আজ আমি অনেকের মত টিউন করার সাহস করলাম যদি কোন ভূল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সকলের ক্ষমাপ্রার্থী। আজ আমি কিভাবে বিনামূল্যে খুবই অল্প সময়ে সাইট/ব্লগ তৈরী করা যায় তাই শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে,যদি এই টিউনটি কেউ পূর্বে করে থাকেন দয়া করে খারাপ মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ রইল।সাইট/ ব্লগ তৈরী করতে প্রথমেhttp://www.piczo.com/?cr=3গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।তারপর উপরে CREATএ ক্লিক করে CREAT BLOG/CREAT SITE এ গিয়ে তৈরী করুন আপনার নিজেরমত নতুন সাইট/ব্লগ। সকল সুবিধা এইসাইট হতে পাবেন। উদাহরণস্বরুপ আমারhttp://hotepon4evers.piczo.com/?cr=3 সাইটটি দেখতে পারেন। বিঃদ্রঃ-(এই সাইট হতে চাইলে এক বা একাধিক সাইট তৈরী করা যায়) আমি নিজেও তিনটি সাইট তৈরী করেছি। গুছিয়ে লিখতে না পারার জন্য আবারও ক্ষমাপ্রার্থী।ধন্যবাদ
আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।
স্বাগতম টেকটিউনসে।