বিভিন্ন সময় বিভিন্ন স্প্যাম বট আপনার সাইট ভিজিট করে থাকে। তারা বিভিন্নভাবে স্প্যামিং মন্তব্য করে। এর হাত থেকে অনেকেই রক্ষা পাওয়ার জন্য ক্যাপচা পূরণ পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু আমি নিজেই ব্যক্তিগতভাবে ক্যাপচাকে সমর্থন করি না।
ক্যাপচা ব্যবহার করলে ভিজিটরের কাছ থেকে মন্তব্যের পরিমাণ কমে যায়। কিন্তু সাইটকে স্প্যাম এর হাত থেকে বাচাতে অনেকেই বাধ্য হয়ে ক্যাপচা ব্যবহার করেন। এর বিকল্প পথ খুজতে গিয়ে পেয়ে গেলাম একটি ওয়ার্ডপ্রেসের দারুন প্লাগিন। এটি ব্যবহার করলে ক্যাপচা পূরণ করা লাগবে না। এটি একটি বিশেষ পদ্ধতির সাহায্যে স্প্যাম প্রতিরোধ করে। ইনষ্টল করে ব্যবহার করলেই বুঝতে পারবেন।
এই প্লাগিনটি এখান থেকে সরাসরি ডাউনলোড করুন। অথবা এখান থেকে এর প্লাগিন পেজে যেতে পারেন।
এই প্লাগিনটিকে আগের মত এই পদ্ধতিতে ইনষ্টল করুন।
ইনষ্টল করলেই এটি সয়ংক্রিয়ভাবে কমেন্টের ঘরের নিচে একটি ছবি সোজা করার পদ্ধতি চলে আসবে। আর যদি কোন কারনে না আসে তাহলে থিমের comments.php ফাইলের Submit ট্যাগের আগে নিচের কোডটি দিন
<?php do_action('comment_form', $post->ID); ?>
তাহলেই নিচের মত চলে আসবে।
এখান থেকে স্ক্রল করে ছবিগুলো সোজা করার পর মন্তব্য দিতে হবে। ফলে কোন স্প্যাম রোবট মন্তব্য দিতে পারবে না। এই প্লাগিনটি ইনষ্টল করলে Plugins মেন্যুতে NotCaptcha Options নামে একটি মেন্যু পাবেন এখান থেকে আপনি রেজিষ্ট্রেশনকৃত ব্যবহারকারীদের জন্য এই অপশনটি ডিজেব্যল রাখতে পারেন।
বাংলাতে সাইট বানালে আপনাকে এটি বাংলা করে ব্যবহার করা উচিত। যারা বাংলা করতে পারেন না তাদের জন্য আমি এটি বাংলা করেছি। সেটা এখান থেকে ডাউনলোড করতে পারেন।
=======================================================
=======================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
মজার