Lunascape নিয়ে এলো পৃথিবীর প্রথম তিনটি ইন্জিনযুক্ত ওয়েব ব্রাউজার । এই ব্রাউজারটিতে আছে IE এর ইন্জিন Trident , ফায়ারফক্সের Gecko , এবং Chrome/Safari-র Webkit । এটি দিয়ে ব্রাউজার ম্যানুয়ালী সুইচ না করেই এক ক্লিকেই সব ব্রাউজারের সুবিধা পাবেন । এক ব্রাউজারেই পাবেন সবগুলোর সুবিধা । ওয়েব ডিজাইনারদের কাজ অনেক সহজ করে দিবে Lunascape । কোন সাইট তৈরীর পর তা বিভিন্ন ব্রাউজারে কেমন দেখায় তা দেখতে আগের মত ঝক্কি পোহাতে হবে না । এক ব্রাউজার দিয়েই অন্য সবগুলোর লুক টেষ্ট করতে পারবেন । আরো মজার ব্যাপার হচ্ছে এতে Firefox এবং IE এর প্লাগইনও ব্যবহার করতে পারবেন । তাছাড়া Lunascape এরও রয়েছে প্লাগইনসের বিশাল ভান্ডার । তাই কাজের কোন প্লাগইনই আর মিস করতে হবে না ।
এতে আরো রয়েছে "Web Developer" মেনু । এই মেনুতে ওয়েব ডেভলপারদের কাজে লাগবে এমন অনেক কিছু আছে , যা অন্য কোন ব্রাউজারে পাবেন না । Lunascape এ "WebInspector" নামক ওয়েবপেজ এনালাইজারও আছে । এর দ্বারা ওয়েবসাইটে থাকা বিভিন্ন এলিমেন্টকে খুব সহজে এনালাইজ করতে পারবেন ।
একথা বলতে গেলে এটি ওয়েব ডিজাইনারদের স্বপ্নের ব্রাউজার । তাই দেরী না করে এখনই নামিয়ে নিন Lunascape ওয়েব ব্রাউজার ।
LunaScape কে আরো ভালভাবে জানতে পড়ুন এই পোষ্টটি ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ শেয়ারের জন্য