আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ স্লো – কারন গুলো জেনে নিন ।

সবাইকে অনেক অনেক সুবেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করছি । এবং আমার যে সকল পোস্টের এর জন্য টেকটিউন্সকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তার জন্য আবার ও দুঃখিত ।

আজ যেটা নিয়ে লিখছি তা হল আমাদের সকলের বা বেশিরভাগ ওয়ার্ডপ্রেস কে ব্লগিং প্লাটফর্ম হিসেবে ব্যাবহার করি । তাই আমরা চাই আমাদের সাইট গুলো যেন স্লো না হয় এবং ভিসিটর এর কাছে মাথা ব্যাথার কারন না হয়ে দাড়ায় । এখানে প্রথম যেই সমস্যাটি তা হল আপনার ব্লগ বা সাইট যদি স্লো হয় তাহলে ভিসিটর আপনার সাইট এ ভিসিট বন্ধ করে দিবে আর আরেকটি কথা যেটি আপনারা সকলেই জানেন ভিসিটর একটি ব্লগ এর প্রান । আর আজকের এই পোস্ট টি লিখার কারন হল অনেক ব্লগার রা এই সমস্যার স্মমুখিন হচ্ছেন এবং জানেন না তার করা উচিত ?

 

 

 

 

যে সকল কারনে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ লোডিং হতে বেশি টাইম নিতে পারে তা দেখে নিন ঃ

১ ওয়ার্ডপ্রেস প্লগিন ঃ ওয়ার্ডপ্রেস প্লগিন হচ্ছে এর প্রথম ও অন্যতম কারন । আপনার সাইট যদি অনেক আজবাজে প্লাগিন এ ভরপুর হয় তাহলে আপনার সাইট লোড হতে অনেক বেশি টাইম নিবে । কারন সকল প্লাগিন একের পর এক লোড হবে এবং সব গুলো লোড শেষ হওয়ার পর আপনার সাইট ঠিক ভাবে চালু হবে । আর আরেকটি কারন হল আপনার ব্লগ এ নতুন নতুন ইফেক্ট আনার জন্য আপনারা প্লাগিন ব্যাবহার করেন তাই এর থেকে নিস্তার পাওয়ার উপায় হল আপনি শুরু করে দিন কোডিং । আর কমিয়ে ফেলুন প্লাগিন এর ব্যাবহার । এবং অপ্রয়োজনীয় প্লাগিন ডিলেক্ট করে দিন 🙂

২ ওয়ার্ডপ্রেস ডাটাবেস ঃ যখন কোন পোস্ট করা হয় , মুছা হয় বা অন্য কোন আপডেট করা হয় তখন তা কিছু জায়গা রেখে যায় । যা কিছু বাইট খেয়ে ফেলে বা রেখে যায় । যার ফলে যখন ওয়ার্ডপ্রেস লোড হয় তখন তার পারফরমেন্স এ ইফেক্ট করে এবং লোড হতে সমস্যা সৃষ্টি করে 🙂 যা আপনার ডাটাবেস এ ও সমস্যা করে ।

৩ আপগ্রেড ঃ সব সময় আপনার প্লাগিন এর লেটেস্ট ভারশন ব্যাবহার করুন । কারন আগের ভারশন গুলোতে যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তা পরের ভারশন এ ঠিক করা হয় এবং এতে কোন ফাইল কোরাপ্টেড থাকলে তা ঠিক হয়ে যায় । তাই সব সময় আপডেট ভারশন ব্যাবহার এর চেস্টা করুন এবং কোন প্লাগিন আপডেট দেয়ার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে নিবেন 🙂

৪ হোস্টিং প্রোভাইডার ঃ এটি অন্যতম আরেকটি কারন । এখন আমি যা যা বলেছি তার সব যদি আপনারা করে থাকেন তাহলে কেবল এই একটি কারন এ বাকি যা আপানার সাইট কে স্লো করে দিচ্ছে । আপনি যেই হোস্টিং প্রোভাইডার এর হোস্টিং ব্যাবহার করেন তার কারনে তাই আপনি আপনার সাইট এর জন্য ভাল কোন কোম্পানি এর হোস্টিং ব্যাবহার করুন ,হোস্টিং নেওয়ার আগে রিভিউ দেখে নিন । আমাদের সালেহ ভাই এর হোস্টিং ও ব্যাবহার করতে পারেন । 🙂 হোস্টিং এর কারনে আপনার সাইট যেখানে ২-৫ সেকেন্ড নেওয়ার কথা সেখানে ১৫-২০ সেকেন্ড বা তার বেশি ও নিতে পারে ।

 

সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পড় লিখলাম আশা করি ভাল লাগবে আপনাদের । লিখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম । মাহবুব ভাই কে ধন্যবাদ আবার আগ্রহ দেও্যার জন্য 🙂 সবাই ভাল থাকবেন এবং দোয়া করবেন  আমার জন্য 🙂

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপকারী কয়েকটি টিপস।

ধন্যবাদ ফিরে আসার জন্য। 🙂

    @সাইফুল ইসলাম:

    ধন্যবাদ সাইফুল ভাই 🙂 আসছেন তো চট্রগ্রাম এ ? আপনাকে কিন্তু আমার দরকার । আমার ব্ল্যাকবেরি তে ইন্টারনেট সেটিং কইরা দিতে হইব 😀

Level 0

সমাধান দিয়ে দিলে সবাই আরো উপকৃত হতো। বেশ ভাল টিউন … 🙂

    @নীল:

    হে হে সমাধান আপনারা দিবেন আমি কই পামু সমাধান আমি তো খালি সমস্যা আর সমস্যা 😀

      Level 0

      @সিনবাদ: হা হা , ওকে এটার সমাধান নিয়ে আমার মেগা টিউনের জন্য অপেক্ষা করো। 🙂

খাইসে মেগা টিউন ? 😀 অপেক্ষার প্রহর গুনছি 🙂 কইসিলাম না একবার ব্লগিং শুরু করলে আর ছারতে পারবেন না । 😀

নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা অনেক উপকৃত হবে।ধন্যবাদ শেয়ারের জন্য।

নাইম ধন্যবাদ ভাই 🙂

ধন্যবাদ