পারসোনাল ব্লগ থেকে নিউজ সাইট, ফোরামসাইট থেকে সোসিয়্যাল নেটওয়ার্কিং সাইট , এখন সবখানেই ওয়ার্ডপ্রেসের জয়ধ্বনি । মেইনটেনেন্স সুবিধাজনক হওয়ায় সবই ছুটছে ওয়ার্ডপ্রেসের পিছে । সারা বিশ্বের অগনিত কোডারদের সহায়তায় তৈরী ওয়ার্ডপ্রেস বিষয়ক নানান টুল আরো সহজ করে দিয়েছে সবার কাজ । এবার এলো তেমনি কাজের একটি আরেক টুল ।
যারা কোন ওয়ার্ডপ্রেস ইন্জিনে সাইট চালাচ্ছেন তারা নিজের কাজের বড় একটা সময় ব্যায় করেন কমেন্ট মডারেশন এর কাজে । বারবার এডমিন প্যানেলে যেয়ে কমেন্ট মডারশন করতে হয় । তাছাড়া ভিজিটরও চায় তার মন্তব্য দ্রুত প্রকাশ হোক । তাই কাজ আরো বেড়ে যায় । এই সমস্যা সমাধানে এসে গেল WordPress Comments Notifier.
QT/C++ তে লেখা এই চমৎকার এ্যাপটি ডেস্কটপেই জানিয়ে দিবে আপনার ব্লগের মন্তব্যর খবরাখবর । সফটওয়্যারটি ইন্সটলের পর সাইটের ঠিকানা এবং ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে দিলেই সিস্টেম ট্রেতে নতুন মন্তব্যর সকল নোটিফিকেশন পাবেন । তার পর সেখান থেকেই সহজেই মন্তব্য মেনেজ, এডিংটিং ও রিপ্লাই দিতে পারবেন ।
মজার ব্যাপার হল চমৎকার এই সফটওয়্যারটি ওপেনসোর্স । তাই নিরাপত্তার ও কোন চিন্তা নেই । ওয়ার্ডপ্রেস MU তেও দারুন কাজ করে এই টুলটি । আর না ভেবে এখনই ডাউনলোড করে নিন মাত্র ৩.৩ মে.বা. এর এই সফটওয়্যারটির ।
http://code.google.com/p/wp-comments-notifier
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
কমেন্টটি মডারেট করা হইলো 😉