ওয়েব ডেভেলপিং শেখার সবচেয়ে বড় মাধ্যম টেকটিউনস

আমার মতে টেকটিউন ই হচ্ছে ওয়েব ডেভেলপ শেখার সবচেয়ে বড় মাধ্যম।

আজ থেকে ৫/৬ মাস আগে আমি ওয়েব ডেভেলপ করতে পারার স্বপ্ন দেখতাম। হঠাৎ কোথা থেকে যেন টেকটিউন এর ঠিকানা পাই। তারপর থেকে বিভিন্ন চেইন টিউন, শ্রদ্ধেয় টিউনারদের মানসম্পন্ন টিউনগুলি পরে ও চর্চা করে আজ আমি ওয়েব ডেভেলপ মোটামুটি ধারনা পেয়েছি।

আমি যতখানি পারি তার কথা শুনে অনেকেই হয়ত আমাকে কটাক্ষ করবেন যে এটা কোন ওয়েব ডেভেলপ হল? কিন্তু, না পারার চেয়ে এটুকু পারা অনেক ভাল। আমি বলব না যে আমি ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার কাকে বলে হয়ত আমি তা সঠিকভাবে জানিওনা। যাই হোক নিন্দুকেরা অনেক কথাই বলে তাই বলে কি আমি থেমে থাকব? আমার জ্ঞানের পরিধি হতে পারে শুধু ওয়ার্ডপ্রেস, কিন্তু ব্লগস্পটে কিছু নিয়ন্ত্রিত ফাংশন নিয়ে কাজ করার চেয়ে অল্প জ্ঞান নিয়ে ব্লগের সুবিশাল সুমুদ্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা ভাল না?

যাই হোক, মনের আবেগে টেকটিউন এর প্রতি ভালবাসায় অনেক কথাই বলে ফেললাম। আমার এটুকু কথার মাঝখানে যদি মনের অজান্তে কাওকে দুঃখ দিয়ে থাকি প্লিজ ক্ষমা করে দিয়েন।

আরেকটি কথা, আমার পরিবার আর্থিক দিক দিয়ে খুবই দরিদ্র তাই আমার স্বপ্ন হল ফ্রিলান্সিং করে আমার পরিবারের সচ্ছলতা আনা। তাই বিজ্ঞ ওয়েব ডেভেলপার ভাইয়েরা প্লিজ আমাকে আমার লক্ষ নির্ধারণ করার জন্য সাহায্য করবেন প্লিজ।

আমার যতখানি জ্ঞান ছিল তা দিয়ে একটি ওয়ারডপ্রেস ব্লগ বানিয়েছি।আমার ব্লগের নাম টেঁক নিউজ বিডি।আমি থিম ডিজাইন করতে পারি না। তাই ফ্রি থিম দিয়ে এটা ডেভেলপ করেছি। আমার খুব শখ ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করার। আপনাদের কাছে জানতে চাইব যে, ওয়ার্ডপ্রেস থিম কোন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা হয়?

সবশেষে টেকটিউন এর প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই আমি বিদায় নিলাম।

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.w3schools.com theke sikte paren oth0ßa w3school er b0ok gula d0wnload k0re nite paren..
Ami html sikcilam 2yr aga ekhan theke ..
Amr jana m0te etai best site

@Mohammed Gulzar: আমি সিরাজগঞ্জ থাকি, দীপ্ত প্রজেক্ট -২০১২ এর কোন টিম লিডার এখানে নেই। আমি বলেছিলাম টিম লিডার হওয়ার জন্য, কিন্তু কোন সারা পেলাম না।