

* ধরুন আপনি ওয়ার্ডপ্রেসের মত সাম্প্রতিক মন্তব্যের তালিকা সাইটে উইজেট হিসেবে দেখাতে চান। জুমলাতে একে বলে মডুল। এজন্য প্রথমে আপনি Extension>Module Manager এ যান। তারপর এখান থেকে উপরের New এ যান (যদিও এই মডুলটি অটোমেটিক চলে আসে; তবুও যদি না আসে তাহলে এই পদ্ধতি)

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-6.gif

তারপর এখান থেকে JComments Latest সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-7.gif

তারপর একটি এডিটর প্যানেল চলে আসবে এখানে থেকে Save এ ক্লিক করলেই সাইটে সাম্প্রতিক মন্তব্যের উইজেট চলে আসবে।

এবং এর আরও অনেক অপশন রয়েছে।

===================================================

টিউটোবিডিতে পূর্ব প্রকাশিত

===================================================

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর আগে কোথায় যেন দেখেছিলাম আবার মনে করে দেয়ার জন্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ, আমার নতুন প্রজেক্ট এ কাজে লাগবে। আর একটু সাহায্য করুন। আপনার টিউনের শেষে একটা লেখা দেখাচ্ছে যে All kind of Bangla tutorial, তার মানে আপনার কাছে সাহায্য পাওয়া যাবেই। আমি পুরান যুগের মানুষ। শুরু থেকে পুরাতন বিজয় বা ইউনিজয় লে-আউট দিয়ে লেখার অভ্যাস। কিন্তু অনলাইনে যতো যায়গায় বাংলা লেখা যায় (যেমন টেকটিউন) তার সবই নতুন স্টাইলে লিখতে হয়। যেমন আমি যদি লিখি টেকটিউন্স তাহলে পুরতান স্টাইলে লিখব প্রথমে একার তারপর ট। নতুন স্টাইলে আগে ট, তারপর একার। আপনার কাছে এমন কোন উপায় আছে, (যেখানে স্যফ্টওয়ার ছারা শুধু ওয়েবসাইট) এ পুরতান স্টাইলে বাংলা লেখা যাবে?

    অনেক আগে এরকম একটি পদ্ধতি বানিয়েছিলাম। নিচে ক্লিক করে দেখতে পারেন।

    বাংলা এডিটর

    Level 0

    টিক এটাই চাচ্ছিলাম। কিছু মনে না করলে আমি কি জাভা স্ক্রিপ্টটা পেতে পারি?

রাসেল, জুমলা কি এখনো পি এইচ পি ৫.৩ সাপোর্ট দেয় না?

হুম ধন্যবাদ রাসেল ভাই।

হূমম……………. ভালো টিউন………………ধন্যবাদ।

ভালো টিউন…