নিজের সাইটে/সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ করুন একদম সহজেই

আমি যখন ওয়ার্ডপ্রেস জানতাম না তখন ভাবতাম মনে হয় ওয়ার্ডপ্রেস সেটাপ অনেক কঠিন কিন্তু একদিন সময় করে বসে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সেটাপ দেয়ার চেষ্টা করলাম তখন বুঝলাম এর চেয়ে সহজ কাজ আর নেই।আশা করি আপনারা খুব সহজেই ওয়াডর্প্রেস আমার এই টিউটোরিয়ালটি দেখে দেখে সেটাপ করতে পারবেন তাহলে চলুন শুরু করি

  • প্রথমেই এই লিংক হতে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন তারপর আনজিপ করুন
  • এবার যেকোন এফটিপি সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে থাকা সবগুলো ফাইল আপনার ওয়েবসাইটের /public_html/ এখানে আপলোড করুন ।
  • এখন আপনাকে Mysql এ একটা ডাটাবেজ এবং ইউজার তৈরী করতে হবে তারপর ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিতে হবে।এইখানে অনেকেই ভাবে আমিতো mysql পারিনা । এটা একদম সহজ একটা কাজ, আপনি শুধু আমাকে অনুসরন করুন ।
  • প্রথমেই আপনার ওয়েবসাইটের C panel এর Mysql database এ ক্লিক করুন তারপর নিচের ছবির মত বক্স দেখতে পাবেন এবার এখানে আপনার পছন্দমত যেকোন একটি নাম দিন ।মনে করুন আমি নাম দিলাম mamun তাহলে mamun নামে একটি ডাটাবেজ তৈরী হবে
  • এবার আমাদের নতুন ইউজার অ্যাড করতে হবে এজন্য মাউসটি স্কোল করে নিচের দিকে নিন তাহলে নিচের ছবির মত দেথতে পাবেন এবারআপনার পছন্দমত নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি নতুন ইউজার অ্যাড করে নিন
  • এবার আমরা এই ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিবো এজন্য Add user to Database এর User বক্সে আপনার অ্যাড করা ইউজারের নাম সিলেক্ট করুন তারপর Database এ আপনার যোগ করা ডাটাবেজ সিলেক্ট করে ADD এ ক্লিক করুন নতুন একটি উইন্ডো আসবে এখানে সবগুলো সিলেক্ট করে দিন আরেকটা কথা এইখানে আপনার ডাটাবেজ এবং ইউজার নামের আগে আপনার হোস্টিং এর ইউজার নামও দেখতে পাবেন সুতরাং চিন্তার কোন কারন নেই।ব্যাস কাজ শেষ ডাটাবেজের।
  • এবার আপনার সাইটের নামটি/ডোমেইনটি যেকোন ব্রা্উজারে লিখে এন্টার চাপুন এখন আমরা কিছু কনফিগারেশন করবো।Configure এ ক্লিক করুন তারপর নিচের মত ফরম আসবে আপনার তৈরী করা ডাটাবেজ ,ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন আর বাকীগুলো পরিবর্তনের দরকার নেই সাবমিট করুন
  • এবার আপনার ব্লগের টাইটেল আর ইমেল ঠিকানা দিয়ে Install wordpress এ ক্লিক করুন

  • ব্যাস আপনার কাজ শেষ ইন্সটল হবার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে ।
    কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য দিয়ে জানাবেন

    এই টিউনটি পূর্বে আমার নিজস্ব ব্লগ সাইট BloggerMamun.co.cc এ প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম ভাল ধন্যবাদ………………………তবে আমি টোটাল প্রসেস নিয়ে একটা টিউন করবো আশা করি কিছু মনে করবেন না।

    আরে কোন সমস্যা নাই করতে থাকেন বেশি টিউন হলেই বেশি বেশি তথ্য বেরিয়ে আসবে।

    মামুন ভাইরে অনেক ধইন্যা।১ম বারেই সফল ভাবে সম্পন্ন করতে পারছি বলে হইতেছে। শাকিল ভাই আপনার টিউনের অপেক্ষায় রইলাম।

    কোন সমস্যা হলে জানাইওআর যেকোন সাহায্য আমার নিজের ব্লগে টোকা দিলেই হবে।

    চালিয়ে যান শাকিল ভাই। কোন সমস্যা নাই।

softaculous থাকলে এটি কয়েক সেকেন্ডেই করা যায়।

    হুম আবার কিছু সি প্যানেলে এক ক্লিকেই ইন্সটল করার ব্যবস্হা থাকে।তবে আমি একেবারে সবচেয়ে ভালোটা দেবার চেষ্টা করেছি যাতে কোন সমস্যা না হয়।

সুন্দর টিউনসটির জন্য অনেক ধন্যবাদ ।

এখনই শুরু করতেছি…………. চেষ্টা করে দেখি পারি কিনা!

    অবশ্যই পারবা না পারলে আমি তো আছিই। কোনো সংকোচ ছাড়াই কমেন্টস করো।

Level 2

বহুৎদিন থেকে চেষ্টা করছি , কিন্তু কিছুতেই কিছু ঠিক মতো বুঝে উঠতে পারছি। কি যে করি । তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি । একদিন আমি ঠিকই একটা কিছু করে ফেরবো ইনশাল্লাহ ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

নতুন দের জন্য খুব ভালো একটা টিউন।
মামুন কে ধইন্যা।

    তবে তোমার মত নতুনদের কাজে লাগবেনা। মামুনআমিতো কিছই পারিনা।এই পারিনা সেই পারিনা।

    ঠিক বলছেন মামুন ভাই। সাম্য ভাইজান এত্ত কিপটা, আরে ভাই নিজের জ্ঞানটারে একটু বাহিরে বের করেন। নাহলে কিন্তু, গুল্লি করুম। 🙂

Level 2

ধন্যবাদ মামুন ভাই , আপনার সুন্দর সুন্দর টিউনের জন্য । এবং ধন্যবাদ টেকপরিবারের সবাইকে ।

জুমলা নিয়া টিউন কইরা দাও একটা।
ফাটাফাটি হবে।

    হুম আপনে বহুত কিছু জাইন্যা জ্ঞান সব ভিতরে রাখেন !!আপনে করেন জুমলা টিউন ।

    ঐ মিয়া সাম্য ! 🙂 খালি মানুষের জ্ঞানগুলারে দেখবার চান। আরে ভাই আপনি তো টেকিউন্সের প্রথম থাইকাই আছে তো একটু নিজেও কিছু শেয়ার করে আমাগো লগে। জুমলা নিয়াই আফনেই একটা কইরা ফালান !! 🙂 কি কন মামুন মিয়া।

    হুম শাওন ঠিক বলছো । সাম্য কাছ থেকে জুমলা নিয়ে ধারাবাহিক টিউন চাই

darun new technology

মামুন ভাইয়া।আমার বেশ সমস্যা হচ্ছে। আমি wordpress.ogr থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন নামিয়েছি।আমি বর্তমানে freehostia.com এবং co.cc তে ফ্রী হোস্টিং এবং ফ্রী ডোমেইন নিয়েছি। FileZilla দিয়ে সব ওয়ার্ডপ্রেস ফোল্ডারে থাকা সব ফাইল আপলোড করেছি। কিন্তু configaration file create করতে গিয়ে আর হচ্ছে না। ডাটাবেজ ইরর দেখায়। কিন্তু আমি একটা ডাটাবেজ বানিয়েছি।ভাইয়া প্লিজ একটু হেল্প করেন। ওয়ার্ডপ্রেস এ ব্লগিং এর খুব ইচ্ছা। ভাইয়া অনেক চেষ্টা করছি কিন্তু পারছিনা। ভাইয়া দরকার হলে freehostiar password সব details আপনাকে দিব। আপনি সুধু একবার ঠিক করে দেন। তাহলে খুব উপকৃত হব।

    ভাই রিপ্লাই দিতে দেরি হয়ে গেচে আমি সরি।আপনি নতুন করে ডাটাবেজ ক্রিয়েট কের দেখুন না পারলে আমার মেইল [email protected] এ ডিটেইলস পাঠিয়ে দিন আমি সব ঠিক করে দিবো।

@খালিদ আপনি Filezila দিয়ে যা আপলোড করেছেন সব ডিলিট কর ফেলুন এবার freehostia এর cpanal এ প্রবেশ করুন elefante free scrips এ ক্লিক করুন এবার wordpress এ ক্লিক করুন বাকি কাজটুকু আপনিই পারবেন

mamun vhai avabe wordpress install korle ki adsense apply korte parbo???????

hasen vhai ar blog a tu bola ase cz.cc and co.cc ai domain adsense support kore na…..

    আপনার প্রশ্নেই কিছুটা কনফিউশন আছে।জ্বী হাসান ভাইয়ের কথা ঠিক আছে ডোমেইন নিজস্ব হতে হবে বা ব্লগস্পটেহতে হবে না হলে এ্যাডসেন্স এ্যাপ্লাই করা যাবেনা ।তবে আপনি অন্য কোন এ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করে যেকোন ডোমইনেই মানে cz.cc বা যেকোন সাই্টেই এ্যাডসেন্স বসাতে পারবেন।এগুলোর সাথে ওয়ার্ডপ্রেস ইন্সটলের কোন সম্পর্ক দেখতেছিনা ।

vhai amer http://click2office.cz.cc dekben link golo kano kaj kore na???

Level 0

Hmm nice tune

আমার প্রশ্ন হচ্ছে আমার লোকাল সাইট কিভাবে অনলাইনে দেখাবে? প্লিজ বলুন?

Level 0

ধন্যবাদ, ভাই আমি জুমলা দিয়ে একটি এ্যডুকেশনাল ওয়েব সাইট তৈরি করতেছি, যেখানে বাংলদেশের
বিভিন্ন প্রতিষ্ঠান সর্ম্পকে তথ্য থাকবে, এই তথ্য গুলো য়দি আমি বিভিন্ন পত্রিকা বা অন্য কোন সোর্স থেকে সংগ্রহ করি তাহলে তা কি কপি পেস্ট হিসাবে ধরা হবে। এবং সেখানে কি আমি এডসেন্স বিঙ্গাপন দেখাতে পারব।

ধন্যবাদ শেয়ার করার জন্য। সময় পেলে ভিজিট করুন http://www.pchelpcenterbd.com এখানেও আপনার পোষ্ট করার জন্য আমন্ত্রণ রইল।