ওয়েবডেভলপারদের জন্য অতি দরকারি দুটি মোবাইল সফটওয়্যার

কেমন আছেন সবাই । আশা করি ভালই আছেন ।
আজকে আমি আপনাদেরকে এমন ২ টি মোবাইল সফটওয়্যার সম্পর্কে জানাব যেগুলো ওয়েব ডেভেলপারদের জন্ন্য অতি দরকারি।
যেমন ধরুন আপনি এখন মো্বাইল এ আপনার ওয়েবসাইট টি ভিসিট করছেন, ভিসিট করতে গিয়ে সাইট এ কোন প্রব্লেম দেখলেন যেমন কোন ফাইলে প্রব্লেম দেখলেন । অথবা আপনাকে এখনি একটি ফাইল আপলো্ড করতে হবে, অথচ হাতের মোবাইল টা ছাড়া আর কোন পথ দেখছেন না।তখন আপনাকে এই সফটওয়্যার গুলো সাহায্য করবে ।
এতক্ষনে হয়ত অনেকেই বুঝে গেছেন যে আমি এফটিপি সফটওয়্যার এর কথা বলছি।হে আমি এফটিপি সফটওয়্যার কথা বলছি।যেহেতু আমাদের অতি পরিচিত সিপ্যানেল এ মোবাইল দিয়ে তেমন বড় ফাইল আপলো্ড করা যায় না তাই এই সফটওয়্যার গুলো কাজ করবে তাতে সন্দেহ নেই । আর যাদের পিসি নেই তাদের জন্ন্য বহু উপকারি এই সফটওয়্যারগুলো।কোন টিঊটরিয়াল দেওয়ার দরকার আছে বলে মনে হয় না কারন যাদের ওয়েবসাইট আছে তারা যানেন কিভাবে এফটিপি কনফিগার করতে হয় । নিচে শুধু স্ক্রিনশটসহ সফটওয়্যার এর ডাওনলো্ড এর লিঙ্ক দিলাম।
SicFtp[for symbian]
Sic ftp সফটওয়্যারটি সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এর জন্য । ব্যাবহার খুব সহজ ।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি মোটামোটি সব কাজ ই করা যায়।

Tune by Gmshovo

Download Link

MobyXplorer[for java]
এটি জাভা অপারেটিং সিষ্টেম এর জন্য । সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এ ও চলে। Sic ftp সফটওয়্যারটি থেকে এটিকে অনেক অ্যাডভান্স মনে হয়েছে আমার কাছে।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি,ফাইল এনক্রিপ্ট করা প্রায় সব ধরনের কাজ ই করা যায়।

<img src="
Download Link

ভাল লাগলে কম্মেন্ট করবেন ।
সমস্যা হলেও কম্মেন্ট করবেন এবং ফেবু তে ত আছি ই [facebook profile link]

Level 0

আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১.৫ যাবত ব্যবহার করছি ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।