এর আগের পোষ্টে b2evolution সম্পর্কে আপনাকে বলেছি। আজ এর ইনষ্টল পক্রিয়া দেখাবো। প্রথমেই এই লিংক থেকে b2evolution এর লেটেষ্ট সংস্করন ডাউনলোড করুন। (মাত্র ৪.৭ মেগাবাইট)
একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলের মধ্যে b2evolution নামের একটি ফোল্ডারের মধ্যে যথাক্রমে blogs, doc এবং gettext নামে তিনটি ফোল্ডার এবং ছয়টি .html ফাইল পাবেন। এখন blogs নামের ফোল্ডারের ফাইলগুলো+ফোল্ডার গুলো আপনার হোস্টিং সার্ভারের কাংখিত ডোমেইনে আপলোড করুন।
এই সিএমএসটির জন্য একটি মাইএসকিউএল ডাটাবেজ লাগবে। তাই একটি মাইএসকিউ এল ডাটাবেজ তৈরি করুন।
তারপর আপনার ব্রাউজারে ডোমেইনটি লিকে এন্টার করুন। কোন কনফিগারেশন ফাইল না পেয়ে b2evolution নিচের মত ইরর দেখাবে। চিহ্নিত স্থানে ক্লিক করুন
নিচের মত ইনষ্টল প্যানেল আসবে। এখানে আপনার হোস্টের তথ্যগুলো নিয়ে পূরণ করুন
এখানকার
MySQL Host/Server: মাইএসকিউএল সার্ভারের নাম (এটি এমন হতে পারে "localhost" অথবা "sql-6" অথবা "sql-8.yourhost.net")
MySQL Database: মাইএসকিউএল ডাটাবেজের নাম
MySQL Username: মাইএসকিউএল ইউজারনেম
MySQL Password: মাইএসকিউএল পাসওয়ার্ড
Base URL: আপনার ব্লগের ডোমেইন (অটোমেটিক দেওয়া থাকবে)
Your email: আপনার ই-মেইল
তারপর নিচের মত আসবে।
এখানকার New Install সিলেক্ট করে GO! এ ক্লিক করুন। এরপর পার্টিশন টেবিলগুলো তৈরি হবে। তারপর স্ক্রল করে নিচে গিয়ে দেখুন ইনষ্টল পক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে আপনার জন্য একটি অটোমেটিক পাসওয়ার্ড তৈরি করা হবে। এবং ইউজারনেম হবে admin। তারপর পাসওয়ার্ডটি সংরক্ষন করে চিত্রের স্থানে ক্লিক করে তথ্যগুলো দিয়ে লগিন করুন
লগিন পেজ
<!--
বাকী পর্ব আগামীতে পাবেন।
==========================================================
==========================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ধারাবাহিক ভাবে চালিয়ে জান। ধন্যবাদ।