ব্লগে যুক্ত করুন রেটিং গেজেট

সবাইকে সালাম জানিয়ে আজকের পোষ্টটি শুরু করছি। আশা করি সবাই ভালই আছেন।

আপনি সব সময় চাইবেন আপনার ব্লগটি সুন্দর হোক এবং যাতে সবাই ভিজিট করে। আসলে একটি ব্লগ যদি সুন্দর ভাল মানের ডিজাইন করা হয় এবং এতে যদি কিছু মান সম্পন্ন পোষ্ট থাকে তবে আপনার ব্লগ ভিজিট হবেই। তাই আমি আপনাদের আজকে একটা সুন্দর এবং দরকারী বিষয় দেখাবো যা ব্লগের সৌন্দয্য বৃদ্ধি করবে এবং গেষ্ট পোষ্টের ক্ষেত্রে অনেক উপকারী একটা জিনিষ হবে এইটা।

তাহলে শুরু করি :

প্রথমে নিচের ছবিটা দেখে নেন ঠিক এই রকম আপনার ব্লগের পোষ্টের উপরে বসবে আর ডিমো

এখন কাজ শুরু

  1. প্রথমেই আপনার ব্লগ অনেপ করুন  ব্লগারে  লগইন করে।
  2. এইটার নতুন ব্লগ ইন্টারফেইস আপডেট হয়েছে সেই রকম ভাবেই করুন।
  3. তারপর "Expand Widget Templates"  ঠিক মার্ক দিন।
  4. এইবার খুজুন <data:post.body/>
  5. একটা কথা যা খুবেই দরকারী আপনার ব্লগে <data:post.body/> এই ওয়ার্ড ২-৩ বার থাকতে পারে আপনি নিজে বুঝে সঠিকটির নিচে পেষ্ট করুন এবং প্রিভিও দেখে নিন। আর যদি কোন কারণে মিস হয়ে যায় তবে কোন সমস্যা নাই । পরে পরিবতর্ন করলেই চলবে।
  6. এখন <data:post.body/> এর উপরে ঠিক নিচের কোডগুলো পেষ্ট করুন
  7. <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><div class='js-kit-rating' expr:path='data:post.url' expr:permalink='data:post.url' expr:title='data:post.title' view='score'>
    </div>
    </b:if>
  8. আশা করি সঠিক ভাবে করতে পেরেছেন। টেমপ্লেট সেইভ করবেন না। এইবার </body> খুজুনঁ এবং  </body> এর উপরে নিচের কোড গুলো পেষ্ট করুন।
  9. <script src="http://js-kit.com/ratings.js"></script>
  10. ব্যাস কাজ শেষ এবং  টেমপ্লেট সেইভ করুন।
  • আশা করি পোষ্টটি এবং গেজেটটি সবার কাজে লাগবে।

  • আমার ব্লগ এই রকম আরো গেজেট টিপর্স পাবেন।

Level 0

আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai bangla likhar kono upay ache for wordpress blog

ওয়ার্ডপ্রেস এ বাংলা , ইংরেজি যে কোন ভাষার লেখতে পারবেন

Level 0

amr post gulite shudhu ???????????????????????? erokom ase onk chesta korlam bt kichui to hoitese na
…pc te install korle website e ki somadhan hobe…??