নতুনদের অনেকেই অনলাইন থেকে আয় করার আশায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের কোর্স করে। পরে অনলাইনের অলিগলি ঘুরে হতাশ হয়ে ফিরে যায়। এদের অনেকেই অল্প সময়ে আয়ের স্বপ্ন দেখে তাই তাদের স্বপ্নও অল্পতে ভেঙ্গে যায়। কিন্তু সফলতা অর্জনের জন্য প্রয়োজন ধর্য্য ও উৎসাহ। যারা ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে জড়িত তারা সবাই কম বেশি ওয়ার্ডপ্রেস এর সাথে পরিচিত। এটি হচ্ছে বিশ্ব ব্যাপি জনপ্রিয় একটি ওপেন সোর্স সিএমএস/কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মনের মত থিম ও প্লাগইন্স ব্যবহার করে আপনি একে সাজাতে পারেন অথবা আপনিও তৈরি করতে পারেন যে কোন থিম ও প্লাগইন্স। আপনার বানানো থিম ও প্লাগইন্স বিক্রয় আয় করতে পারেন বৈদেশিক মুদ্রা। তেমনই একজন ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন্স ডেভেলপার এস এম সাইফ রহমান। ২০০৬ সাল থেকে D5 Creation নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে পা বাড়ায় এবং এখন তিনি একজন সফল ব্যক্তি। বর্তমানে তার তৈরি কৃত Simplify থিম টি ওয়ার্ডপ্রেস থিম মার্কেটে সেরা দশের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে। তার এই কাজের মাধ্যমে তিনি নিজের সফলতার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন। তার এই সফলতা আমাদের দেশের নতুনদের জন্য উৎসাহ হিসেবে কাজ করবে। ফেইস বু্ক ফ্যান পেইজ
আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
great. We r proud of u. 🙂