সবাই কেমন আছেন??? ভালই আছেন মনে হয়।। আমিও ভালই আছি যাই হোক। গত টিউনে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে XAMPP ইন্সটল করবেন।। এখন আমরা প্রথম পিএইচপি ফাইল তৈরি করব।।
পিএইচপি এর কোড লিখার মূল ব্যাসিক নিয়ম টা হল পিএইচপি কোড শুরু করতে হবে "" এবং"" এই ২ টা জিনিশের মধ্যে সকল কোড লিখতে হবে।
কোন লিখা প্রিন্ট করতে হলে ২ টি ওয়ার্ড দিয়ে প্রিন্ট করা যায়।। একটা হল echo আরেকটি হল print ...
অনেক পিএইচপি এক্সপার্ট রা বলে থাকেন print ব্যাবহার করার চেয়ে echo ব্যাবহার করাই বেশি ভাল।
তাই আমরা কোন লিখা প্রিন্ট করতে চাইলে আমরা echo ব্যবহার করব। চলুন কিছু প্রোগ্রাম লিখাযাক ।
<?php echo' My first php project'; ?>
খেয়াল করুন এখানে আমরা echo এর পরে সিঙ্গেল কোর্টেশান মার্ক ( ' ) ব্যাবহার করেছি আবার আমাদের লিখা শেষ করার পর আবার সিঙ্গেল কোর্টেশান মার্ক ( ' ) ব্যাবহার করেছি... আপনারা হইত বুঝতেই পারছেন echo লিখার পর দুই টা সিঙ্গেল কোর্টেশান মার্কের মাঝখানে আমরা যা লিখব তাই প্রিন্ট হবে এবং ব্রাউজার এ দেখাবে। আপনারা ইচ্ছা করলে সিঙ্গেল কোর্টেশান মার্কের যায়গায় ডাবল কোর্টেশান মার্ক ( " ) ব্যাবহার করতে পারেন। কিন্তু আমি বলব সিঙ্গেল কোর্টেশান মার্ক ই ব্যাবহার করার জন্য।
আবার খেয়াল করুন ' Wow this is my first PHP project' এর পর আমি একটা সেমিকলন মার্ক ( ; ) দিয়েছি। এটা দিয়ে আসলে বঝানো হয় এই কোড টা এখানেই শেষ। এটি ব্যবহার করা আবশ্যিক।
তার মানে ব্যাসিক ভাবে কোন লিখা প্রিন্ট করার জন্য আমাদের কোডের গঠন হবে এই রকমঃ
বাস আজকের মত প্রোগ্রাম লিখা শেষ।। এখন দেখাব কিভাবে আপনারা এটা ব্রাউজার এ রান করাতে পারবেন। এটা করতে আমাদের লিখা প্রোগ্রাম টা কে সেভ করতে হবে .php মুডে।
যারা নোটপ্যাড ++ ব্যবহার করেছেন তারা language মেনুতে গিয়ে PHP সিলেক্ট করে নিন।
তারপর এটাকে সেভ করুন C:\xampp\htdocs এ যেকোন নাম দিয়ে।।
এবার ব্রাউজার এ গিয়ে লিখুন http://localhost/ যে নামে সেভ করেছেন সেই নাম.php
যদি আপনি ফাইল টা techtunes নামে সেভ করেন ব্রাউজার এ লিখুন http://localhost/techtunes.php
বাস আপনার প্রোগ্রামটি রান হয়ে যাবে 😀
পিএইচপি এমন একটা জিনিস আমার কাছে মনে হয় এটা লিখে কাউকে বুঝানো খুব কঠিন কাজ। তারপরও লিখতে শুরু করলাম।। আর আমি জানি এখানে আমার চেয়ে ১০০ গুন ভাল প্রোগ্রামার আছেন। আমি যদি কোথাও ভুল করি তাহলে তারা আমাকে অবশ্যই সাহায্য করবেন।
আর সবাই ভাল থাকবেন পরবর্তী টিউনে আবার দেখা হবে । সবাইকে ধন্যবাদ।
আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটরিয়াল লেখাটা অনেক কঠিন একটি বিষয় । কয়েকবার শুরু করব করব ভেবেও ওয়েব এর নানা কাজে আর লেখা হয়ে উঠেনি । আশা করি আপনি থেমে যাবেন না । চালিয়ে যান ,আপনার জন্য অনেক অনেক শুভকামনা । ধন্যবাদ