আসসালামু আলাইকুম । সবাই কে প্রথমেই ধন্যবাদ টিউন টি পড়বার জন্য । টিউন এ যদি কোন ভুল হয়ে থাকে তবে কমেন্ট এ জানাবেন ।
এখন থেকে মনস্থির করলাম যে নিয়মিত টিউন করব । যদি সবার উৎসাহ, অনুপ্রেরনা ,সহযোগিতা এবং বন্ধু সুলভ মনভাব পাই তবে রেগুলার হব ।
ত চলুন ওয়েব ডেভলোপার হওয়ার পথে । আজকের দুনিয়ায় একজন দক্ষ ওয়েব ডেভলোপার এর কতটা দাম তা আপনাদের হয়ত আর আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না । আপনি যদি একজন দক্ষ ওয়েব ডেভলোপার হতে পারেন তবে আপনি আপনার নিজের সাইট পরিচালনা করতে পারবেন , সেই সাথে আপনার দক্ষতা কে বিশ্বে র সামনে তুলে ধরতে পারবেন । সেই সাথে আপনি বিভিন্ন ফ্রিলেঞ্চিং মার্কেট প্লেস এ কাজ করেও মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন । যদি আপনি আপনার এই দক্ষ তা কে ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এ কাজে লাগান তবে প্রতি দিন চাইলে ১০০-১০০০ ডলার ও আয় করতে পারবেন যদি আপনার সঠিক টেকনিক জানা থাকে এবং সেভাবে কাজ করতে পারেন ।
কিভাবে একজন দক্ষ ওয়েব ডেভলোপার হবেন ?
১। প্রথমেই আপনার এই কাজ টির প্রতি প্রচুর ইচ্ছে + নেশা থাকতে হবে , যেমন টি মানুষের গেম খেলার প্রতি থাকে ।
২। আপনাকে অবশ্যই ইন্টারনেট এর সাথে থাকতে হবে , কেননা নিজেকে সব সময় আপডেট এবং সবার থেকে আলাদা করে তুলতে হবে । আর এর জন্য ইন্টারনেট দুনিয়ার সাথে আপনাকে আপগ্রেড থাকতে হবে ।
৩। আপনাকে এই সব ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যদি দক্ষ ওয়েব ডেভলোপার হতে চান , XHTML & CSS , Javascript , PHP & MySQL , XML , jSON , AJAX , jQuery , HTML5 & CSS3
৪। প্রথমেই আপনাকে বেসিক ধারনা নিতে হবে এর পর কাজ করতে করতে দক্ষ হতে হবে ।
৫। অনলাইন এ প্রচুর টিউটরিয়াল পাওয়া যায় , নেট এ সার্চ করে ডাউনলোড করে শিখা শুরু করে দিন এর মধ্যে Lynda.com, Tutsplus.com , video2brain.com আমার কাছে ভাল লাগে ।
৬ । এগুলো দেখে দেখে শিখার পর যদি না পারেন তবে প্রেকটিকাল ভাবে হাতে কলমে শিখতে চান তবে যে কোন ভাল প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখতে পারেন এর মধ্যে এখন আমার জানা মতে ডেভসটিম ভাল প্রশিক্ষণ দেয় । এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে । খোজ করলেই পেয়ে যাবেন ।
ফ্রাউডে স্পেশাল এ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি গিফট যা আপনাকে একজন দক্ষ ওয়েব ডেভলোপার করে তুলবে ।
আজকে ফ্রাইডে স্পেশাল এ পাবেন 199 $ মূল্য মানের বা ১৫,০০০ টাকা মূল্য মানের প্রিমিউম কোর্স ।
কোর্স টির নাম ঃ Become a Web Developer from Scratch! (Complete Course)
কোর্স টির অফিসিয়াল সাইট লিঙ্ক ঃ http://www.udemy.com/how-to-become-a-web-developer-from-scratch/
মূল্য ঃ 199 $
সাইজ ঃ ১.৮০ জিবি (দুঃখিত , ভাল জিনিসের সাইজ একটু বেশী হয় )
কিন্তু আপনাদের সবার জন্য ফ্রাইডে স্পেশাল এ ফ্রী .......................................
ফ্রাইডে স্পেশাল এ আজ এ পর্যন্তই সামনের ফ্রাইডে তে আসব নতুন কিছু স্পেশাল নিয়ে
আপনাদের জন্য আরও কিছু লিঙ্ক যদি উপরের গুলো থেকে না নামাতে পারেন ,
টরেন্ট ডাউনলোড লিঙ্ক ঃ (বিশেষ ধন্নবাদ ভাল মানুশ কে )
আমি Md Arif Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হইসে ভাইয়া। জোস