প্রিয় টেকটিউনের টিউনার বন্ধুরা, আশা করি সকলে ভাল আছেন। আজ অনেকদিন পরে আমি আপনাদের মাঝে হাজির হলাম। সামনে এক্সামের প্রস্তুতি নিনে অনেক ব্যাস্ততার মধ্যে দিন কাটছে। তাই নেটের কানেকশনও বন্ধ রেখেছি। পরিক্ষার জন্য হয়তো অনেকদিন অনলাইনে আসা হবে না। তবে কথা দিচ্ছি, মাঝে মাঝে সময় পেলেই অবশ্যই আপনাদের মাঝে হাজির হব কোন একটা টিউন নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আজকের মুল টিউনে চলে যাওয়া যাক
সবচেয়ে সহজ পদ্ধতিতে আজ করছি ৭ম পর্ব। আজ আমি আপনাদের দেখাব কিভাবে ওয়েবনোড ফ্রী বিল্ডার দিয়ে তৈরী সাইটে কমেন্ট বক্স যুক্ত করতে পারেন।
আপনারা নিশ্চই দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটে হোমপেজে বা অন্য যেকোন পেজে প্রবেশ করলে পেজের নিচের দিকে একটি কমেন্ট বক্স দেখা যায়, যেখানে ভিজিটররা তাদের কমেন্ট সেই ওয়েবসাইটে ছেড়ে যায়। এতকরে সাইটের এডমিন ও অন্যান্নরা সাইটটি সম্পর্কে ভাল লাগা, চাওয়া পাওয়া ও বিভিন্ন ধরনের অভিযোগ সম্পর্কে অবগত হতে পারেন। চাইলে আপনিও আপনার ওয়েবসাইটে এই ধরনের কমেন্ট বক্স যুক্ত করতে পারেন।
আপনার সাইটে এই ধরনের কমেন্ট বক্স যুক্ত করতে আপনার সাইটে প্রথমে এডমিন মুডে প্রবেশ করুন। এবার যেই বিবাগে বা পেজে কমেন্ট বক্স দিতে চান সেই পেজে প্রবেশ করুন। আমি ধরে নিলাম আপনি হোম পেজেই কমেন্ট বক্স যুক্ত করবেন। তাহলে হোম্পেজে এসে উপরে Forum লেখার উপরে ক্লিক করুন।
একটি বক্স আসবে।
এখানে লেখুন ‘ মন্তব্য করুন’ অথবা ‘ আপনার মন্তব্য প্রকাশ করুন’। তারপর ওকে করুন। দেখুন নিচে আপনার কমেন্ট বক্স চলে এসেছে। এখানে ভিজিটররা তাদ্র নাম ও সাব্জেক্ট লিখে কমেন্ট করতে পারবে।
এছাড়াও আপনি চাইলে আপনার সাইটে ফেসবুক কমেন্ট বক্সও যুক্ত করতে পারেন।
এক্ষেত্রে ভিজিটরদের তাদের ফেসবুক আইডিতে লগইন করা অবস্থায় এখানে কমেন্ট করতে পারবে। এক্ষেত্রে এখানে কমেন্টকারীর নাম ও ছবি সহ কমেন্ট লিপি বদ্ধ থাকবে। আপনি যদি মনে করেন যে, আপনার সাইটে কমেন্ট বক্স দেওয়াতে স্পামিং বেশি হচ্ছে তাহলে আপনি এই সিস্টেম এপ্লাই করতে পারেন। তাহলে আপনি কমেন্টকারীর ছবিসহ পরিচয় দেখতে পারবেন। এতে স্পামিং অনেকাংশে কমে আসবে। তাহলে আসুন দেখা যাক কিভাবে এই ধরনের কমেন্ট বক্স যুক্ত করা যায়।
উপরে কন্ট্রোল বক্সে Widgets>Facebook Comments এ ক্লিক করুন।
একটি বক্স আসবে, এখানে নাম্বার অফ কমেন্ট ডিস্প্লেইড বক্সে কতগুলো কমেন্ট একসাথে দেখা যাবে তা দিন। এক্ষেত্রে আমি দিলাম ৬।
তারপর ওকে বাটনে ক্লিক করুন। দেখুন আপনার কমেন্ট বক্স হাজির হয়ে গেছে। আশা করি সকলে করতে পারবেন। কারো কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর পোস্টটি আপনাদের ভাল লাগলে অবশ্যই মন্তব্য করতে ভূলবেন না।
আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভাল থাকবেন। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
ধন্যবাদ ভাই দারুন হয়েছে । দোয়া রইল আপনার জন্য ।