ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP-NOTCAPTCHA) স্প্যাম ঠেকানের মজার পদ্ধতি!

বিভিন্ন সময় বিভিন্ন স্প্যাম বট আপনার সাইট ভিজিট করে থাকে। তারা বিভিন্নভাবে স্প্যামিং মন্তব্য করে। এর হাত থেকে অনেকেই রক্ষা পাওয়ার জন্য ক্যাপচা পূরণ পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু আমি নিজেই ব্যক্তিগতভাবে ক্যাপচাকে সমর্থন করি না।

ক্যাপচা ব্যবহার করলে ভিজিটরের কাছ থেকে মন্তব্যের পরিমাণ কমে যায়। কিন্তু সাইটকে স্প্যাম এর হাত থেকে বাচাতে অনেকেই বাধ্য হয়ে ক্যাপচা ব্যবহার করেন। এর বিকল্প পথ খুজতে গিয়ে পেয়ে গেলাম একটি ওয়ার্ডপ্রেসের দারুন প্লাগিন। এটি ব্যবহার করলে ক্যাপচা পূরণ করা লাগবে না। এটি একটি বিশেষ পদ্ধতির সাহায্যে স্প্যাম প্রতিরোধ করে। ইনষ্টল করে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

এই প্লাগিনটি এখান থেকে সরাসরি ডাউনলোড করুন। অথবা এখান থেকে এর প্লাগিন পেজে যেতে পারেন।

এই প্লাগিনটিকে আগের মত এই পদ্ধতিতে ইনষ্টল করুন।

ইনষ্টল করলেই এটি সয়ংক্রিয়ভাবে কমেন্টের ঘরের নিচে একটি ছবি সোজা করার পদ্ধতি চলে আসবে। আর যদি কোন কারনে না আসে তাহলে থিমের comments.php ফাইলের Submit ট্যাগের আগে নিচের কোডটি দিন

<?php do_action('comment_form', $post->ID); ?>

তাহলেই নিচের মত চলে আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_joomla_mp3-10.gif

এখান থেকে স্ক্রল করে ছবিগুলো সোজা করার পর মন্তব্য দিতে হবে। ফলে কোন স্প্যাম রোবট মন্তব্য দিতে পারবে না। এই প্লাগিনটি ইনষ্টল করলে Plugins মেন্যুতে NotCaptcha Options নামে একটি মেন্যু পাবেন এখান থেকে আপনি রেজিষ্ট্রেশনকৃত ব্যবহারকারীদের জন্য এই অপশনটি ডিজেব্যল রাখতে পারেন।

বাংলাতে সাইট বানালে আপনাকে এটি বাংলা করে ব্যবহার করা উচিত। যারা বাংলা করতে পারেন না তাদের জন্য আমি এটি বাংলা করেছি। সেটা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

=======================================================

টিউটো বিডিতে পূর্ব প্রকাশিত

=======================================================

1805 animation n gimp tutobd জুমলা এক্সটেনশন [ এমপিথ্রি প্লেয়ার ]  | Techtunes

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

আজকেই ট্রাই করতে হবে। আর একটা সাহায্য চাই। আমি ঠিক বুছতে পরছি না সমস্যাটা আমার ওয়াডপ্রেস ব্লগ এ, নাকি ব্রাউজারে (ইন্টারনেট এক্সপ্লোরার)। আমি ফ্রি হোস্টিং সাইট ব্যাবহার করি। সমস্যাটা হলো- যখন আমার অফিস থেকে ব্লক একসেস করি, তখন শুধু টেক্সট আর ইমেজ গুলো দেখায়। কিন্তু থিমটা আসে না। আরো পরিস্কার ভাবে বল্লে আমার ওয়েবসাইটের টেমপ্লেটাই থাকে না। আবার যদি এডমিন প্যানেল এ লগইন করি, তাহলে সব কিছু টিকঠাক দেখতে পাই। টিউন এডিট বা তৈরি করতে পারি। সেভ করে বের হয়ে আসলে আবার সেই একই সমস্য। পার্সোনাল কম্পিটারে আবার সব ঠিক থাকে। এটা কি আমার অফিসের সিকিউরিটির কোন করনে? উল্লেখ্য যে আমার অফিস ডর্জন খানেক সিকিউরিটি পলিসি এপ্লাই করে। আপনি কি আমাকে কোন পরামর্শ দিতে পারেন?

    যদি আপনার অফিসের কম্পিউটারেই সমস্যা এবং অন্যখানে ঠিকঠাক দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার অফিসের নেটওয়ার্ক বা কম্পিউটারে সমস্যা। আপনি থিম চেঞ্জ করে দেখতে পারেন।

    ইন্টারনেট এক্সপ্লোরারে অনেকসময় সাইট ঠিকমত দেখা যায় না। আপনি কি বাসার কম্পিউটারেও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে ঠিকঠাক দেখতে পান?

    Level 0

    বাসায় যে কোন ব্রাউজারে ঠিক দেখায়। আপনার ধারনাই ঠিক হতে পারে। আরো ২/১ টা ওয়ার্ডপ্রেস ব্লগ এ্যকসেস করে একই সমস্যা পেলাম। থিম বদলিয়েও কাজ হয়নি। মনে হচ্ছে অফিস আই.টি. পলিসি কনফ্লিক্ট করছে। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

ধন্যবাদ রাসেল , খুব মজার প্লাগইনস এর খোঁজ দিলে ভাই ।

খুব কাজের টিউন। মনে রাখলাম, পরে কাজে লাগাবো। ধন্যবাদ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।

একটা জিজ্ঞাসা ছিল ভাইয়া , Akismet একটিভ করে রাখলে স্প্যাম কমেন্ট কেমন রোধ করা যায় ?

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ …

ভেরি কুল টিউন