সবাইকে সালাম,
শিরোনাম দেখে হয়তো মনে করছেন এটা আবার কি জিনিস? এখনি বর্ননা করছি। Artisteer ব্যবহার করে আপনি সহজেই হয়ে যান একজন দক্ষ ওয়েব ডিজাইনার । আপনি এর সাহায্যে জুমলা, ড্রুপাল, ওয়ার্ডপ্রেস এর জন্য গ্রাফিক্স স্লাইসিং, এইচ টি এম এল ও সিএসএস কোডিং করতে পারেন খুব সহজেই। এসব করার জন্য আপনার ফটোশপ, ড্রিমওয়েভার বা কোন টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। Artisteer হচ্ছে প্রথম একটি মৌলিক সফটওয়্যার যার সাহায্যে ওয়েব ডিজাইন অটোমেশন এর মাধ্যমে আপনার ব্লগ বা এইচ টি এম এল পেজের (জুমলা, ড্রুপাল ও ওয়ার্ডপ্রেস) জন্য সুন্দর এবং মৌলিক টেমপ্লেট বানাতে পারেন।
তাহলে দেরী না করে এখনই ডাউনলোড করে নিন এখান থেকে
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
Only because it was ur first tune, it’s ok…but next time try explain operation…