অবশেষে Aluminium Security –তাদের প্রথম ওপেন সোর্স এইচটিএমএল ও সিএসএস ভিত্তিক টেম্পপ্লেট Night-Cross সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে। Aluminium Security –এর নিজস্ব ওয়েব ডেভেলপার ইনতিসার ইসমামের সম্পূর্ণ হ্যান্ড কোডিং করা এই ওপেন সোর্স এ টেম্পপ্লেট Night-Cross। আমরা আশা করছি এইচটিএমএল ও সিএসএস ভিত্তিক ওপেন সোর্স এই টেম্পপ্লেটি আপনাদের বিভিন্ন ব্যবসায়িক ও ব্যক্তিগত ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে। আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে Aluminium Security আরও উন্নত ও ডাইনামিক ওপেন সোর্স টেম্পপ্লেট আপনাদের জন্য তৈরি করবে।
Aluminium Security –মনে করে বিদেশী কোডারদের তুলনায় আমাদের দেশের কোডাররা কোন অংশেই কম নয়। আমরা আশা করি একদিন আমাদের বাংলাদেশে কোডারদের নতুন এক দিগন্ত তৈরি হবে। হয়তো সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন থাকবে Aluminium Security –এর নিজস্ব একটি সিএমএস.../.
# Template Name: Night-Cross /. # Coded In: HTML, CSS /. # Developed By: Intishar Ishmsm /. # Tasted On: Internet Explorer, Google Chrome /. # Size: 246 kb /. # Download Link: http://AmuSec.com/files/Night-Cross.zip
সৌজন্যে: Aluminium Security
# http://AmuSec.com # http://fb.me/AmuSec
আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর মধ্যেই Aluminium Security টির একটা ভাব আছে। টেম্পপ্লেটা ফাটাফাটি হইছে। দেইখা বোঝার উপায় নাই দেশি না বিদেশী।