যদি আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চান বা অনলাইনে একটি ব্যবসার শুরু করতে চান, তবে প্রথমেই আপনার ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রকাশ করতে পারেন এবং ব্যবহারকারীদের এটি অ্যাক্সেস করতে দিতে পারেন।
ডোমেইন (Domain) একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত, ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস (IP Address) থাকে। যেমনঃ 106.22.159.180 সাধারণত আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়। এছাড়া এক বা একাধিক কম্পিউটার কে ইন্টারনেট এ চেনার জন্যও ডোমেইন নাম ব্যবহার করা হয়।
ওয়েব হোস্টিং হলো একটি সেবা যা ওয়েবসাইটগুলির উন্নত কর্মকাণ্ডগুলির জন্য স্বচ্ছন্দে স্থান এবং সংস্থান প্রদান করে। সাধারণত একটি ওয়েবসাইটকে অনলাইনে অ্যাক্সেস করার জন্য ওয়েব হোস্টিং প্রয়োজন হয়। ওয়েব হোস্টিং সম্পর্কিত কোম্পানিগুলি সার্ভারগুলি মেরে ধরে রাখে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েবসাইটগুলির ডেটা প্রদান করে। এই সেবা ওয়েবসাইটগুলি একটি ওয়েব সার্ভারে স্থানান্তর করে, যা সাধারণত সরবরাহকারী কোম্পানিগুলি পরিচালনা করে। একটি ওয়েব হোস্টিং প্রদানকারী কোম্পানি সাধারণত সার্ভারের পরিচালনা, নিরাপত্তা, সংগ্রহ ও ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা প্রদান করে, যা ওয়েবসাইটের সঠিক পরিচালনা ও অভিজ্ঞতা নিশ্চিত করে।
ডোমেইন হোস্টিং কিভাবে অর্ডার করতে হয় তা নিচের ধাপসমূহ অনুসরণ করতে পারেন:
বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি একই সাথে মাসিক ও বাৎসরিক প্যকেজ - আপনার বাজেট মোতাবেক মাসিক ও বছর উভয় ভিত্তিতে হোস্টিং সার্ভিস কিনতে পারেন। যে কোন সময় ডিস্ক স্পেস ও ব্যান্ড উইথ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমরাই দিচ্ছি Complete Website Solution*- ওয়েবসাইট ডিজাইনিং সার্ভিস, Weekly backup - ফলে ওয়েবসাইট হ্যাক হলেও আপনার ডাটা থাকবে সুরক্ষিত। ডোমেইন হোস্টিং কেনার উপায়।
হোস্ট সেবা বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ওয়েব হোস্টিং কোম্পানি যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ হোস্টিং কোম্পানির একটি উদাহরণ। হোস্ট সেবা সকল প্রকার হোস্টিং পরিষেবা প্রদান করে, যার মধ্যে ডোমেইন রেজিস্ট্রেশন, শেয়ারড হোস্টিং, BDIX হোস্টিং, রিসেলার হোস্টিং, বিজনেস ইমেইল, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS) সহ অন্যান্য সুযোগ রয়েছে। হোস্ট সেবা পরিষেবার মান উচ্চ এবং সেরা সিকিউরিটি সম্পন্ন।
এখন আসুন দেখে নেই কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করতে হয়। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি ডোমেইন হোস্টিং প্যাকেজটি অর্ডার করতে পারবেন: How to buy domain hosting in Bangladesh.
প্রথমে আপনার ব্রাউজার থেকে http://www.hostseba.com এই ওয়েবসাইটিতে ভিসিট করুন। এর পর ওয়েবসাইট এর মেনু বার এর দিকে লক্ষ করুন। মেনু বারে Web Hosting সেকশন থেকে বিভিন্ন হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন Shared Hosting, Reseller Hosting, সেখান থেকে আপনার পছন্দ মতো একটি হোস্টিং প্যাকেজ নির্বাচন করুন। তবে আপনি যদি শুধু মাত্র ওয়েব সাইটের জন্য হোস্টিং নিতে চান তাহলে শুরুতে Shared Hosting দিয়ে শুরু করুন। এতে আপনার অনেক টাকা সাশ্রয় হবে।
Shared Hosting সেকশন থেকে আরও অনেক হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন যেমন BDIX Cheap Hosting, BDIX Premium Hosting, USA Cheap Hosting, USA Premium Hosting ইত্যাদি। আপনি যদি বুঝতে না পারেন কোন হোস্টিং প্যাকেজ নিবেন তাহলে আপনাকে আগে জানতে হবে আপনার ওয়েবসাইটে যারা ভিসিট করবে বা ভিসিটর হবে তারা কোন দেশের বেশি হবে। আপনার ওয়েবসাইটের ৭০% এর বেশি ভিসিটর যদি বাংলাদেশের হয় তাহলে আপনার জন্য BDIX Hosting সব চাইতে ভালো হবে। কারন BDIX Hosting এর সার্ভার লোকেশন বাংলাদেশ। এতে বাংলাদেশ থেকে যারা আপনার ওয়েবসাইতে ভিসিট করবে তারা ২০০ গুন বেশি ওয়েবসাইট স্পীড পাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে কোন ভিসিটর BDIX Hosting হোস্ট করা কোন ওয়েবসাইটে ভিসিট করতে পারবে কি না বা স্পীড কেমন পাবে। উত্তর হ্যাঁ বাংলাদেশের বাইরে যে কোন দেশ থেকে BDIX Hosting এ হোস্ট করা ওয়েবসাইটে ভিসিট করতে পারবে। আর গতি হবে আপনি যদি USA সার্ভারে হোস্ট করা কোন ওয়েবসাইটে বাংলাদেশ থেকে ভিসিট করলে যেমন স্পীড পান ঠিক একই রকম স্পীড USA থেকে পাবে BDIX Hosting এ। আর আপনার ওয়েবসাইটের ভিসিটর যদি USA বেশি হয় তাহলে USA সার্ভার এর হোস্টিং নিবেন।
সাজেশনঃ আপনি যদি অনলাইনে কেনা কাটার জন্য কোন ওয়েবসাইট (E-commerce), নিউজ পোর্টাল ওয়েবসাইট, এফিলিয়েট মার্কেটিং বা অনেক ভিসিটর হবে এমন কোন ওয়েবসাইট করতে চান তাহলে আমাদের Premium Hosting সব চাইতে ভালো হবে। আর যদি আপনার ওয়েবসাইটের ভিসিটর যদি খুব বেশি না হয় তাহলে আমাদের যে কোন Cheap Hosting প্লান নিতে পারেন।
যেহেতু আমার ওয়েবসাইতে ৭০% এর বেশি ভিসিটর বাংলাদেশের এবং খুব বেশি ভিসিটর হবে না তাই আমি একটি চিপ হোস্টিং প্যাকেজ অর্ডার করবো।
আপনাদের বলে রাখা ভালো আমাদের সকল চিপ হোস্টিং প্যাকেজ ডিস্কাউন্ট চলছে তাই এখান থেকে অর্ডার করলে কোন ডিস্কাউন্ট পাওয়া যাবে না। ডিস্কাউন্ট পেতে হবে আমাদের ওয়েবসাইটের উপরে Offers নামে একটা অপশন পেয়ে যাবেন। Offer থেকে অর্ডার করলে ডিস্কাউন্ট পাবেন। তাই আমি Offer এ প্রবেশ করছি।
Offar এর পেজে ভিসিট করলে নিচের দিকে আসলে আমাদের হোস্টিং প্যাকেজ দেখতে পাবেন। এর পর আপনাকে প্রয়োজন মতো যে কোন একটি একটি হোস্টিং প্যাকেজ বাছাই করতে হবে।
আপনি যে কোন হোস্টিং প্যাকেজ চাইলে সর্বোচ্চ ৩ বছরের জন্য নিতে পারবেন। আর ৩ বছরের জন্য হোস্টিং প্যাকেজ নিলে ৩ বছরের জন্য ডিস্কাউন্ট পাবেন। তবে ৩ বছরের পর রিনিউ এর সময় কোন ডিস্কাউন্ট পাবেন না। তাই এক বছরের জন্য না নিয়ে ৩ বছরের জন্য নেয়াটা বেশি লাভ জনক।
আমাদের হোস্টিং প্যাকেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হোস্টিং প্যাকেজ এর নিচে দেয়া Compare all plans এ ক্লিক করুন। এর পর যে হোস্টিং প্যাকেজটি নিতে চান সেই হোস্টিং প্যাকেজে Order Now বাটনে প্রেস করুন। আমি 10 GB হোস্টিং প্যাকেজ ৩ বছরের জন্য নিয়ে দেখাবো তাই এই হোস্টিং প্যাকেজটিতে Order Now বাটনে প্রেস করছি। এর পর পরবর্তী ধাপ অনুসরন করুন।
পরবর্তী ধাপে একটি নতুন পেজ দেখতে পাবেন। এখানে ৩ টি অপশন পাবেন
প্রথমে Register a new domain এর অপশনটিতে আপনি একটি নতুন ডোমেইন নাম কিনতে ব্যবহার করবেন।
দ্বিতীয় Transfer your domain from another register এই অপশনটিতে যদি আপনার বর্তমানে কোন ডোমেইন অন্য কোম্পানি থেকে নেয়া থাকে তাহলে সেই ডোমেইনটি আপনি যদি HostSeba তে ট্রান্সফার করে নিয়ে আসতে চান তাহলে দ্বিতীয় অপশনটি বাছাই করুন।
তৃতীয় I will use my existing domain and update my nameservers এই অপশনটি হলো আপনার যদি বর্তমানে কোন ডোমেইন থেকে থাকে সেটা HostSeba তে হোক বা অন্য কোন কোম্পানিতে হোক আপনি সেই ডোমেইনটি Name Server পরিবর্তন করার মাধ্যমে HostSeba হোস্টিং ব্যবহার করতে চান তাহতে এই অপশনটি বাছাই করুন।
এখানে আপনার ডোমেইন নামটি লিখে সার্চ করুন। তমে মনে রাখবেন কোন প্রকার www. বা https ব্যবহার করবেন না। যেমন শুধু আপনার ডোমেইন নাম yourdomain দিবেন এবং ডান পাশ থেকে আপনি কি ডোমেইন নিবেন সেটা বাছাই করুন।
আমি আমার ডোমেইন নেমটি লিখে সার্চ করছি। আপনারা ও ঠিক একই ভাবে আপনার ডোমেইন নামটী লিখে সার্চ করুন। আপনার ডোমেইন নামটী খালি আছে কিনা তা চেক করুন। যদি আপনার ডোমেইন নামটী খালি থাকে তাহলে আপনার ডোমেইন নামটী available দেখাবে। আর যদি খালি না থাকে তাহলে not available দেখাবে। not available দেখনো মানে হলো আপনার সার্চ করা ডোমেইনটি ইতি মধ্যে কেই কিনে নিয়েছে তাই সেই ডোমেইনটি আপনি নিতে পারবেন না। অন্য কোন ডোমেইন নিতে হবে যেটা এখনো কেউ নেই নি।
এর পর পরবর্তী ধাপে আপনার ডোমেইন নামটি যদি খালি দেখায় তাহলে এই রকম দেখতে পারবেন। এই রকম দেখালে আপনার ডোমেইনটি নিতে পারবেন। এর পর Add to Cart এ ক্লিক করুন।
এর পর ডোমেইন নামটী কনফার্ম করতে Continue প্রেস করুন।
এই ধাপে আপনি শুধু হোস্টিং প্যাকেজ এর দাম দেখতে পারবেন। এখানে অনেক এই দামকে ডিস্কাউন্ট দামের সাথে তুলনা করে দাম বেশি দেখে অনেকে ভুল করেন। আসলে এতা হোস্টিং প্যাকেজ রেগুলার দাম মানে এই দামটী রিনিউ এর সময় পে করতে হবে। মনে রাখবেন এখানে শুধু হোস্টিং প্যাকেজ এর দাম আছে ডোমেইন এর নাম উল্লেখ করা নেই। পরবর্তী পেজে ডোমেইন এর দাম ও এক সাথে পেয়ে যাবেন। পরবর্তী ধাপে যেতে হলে Continue প্রেস করুন।
এই ধাপে আপনি ২ টি অপশন পাবেন প্রথমটি ID Protection এর কাজ হল ডোমেইন অর্ডার করার সময় আপনি যে নাম থিকানা ব্যবহার করে ডোমেইন কিনলেন সেটা যে কেউ who is চেক করে দেখতে পারবে। আপনি চিইলে ID Protection এর মাধ্যমে সেটা গোপন রাখতে পারবেন। তবে ID Protection কিছু কিছু ডোমেইন এর সাথে ফ্রি পাবেন পাবেন আবার কিছু কিছু ডোমেইন এর জন্য কিনতে হবে। ID Protection এর দাম ৪০১ টাকা প্রতি বছর। তবে ID Protection না কিনলে ও কোন সমস্যা নেই। আপনি ID Protection ছাড়াই ডোমেইন ব্যবহার করতে পারবেন।
দ্বিতীয় Email Forwarding এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ওয়েব ইমেইল Forward করতে পারবেন। তবে এটী সব ডোমেইন এর জন্য সম্পূর্ণ ফ্রি। তাই এটি চেক মার্ক করে Continue প্রেস করছি।
এই ধাপে আপনার ডোমেইনটি সর্বোচ্চ ১০ বছরের জন্য কিনতে পারবেন। আপনি চাইলে আপনার ডোমেইনটি এক বারে ১ বছর পর্যন্ত কনতে পারবেন। মনে রাখনবেন একটি ডোমেইন সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কেনা যায়। ডান পাশের Order Summary থেকে আপনি ডোমেইন হোস্টিং কতো বছরের জন্য নিচ্ছেন তা দেখতে পারবেন, সাথে আজকে টোটাল কতো টাকা বিল প্রদান করতে হবে তা দেখতে পারবেন।
প্রথম ধাপঃ আপনার যদি বর্তমানে HostSeba তে কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে চাইলে Existing Customer Login সিলেক্ট করুন এবং আপনার আগের অ্যাকাউন্টে লগিন করে অর্ডার সম্পূর্ণ করুন।
দ্বিতীয় ধাপঃ এই ধাপে আপনার যদি HostSeba তে কোন অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে Create a New Account এই অপশন থেকে কিছু ইনফরমেশন দিয়ে অর্ডার সম্পূর্ণ করতে হবে। যেমন আপনার নাম, কোম্পনি এর নাম, আপনার থিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি। এবং অ্যাকাউন্ট করার সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে অর্ডার করছেন তা মনে রাখতে হবে তাই ইমেইল এবং পাসওয়ার্ড সংরক্ষন করুন। কারন এই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে HostSeba থেকে সাপোর্ট নিতে পারবেন এবং আপনার ডোমেইন হোস্টিং এর সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আর এই অ্যাকাউন্ট এর অ্যাক্সেস কারো সাথে শেয়ার করবেন না।
তৃতীয় ধাপঃ এই ধাপে আপনি চাইলে আপনার Google অ্যাকাউন্ট (Gamil) দিয়ে লগিন করতে পারেন। অথবা এই ধাপটি এরিয়ে যেতে পারেন।
চতুর্থ ধাপঃ কিভাবে সঠিক নিয়মে সব কিছু লিখবেন তা দেয়া হলো। তবে কেউ আমার দেয়া সব কিছু একই ভাবে দিবেন না। এখানে আপনার নিজের ইনফরমেশন দিবেন।
এই ধাপে আপনি চাইলে ডোমেইন এর জন্য উপরে দেয়া ইনফরমেশন ছাড়া আলাদা ইনফরমেশন ব্যবহার করতে পারেন। আলাদা ইনফরমেশন ব্যবহার করতে Add New Contact এ ক্লিক করুন। আর যদি উপরে একই ইনফরমেশন দিয়ে ডোমেইন কিনতে চান তাহলে Use Default Contact (Details Above) এই অপশনে ক্লিক করুন।
হোস্ট সেবা আপনাদের জন্য রেখেছে সকল ধরনের পেমেন্ট মেথড এর সুবিধা। এই অপশন থেকে আপনি কোন পেমেন্ট গেটওয়ে এর মধ্যমে পেমেন্ট করে ডোমেইন হোস্টিং কিনতে চান সেটি সিলেক্ট করুন। ধরুন আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করুন অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে নগদ সিলেক্ট করুন।
এখান থেকে নিচে দেয়া অপশন গুলো ভেরিফাই করুন। অর্ডার করার পূর্বে অবশই আমাদের টার্মস অফ সার্ভিস দেখে নিবেন। এর পর I have read and agree to the Terms of Service এই বক্সে চেক অথবা টিক মার্ক করে নিবেন। তারপর Checkout এই অপশন ক্লিক করে অর্ডার কমপ্লিট করুন।
ডোমেইন হোস্টিং অর্ডার করার পর এই ধনের একটি ইনভয়েস পাবেন যেহেতু আমি বিকাশ পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করে নিয়েছি। আপনারা চাইলে অর্ডার করার পর পেমেন্ট গেটওয়ে পরিবর্তন করে যে কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে বিল পে করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে পরিবর্তন করার জন্য নতুন করে অর্ডার করার কোন প্রয়োজন নেই। শুধু মাত্র পেমেন্ট গেটওয়ে থেকে গেটওয়ে পরিবর্তন করে নিবেন তাহলেই হবে।
আমি যেহেতু বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করে নিয়েছি এর পর বিকাশ এর Pay With Bkash এ ক্লিক করছি স্ক্রীন শটে দেখানো মতো।
কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন যা জানতে এই পোস্টটি দেখতে পারেন
পরবর্তী ধাপে বিকাশ এর সার্ভার এর অনলাইন পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখনে আপনার বিকাশ নাম্বার দিতে হবে যে বিকাশ নাম্বারের মাধ্যমে বিল প্রদান করতে চান।
আপনার বিকাশ নাম্বার দিয়ে Confirm প্রেস করার পর আপনার বিকাশ নাম্বারে একটা OTP ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে প্রবেশ করুন।
এর পরবর্তী ধাপে আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে Confirm প্রেস করুন। চিন্তার কিছু নেই আপনার বিকশ অ্যাকাউন্টের কোন সমস্যা হবে না। কারন এটা বিকাশ এর অনলাইন পেমেন্ট ব্যবস্থা। এই পেমেন্ট ব্যবস্থা ১০০% নিরাপদ।
বিকাশ পেমেন্ট সফল হলে আপনার ইনভয়েস পেইড দেখতে পারবেন। আপনার ইনভয়েস পেইড হওয়ার সাথে সাথে অটোমেটিক ডোমেইন হোস্টিং অ্যাক্টিভ হয়ে যাবে। এবং ডোমেইন হোস্টিং সকল ইনফরমেসন ইমেইলে পেয়ে যাবেন।
আপনি যে ইমেইল দিয়ে ডোমেইন হোস্টিং কিনেছেন সেই ইমেইলে লগইন করুন। তাহলে দেখতে পাবেন HostSeba থেকে অনেক গুলা ইমেইল পেয়েছেন। সেই ইমেইল এর মধ্যে New Account Information এই নামে একটা ইমেইল পাবেন। এই ইমেইলটিতে আপনার হোস্টিং এর সিপ্যানেল অ্যাক্সেস পেয়ে যাবেন।
ডোমেইন হোস্টিং কিনলে ইমেইল এর পাশা পাশি সকল আপডেট আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া আপনার ডোমেইন হোস্টিং রিনিউ এর সময় সকাল আপডেট আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন।
আশাকরি এই পোস্টটি আপনার কাজে দিয়েছে এবং ডোমেইন হোস্টিং অর্ডার করার বিষয়টা সহজ করে দিয়েছে। এর পর ও আপনার ডোমেইন হোস্টিং অর্ডার করতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Call: 01762396387 - 10 am to 9 pm (everyday)
Email: [email protected] - 10 am to 9 pm (everyday)
Ticket: 24/7 support
Facebook: http://www.facebook.com/hostseba.com
Youtube: http://www.youtube.com/hostseba.com
আমি হোস্ট সেবা ডট কম। CEO, HostSeba, Chuadanga। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hostseba is a prominent cloud and technology solutions company based in Bangladesh, specializes in delivering top-tier IT infrastructure services to enterprises. Founded in 2012, Hostseba offers lightning-fast dedicated and virtual servers, secure web hosting, business email hosting, and unwavering customer support, all backed by a 100% uptime guarantee. https://www.hostseba.com