[ সবাই কেমন আছেন ? আমি বাংলা টিউটরিয়াল আর লিখব না বলেও না লিখে থাকতে পারি নাই,যারা টিউটোরিয়াল লিখতে বলেছিলেন আশা করি এই টিউন তাদের কাজে লাগবে ]
সবাই বলে আমার সাইট নিরাপদ আমিও বলি নিরাপদ।তবে আপনার সাইটের নিরাপত্তার সাথে জড়িত খুটিনাটি কিছু বিষয় থাকে যা জানা সব সাইট এডমিনদের জন্য জরুরী।
যেমন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-content ডিরেক্টরি যদি সবাই একসেস করতে পারে তবে তা আপনার জন্য ক্ষতিকর।কেননা কোন একসময় আপনার ইউজ করা কোন প্লাগিনে বাগ থাকলে আপনার পুরো ডিরেক্টরি খুব সহজেই একসেস করা যাবে।
তাই প্রয়োজন wp-content ডিরেক্টরি সিকিউর রাখা।
যেভাবে বুঝবেন আপনার wp-content ডিরেক্টরি খোলা আছে
ব্রাউজারে টাইপ করুন http://sitename.com/wp-content/uploads/2011/12/
এবার নিচের ছবিটি দেখুন যা দেখাবে।
যদি এই রকম দেখায় তবে বুঝতে হবে আপনার wp-content ডিরেক্টরি সবাই একসেস করতে পারে।
এবার এটি যেভাবে বন্ধ করবেন
নিচের ছবি দেখে নিন
প্রথমে নিজের সার্ভারে/সি প্যানেলে লগিন করুন এবার নিচের ছবিতে দেখানো অপশনে প্রবেশ করুন
আপনাকে index manager এ প্রবেশ করতে হবে
এবার আপনি Web Root (public_html/www) সিলেক্ট করে Go বাটনে ক্লিক করে প্রবেশ করুন।
এবার যা দেখতে পাবেন।
এবার আপনি wp-content এ ক্লিক করেন
এখন No Indexing এ ক্লিক করেন এবার কাজ শেষ।
এবার আবার http://sitename.com/wp-content/uploads/2011/12/
ব্রাউজ করে দেখুন আর আগের মত দেখাবে না
ভালো লাগলে কমেন্টস দিতে ভুলবেন না।
এই টিউনটি আগে টিউটরিয়ালবিডিতে প্রকাশ কা হয়
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
ভাইয়া আমার কাজে লাগবে আপনাকে অনেক ধন্যবাদ