এবার আসলো পৃথিবীর প্রথম তিন ইন্জিনযুক্ত ওয়েব ব্রাউজার : IE + FF + Safari = Lunascape

Lunascape নিয়ে এলো পৃথিবীর প্রথম তিনটি ইন্জিনযুক্ত ওয়েব ব্রাউজার । এই ব্রাউজারটিতে আছে IE এর ইন্জিন Trident , ফায়ারফক্সের Gecko , এবং Chrome/Safari-র Webkit । এটি দিয়ে ব্রাউজার ম্যানুয়ালী সুইচ না করেই এক ক্লিকেই সব ব্রাউজারের সুবিধা পাবেন । এক ব্রাউজারেই পাবেন সবগুলোর সুবিধা । ওয়েব ডিজাইনারদের কাজ অনেক সহজ করে দিবে Lunascape । কোন সাইট তৈরীর পর তা বিভিন্ন ব্রাউজারে কেমন দেখায় তা দেখতে আগের মত ঝক্কি পোহাতে হবে না । এক ব্রাউজার দিয়েই অন্য সবগুলোর লুক টেষ্ট করতে পারবেন । আরো মজার ব্যাপার হচ্ছে এতে Firefox এবং IE এর প্লাগইনও ব্যবহার করতে পারবেন । তাছাড়া Lunascape এরও রয়েছে প্লাগইনসের বিশাল ভান্ডার । তাই কাজের কোন প্লাগইনই আর মিস করতে হবে না ।

এতে আরো রয়েছে "Web Developer" মেনু । এই মেনুতে ওয়েব ডেভলপারদের কাজে লাগবে এমন অনেক কিছু আছে , যা অন্য কোন ব্রাউজারে পাবেন না । Lunascape এ "WebInspector" নামক ওয়েবপেজ এনালাইজারও আছে । এর দ্বারা ওয়েবসাইটে থাকা বিভিন্ন এলিমেন্টকে খুব সহজে এনালাইজ করতে পারবেন ।

একথা বলতে গেলে এটি ওয়েব ডিজাইনারদের স্বপ্নের ব্রাউজার । তাই দেরী না করে এখনই নামিয়ে নিন Lunascape ওয়েব ব্রাউজার ।

ডাউনলোড LunaScape

LunaScape কে আরো ভালভাবে জানতে পড়ুন এই পোষ্টটি ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ারের জন্য

ক্রোমের ইঞ্জিন তো শুনসি ক্রোমিয়াম। ওয়েবকিট হল কবে?

    ক্রোমিয়াম হল প্রোজেক্ট এর নাম।
    ইঞ্জিন ওয়েবকিট।

ভাই এই IE জিনিসটা কি?

জানতাম আগেই, কিন্তু ডেভেলপার দের জন্য যে এতো কাজের সেটা জানতাম না।
ধন্যবাদ ডিটেল করার জন্য।