ভালো লাগা কিছু WordPress Plugin

একটা উদ্দেশ্যকে (হয়ত মহৎ 😛 ) সামনে রেখে এ বছরের শুরুতে আমি আর নিওফাইট WordPress এ হাত পাকানো শুরু করি। অনেক ঝক্কি ঝামেলার পর একটা সাইট বানিয়েই ফেলি। তারপর শুরু করলাম WordPress এর Plugin এর মহাসাগরে ডুবসাঁতার। অগণিত Plugin এর মাঝখান থেকে কোনটা ছেড়ে কোনটা নিব, এ নিয়ে দ্বন্দে পরে যাই। যাই হোক, এতদিনে কিছু মনের মত Plugin পেয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার সাঁতার কিন্তু এখনো শেষ হয়নি। হবে কি করে? এ মহাসাগরের যে কোন কিনারা পাওয়া ভার।

Plugin গুলো এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন WordPress 3.3.1 এ টেস্ট করা।

তো শুরু করা যাক-

Easy imgur.com post images

Requires: 2.8 or higher

Last Updated: 2010-10-11

Downloads: 505

Average Rating: 0/5

Author: Chris McCoy
রেটিং দেখে ঘাবড়াবেন না। মূলত ব্যান্ডউইথের ঝামেলা এড়াতেই এ Plugin টি খুজে বের করি। যেহেতু আমরা শুধু মাত্র হাত পাকানোর জন্য ফ্রি হোস্টিং এ কাজ করছি, তাই পোস্টে ছবি সংক্রান্ত ব্যান্ডউইথ যেন খুয়াতে না হয় সেজন্য এই Plugin।
Install করার পর Upload Media অপশনে imgur.com Uploader নামে একটি আলাদা Tab যুক্ত হবে। ফলে এর মাধ্যমে আপনি পোস্টের ছবিগুলো আপনার সাইটে আপলো্ড না করে imgur এর সাইটে সরাসরি আপলোড করতে পারবেন।
তবে imgur.com সাইটে যেমন সবগুলো ছবিকে একবারে আপ্লোড করা যায়, এ Plugin টিতে একটি একটি করে আপলোড করতে হবে। অর্থাৎ, ওয়ার্ডপ্রেসের Media Upload এর একটু ছোয়া পাবেন আরকি 😉 ।

AjaxChat

Requires: 3.2.1 or higher

Last Updated: 2011-9-4

Downloads: 9,196

Average Rating: 3.5/5

Author: Payden Sutherland

Plugin টি Install করলে আপনার ব্লগের নিচে 20 pixel উচ্চতার Chat Bar যুক্ত হবে। যারা চান তার ব্লগ ভিজিটরদের সাথে Interaction তৈরি করতে তারা এই Chat Plugin টি ব্যবহার করতে পারেন। অন্যান্য Chat Plugin এর তুলনায় এটি বেশ Light-weight এবং পেজ লোড হওয়ার টাইমকে তেমন ইফেক্ট করে না। এতে নেই Login করার ঝামেলা; যে আপনার ব্লগে আসবে সে সরাসরি চ্যাটে যুক্ত হয়ে যাবে।

Artiss YouTube Embed

Requires: 2.9 or higher

Last Updated: 2011-11-26

Downloads: 120,444

Average Rating: 4/5

Author: dartiss

পোস্টে YouTube Video যোগ করার জন্য ছোট এ Plugin টি ব্যবহার খুব সহজ। Install করার পর প্রয়োজন মত সেট-আপ করে নিলেই হয়ে যায়। রাইটিং প্যানেলে নতুন একটি YouTube লোগো যুক্ত হয়। শুধু মাত্র লোগোটি ক্লিক করুন আর video এর লিংকটি বসিয়ে দিন ব্যস।

Category & Page   I c o n s

Requires: 2.7 or higher

Last Updated: 2011-7-7

Downloads: 42,932

Average Rating: 4.5+/5

Author: wpdevelop
এই Plugin এর সাহায্যে Category/বিভাগের জন্য Icon দিতে পারবেন যা Sidebar এ প্রদর্শিত হবে। এটা তেমন কোন দরকারী Plugin নয়, তবে আপনার ব্লগ ভিজিটরদের তাদের পছন্দনীয় বিভাগটি খুঁজে বের করতে কিছুটা হয়ত সাহায্য করবে।
Plugin টি Install করার পর Dashboard এ Icon নামে নতুন একটি ট্যাব যুক্ত হবে যেখান থেকে আপনি যখন খুশি তখন Icon যুক্ত করতে বা বাদ দিতে পারবেন। আর হ্যাঁ, Icon গুলো 16x16 pixel এর হওয়ায় আশা করি পেজ লোড হওয়ার টাইম তেমন হেরফের হবে না।

Custom About Author

Requires: 3.2.1 or higher

Last Updated: 2011-12-2

Downloads: 2,857

Average Rating: 5/5

Author: edwinkwan

এ Plugin টি Install করলে পোস্টের শেষে লেখক সম্পর্কে কিছু তথ্য প্রদর্শিত হবে অবশ্য যতটুকু তিনি চান। চাইলে আপনি আপনার Facebook, Twitter, Google ও LinkedIn প্রোফাইলের লিংকও যুক্ত করতে পারবেন।

আরো কিছু Plugin দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু একবারে বেশি লিখতে আমার আলসেমি লাগে। ওগুলো নিয়ে না হয় আরেক দিন।

ধন্যবাদ

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবগুলোই খুব কাজের।আমাকেও ওয়ার্ডপ্রেস এখন ঘুতাইতে হচ্ছে…ওয়ার্ডপ্রেসে যে এত মজা আগে বুঝি নাই…

প্লাগিন গুলা তো চরম। 🙄

প্লাস + + :mrgreen:

চরম!!! :mrgreen:

খুবই ভালো হইছে । গত ১ মাস ধরে আমিও গুতাইতেসি ওয়ার্ড প্রেস নিয়া । এত বিশাল সাগরের মধ্য এত গুলু প্লাগ ইন্স সবগুলুই ব্যবহার করতে ইচ্ছা করে । তারপরও কিছু বাছাই করছি অনেক কষ্ট কইররা । ধন্যবাদ ভালো একটি টিউনের জন্য । তাড়াতাড়ি আর একটা করে ফেলো

অচাম অচাম!!!
বিজ্ঞাপনের প্রতি সম্মান জানানোটা কিন্তু জোশ হইসে 😉
প্রিয়তে লইলাম।

ভাই, জটিল লাগলো। আরও নতুন কিছু তথ্যের আশাই রইলাম………

বিজ্ঞাপনের সম্মানে আপনার সাথে একাত্মতা প্রকাশ করি 😛 । আমি একটা প্লাগীনদেই যেটার মাধ্যমে আপনি কোন ক্লিক টিক না করেই ইউটিউব ভিডিও এমবেড করতে পারবেন। শুধু ভিডিও ইউআরএলটা কপি পেস্ট করলেই অটো ভিডিও এমবেড হবে। প্লাগীনটার নাম হল, ” “। আরেভাই ভিডিও এমবেড করতে প্লাগীন লাগে নাকি? লিঙ্কটা পোস্টে/পেইজে দিয়ে দিলে ওয়ার্ডপ্রেস নিজেইতো এটা করে নিতে পারে। আপনি কেন এত কষ্ট করবেন?

    @আদনান: 😛 জিনিসটা জানা ছিল না।প্লাগইনটা দেখে মনে করেছিলাম কোন প্লাগইন ছাড়া বোধহয় এম্বেড করা যায় না। এখনতো মনে কইতাছে এইডার দেভলপাররে ধইরা পিডাই- হুদাই আমারে কষ্ট করাইল। ধন্যবাদ 😉