লোকাল হোস্ট কনফিগার [ওয়াম্প সার্ভার]

লোকালহোস্ট কি?

লোকাল হোস্ট সম্ভবত আপানার পিসিকে সার্ভার বানিয়ে ফেলে। ফলে আপনি যে কোন পি এইচ পি স্ক্রিপ্ট যেমন ওয়ার্ডপ্রেস, জুমলাসহ আরও অন্যান্য টেষ্ট করে দেখতে পারেন। ডেভেলপ করতে পারেন। আবার সেখান থেকে ওয়েব সার্ভারে আপলোড ও করতে পারেন।

পিসিকে লোকালহোস্ট করতে হলে কি সফটওয়ার ডাউনলোড করতে হবে?

পিসিকে সহজেই আপনি সফটওয়ার দিয়ে লোকালহোস্ট বানাতে পারেন। প্রধানত দুটি সফটওয়ার এর কথা বলব

১। এক্সাম্প
২। ওয়াম্প সার্ভার

আমি যেহেতু ওয়াম্প সার্ভার নিয়ে কাজ করেছি সেহেতু এখানে ওয়াম্প সার্ভার কনফিগার করার পদ্ধতি দেখালাম।

ওয়াম্পসার্ভার ইনষ্টল করবো কি করে?

ওয়াম্পসার্ভার ইনষ্টলের পদ্ধতি দেওয়ার জন্য স্ক্রীণশর্ট নিয়েছিলাম। কিন্তু দেখলাম সুন্দর একটা টিউটোরিয়াল আছে গৌতম ভাইয়ের। তা এখান থেকে দেখে নিন।

ওয়াম্পসার্ভার ব্যবহার করবো কি করে?

ওয়াম্পসার্ভার প্রথমে ডাবল ক্লিক করে চালু করুন। তাহলেই আপনার পিসি সার্ভার হয়ে যাবে। এরপর যে কোন একটি ব্রাউজার (মজিলা love, ক্রোম thumbup, অপেরা angry) তে গিয়ে http://localhost লিখে এন্টার দিন। নিচের মত পেজ চলে আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-37.gif

এখানকার সবগুলোর কাজ আমি জানি না। তবে যেগুলোর কাজ জানি সেগুলো বর্ণনা করছি। ওয়াম্পসার্ভার ইনষ্টল করলে আপনি আপনার কম্পিউটারের C:\wamp\ লোকেশনে www নামে একটি ফোল্ডার পাবেন। বিভিন্ন স্ক্রীপ্ট যেমন আমরা ওয়েবে আপলোড করি সেরকম ভাবে স্ক্রীপ্টগুলো এখানকার ফোল্ডারে আপলোড করতে হবে। এক্ষেত্রে সতর্কতা হলঃ

ধরুন আপনি ওয়ার্ডপ্রেস আপলোড করবেন। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার করুন www নামের  ফোল্ডারে। তারপর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ওখানে পেষ্ট করুন। তারপর আবার ব্রাউজার ওপেন করে http://localhost লিখে এন্টার দিন। নিচের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-32.gif

এরকম দেখালে বুঝবেন ওয়ার্ডপ্রেস ইনষ্টলের জন্য রেডি। কিন্তু ওয়ার্ডপ্রেস ইনষ্টল করতে আপনার ডাটাবেজ লাগবে। এজন্য নিচে থেকে phpmyadmin এ যান

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-34.gif

তারপর ডাটাবেজ তৈরি করার জন্য নিচের চিত্র দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-35.gif

যেমন আমি pppppp নামে একটি ডাটাবেজ তৈরি করলাম

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-36.gif

তাহলে সফলভাবে ডাটাবেজ তৈরি করার পর আবার ব্রাউজারে http://localhost লিখে এন্টার দিন। নিচের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_pbbtuto-32.gif

এখান থেকে ওয়ার্ডপ্রেস এ ক্লিক করলে ইনষ্টল আসবে। তারপর ইনষ্টল করুন।

সতর্কতা আপনার হোস্ট হবে : localhost, ডাটাবেজ ইউজারনেম হবে root এবং পাসওয়ার্ডের ঘরে খালি থাকবে। আমি আবারও বলছি পাসওয়ার্ডের ঘরে খালি রাখবেন।

আশাকরি এবার মনের সুখে নিজের কম্পিউটারকে সার্ভার করে আমার মত বিভিন্ন স্ক্রীপ্ট এর স্বাদ নিতে পারবেন।

আর স্ক্রীপ্ট ইনষ্টলের জন্য নিচের টিউটোরিয়ালগুলো পড়ে দেখতে পারেন। এগুলো ওয়েব সার্ভারের জন্য দেওয়া হলেও লোকালহোস্টেও ঠিক একই রকম ভাবে কাজে দেবে

ওয়ার্ডপ্রেস ইনষ্টলের জন্য  এখানে দেখুন
পানবিবি ইনষ্টলের জন্য  এখানে দেখুন
জুমলা ইনষ্টলের জন্য  এখানে দেখুন

লোকালহোস্ট এভাবে ব্যবহার করা হয়ত সিকিউর না। নিজের কম্পিউটার না হলে!!

টিউটোবিডিতে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ডাউনলোড লিংক তো কাজ করছে না দেখবেন কি সমস্য?

নতুন দের জন্য খুবই কাজের টিউন।

Level 0

vai ami ami WAMP install korlam.WAMP online,green signal dicche but browser a http://localhost ata likhar por o amar localhost page ta ase na…page blank show kortese

লোকাল হোস্ট বা PC তে wordpress ইনস্টল করার পদ্ধতি Windows X SP2 জন্য লাগবে।
প্লীজ হেল্প মি…