একটা উদ্দেশ্যকে (হয়ত মহৎ 😛 ) সামনে রেখে এ বছরের শুরুতে আমি আর নিওফাইট WordPress এ হাত পাকানো শুরু করি। অনেক ঝক্কি ঝামেলার পর একটা সাইট বানিয়েই ফেলি। তারপর শুরু করলাম WordPress এর Plugin এর মহাসাগরে ডুবসাঁতার। অগণিত Plugin এর মাঝখান থেকে কোনটা ছেড়ে কোনটা নিব, এ নিয়ে দ্বন্দে পরে যাই। যাই হোক, এতদিনে কিছু মনের মত Plugin পেয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার সাঁতার কিন্তু এখনো শেষ হয়নি। হবে কি করে? এ মহাসাগরের যে কোন কিনারা পাওয়া ভার।
Plugin গুলো এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন WordPress 3.3.1 এ টেস্ট করা।
তো শুরু করা যাক-
Requires: 2.8 or higher
Last Updated: 2010-10-11
Downloads: 505
Requires: 3.2.1 or higher
Last Updated: 2011-9-4
Downloads: 9,196
Author: Payden Sutherland
Plugin টি Install করলে আপনার ব্লগের নিচে 20 pixel উচ্চতার Chat Bar যুক্ত হবে। যারা চান তার ব্লগ ভিজিটরদের সাথে Interaction তৈরি করতে তারা এই Chat Plugin টি ব্যবহার করতে পারেন। অন্যান্য Chat Plugin এর তুলনায় এটি বেশ Light-weight এবং পেজ লোড হওয়ার টাইমকে তেমন ইফেক্ট করে না। এতে নেই Login করার ঝামেলা; যে আপনার ব্লগে আসবে সে সরাসরি চ্যাটে যুক্ত হয়ে যাবে।
Requires: 2.9 or higher
Last Updated: 2011-11-26
Downloads: 120,444
পোস্টে YouTube Video যোগ করার জন্য ছোট এ Plugin টি ব্যবহার খুব সহজ। Install করার পর প্রয়োজন মত সেট-আপ করে নিলেই হয়ে যায়। রাইটিং প্যানেলে নতুন একটি YouTube লোগো যুক্ত হয়। শুধু মাত্র লোগোটি ক্লিক করুন আর video এর লিংকটি বসিয়ে দিন ব্যস।
Requires: 2.7 or higher
Last Updated: 2011-7-7
Downloads: 42,932
Requires: 3.2.1 or higher
Last Updated: 2011-12-2
Downloads: 2,857
এ Plugin টি Install করলে পোস্টের শেষে লেখক সম্পর্কে কিছু তথ্য প্রদর্শিত হবে অবশ্য যতটুকু তিনি চান। চাইলে আপনি আপনার Facebook, Twitter, Google ও LinkedIn প্রোফাইলের লিংকও যুক্ত করতে পারবেন।
আরো কিছু Plugin দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু একবারে বেশি লিখতে আমার আলসেমি লাগে। ওগুলো নিয়ে না হয় আরেক দিন।
ধন্যবাদ।
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবগুলোই খুব কাজের।আমাকেও ওয়ার্ডপ্রেস এখন ঘুতাইতে হচ্ছে…ওয়ার্ডপ্রেসে যে এত মজা আগে বুঝি নাই…