বন্ধুরা, গতপর্বে আমরা জেনেছিলাম, associative array সম্পর্কে। আসুন আজ আমরা এর প্রয়োগ দেখি।
নিচের কোডটি লক্ষ্য করুন।
<html> <head> <title></title> </head> <body> <?php $xm=array("food"=> " rice " , "name"=> " choyon " , "wrk"=>"eat" ); echo $xm['name'] . $xm['wrk'] . $xm['food'] ; ?> </body> </html>
এর আউটপুট হবে নিচের মত।
আসুন কোডটি বিশ্লেষন করে দেখি। এখানে
$xm=array("food"=> " rice " , "name"=> " choyon " , "wrk"=>"eat" );
এর মাধ্যমে $xm নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এটি অ্যারে হিসেবে ডিক্লেয়ার হয়েছে এতে এসাইন করা মানগুলোকে array() ফাংশন ব্যবহার করে এসাইন করার ফলে।
array() ফাংশনের মধ্যে "food"=> " rice " দিয়ে বোঝানো হচ্ছে, $xm ভেরিয়েবলে "food" নামের প্রকোষ্ঠ থাকবে আর তাতে "rice" নামের একটি ডাটা থাকবে। ঠিক এভাবে " rice " , "name"=> " choyon " , "wrk"=>"eat" লেখাগুলো কাজ করবে।
echo $xm['name'] . $xm['wrk'] . $xm['food'] ;
কোডটি কিভাবে কাজ করছে তাতো নিশ্চয়ই বুঝতে পারছেন।
এইতো। এই হল আমাদের associative array. ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমাকে একটু হেল্প করতে পারবেন ? আমাকে বলতে পারবেন কোন ওয়ে, যা দিয়ে আমি SQL বা এইরকম কোন ডাটাবেজ ব্যবহার না করে ডাটাবেজ এ্যাপ তৈরি করতে পারবো ? যেমন : একটি ফোল্ডার থেকে ফাইল খুঁজে তার নাম দেখাবে এবং সেই নামে ক্লিক করলে সেই ফাইলের ভিতরের লেখাগুলো দেখাবে। 🙂 সার্চিং সুবিধা থাকলে আরও ভালো হবে।