একটি ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর ৩ মিনিটেই গুগলের ১ম পেজে চলে আসার গল্প

দেখলাম যে টেকটিউনে শেষ টিউন লিখেছিলাম ২৩ জুলাই। দীর্ঘ বিরতি দিয়ে আজ আবার লিখছি এই দীর্ঘ বিরতির কারণ নিয়েই।আগেই বলে নেই,আমি হয়তো খুব বেশি আমি,আমার এইগুলা বলব।সুতরাং বিরক্ত লাগার কারন হলে আগেই মাফ চেয়ে নিচ্ছি।

পেপারে ও ওয়েবে ওয়েবসাইট বানিয়ে টাকার বস্তা বাসায় নিয়ে আসার মতো চটকদার সব বিজ্ঞাপন দেখে নিজেই একসময় বিরক্ত(!) হয়ে একটা ব্লগ খুলে বসলাম!দেখি না ব্যাপারটা কেমন।হ্যা টেকটিউন ও অন্য কিছু বাংলা সাইটে বিভিন্ন অভিজ্ঞজনদের পোস্ট পড়েই সাহস করে শুরু করে আগানো শুরু করলাম জুলাই এর মাঝামাঝি থেকে।

এরপর থেকে টানা গত ২টা মাস ধরে পড়ে আছি ঐ সাইট নিয়ে

আর এই সাইট করা এবং তার বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করার জন্যই আজ আবার টেকটিউনে পোস্ট করছি। আজই কেন করছি?দেখলাম যে আজ ২ মাস পর এসে পরপর ২ টা ব্লগ লিখে পোস্ট করার আড়াই থেকে তিন মিনিটের মাথায় গুগলের প্রথম পেজে তা চলে আসছে আমার ব্লগ টাইটেলের সাথে কাছাকাছি শব্দ দিয়ে সার্চ করেই!আর টাইটেলের সাথে সঙ্গতিপূর্ণ শব্দের কথা বাদই দিলাম।

internet marketing

পথচলার শুরুতে অনেকের অনেক কথা জানলাম।এই সাইট,সেই সাইট,এই ফোরাম,ঐ ব্লগ পড়ে।এডসেন্স,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,কন্টেন্ট,লিঙ্ক আরো কতোকি!এখনো পড়ে যাচ্ছি প্রতিনিয়ত।সাফল্যের কত কাহিনী কত নিয়ম।কিন্তু আমার মাথায় শুরু থেকেই একটা কথা ঘুরপাক খাচ্ছিলো।গত ১২ বছর ধরে আমি নেটের সাথে আছি।আর গত ৫ বছরে এমন কোনো মাস নেই যেই মাসে ইন্টারনেটের পেছনে কোনো না কোনোভাবে কমপক্ষে হাজার দুয়েক টাকা ব্যয় করিনি।সুতরাং কিভাবে কি দিয়ে সাইট বানালে ভাল বা মানুষ কি চায় তা আমার অন্যদের কাছ থেকে শিখতে হবে কেন?

যাই হোক সাইট করেছি টাকা উপার্জনের চিন্তা মাথায় নিয়ে

সুতরাং আগে লাগবে ভিজিটর,সাইট র‌্যাঙ্ক ভালো করা,পরে টাকা।আর সাইটে ভিজিটর আনার জন্য প্রথম আলোর প্রথম পাতায় একদিন বিজ্ঞাপন দেবার জন্য গুগলের প্রথম পাতাটাই বেশি আকর্ষনীয় মনে হলো আমার কাছে।তারপর টাকার কথা।

advertise-here

টাকা আসবে কোত্থেকে?বিজ্ঞাপন থেকে।সুতরাং শুরুতেই টার্গেট করলাম আমেরিকান ভিজিটর।আমেরিকান ভিজিটর টার্গেট করে তো আর বসে থাকলে চলবে না।তাই না?এবার তাহলে দেখি আমি কি জানি।

  • আমি একটা আইটি পত্রিকায় সাংবাদিকতা করছি,বিজ্ঞান-প্রযুক্তির খুঁটিনাটি জানা লাগে কাজের জন্যই।
  • উইন্ডোজ টিপস ও হিডেন টুইকস বরাবরই আমার ধ্যান-জ্ঞ্যান,শখ-ভালোলাগা যেটাই বলি।
  • উইন্ডোজ সেভেন ব্যবহার করছি গত নভেম্বর’২০০৮ থেকেই।সুতরাং এইটা নিয়ে আমার ভালো ধারনা আছে।
  • চরম আগ্রহ ২০১২ সালে আসার কথা যার,সেই উইন্ডোজ ৮ কে নিয়ে।
  • ফর্মুলা ওয়ান আমার সবচেয়ে পছন্দের খেলা,মাইকেল শ্যুমাখার পছন্দের খেলোয়ার,ফেরারি পছন্দের টিম।
  • আগ্রহ আছে হলিউডের মুভি নিয়ে,বিশেষত হ্যারি পটার সবসময়ি ভাল লাগে।

এইবার আরকি?এইগুলাকে ঘেটেঘুটেই দেখিনা কিছু একটা করা যায় কিনা।

প্রথম পোস্ট উইন্ডোজ সেভেনের কম্পাটিবিলিটি নিয়ে একটা ত্রুটির

যেটি কিনা বের করে উইন্ডোজ সেভেন টপিকে নাম্বার ১ আনঅফিশিয়াল ওয়েবসাইট windows7news.com এ পাঠিয়েছিলাম লেখক হিসেবে একটা আবেদনপত্রের সাথে। ১০০% নতুন লিখা হতে হবে সেটাই ছিল শর্ত।এরপর থেকে আস্তে আস্তে শুরু।প্রথমদিকে উইন্ডোজ সেভেনের লেটেস্ট খবরাখবর দিয়েই চালাতে লাগলাম। আস্তে আস্তে ফর্মুলা ওয়ান,মাইকেল শ্যুমাখার,ফেরারি,হ্যারি পটার এন্ড দা হাফ ব্লাড প্রিন্স মুভি,উইন্ডোজ,এক্সপি,ভিসতা,ছোটোখাটো টিপস আর ডাউনলোড লিঙ্ক এসব দিয়েই চালানো।এবং হ্যা অবশ্যই উইন্ডোজ ৮।গর্বের সাথেই আমি বলব এখন পর্যন্ত পুরা নেট ঘেঁটে আপনি এই টপিকে যেসব সত্যিকারের খবর পাবেন তার সবই আমার সাইটে একসাথে আছে।

windows7nov7

এইতো গেলো কন্টেন্ট নিয়ে কথা।কন্টেন্ট কপি বা রিরাইট করে ব্লগিং (যেহেতু আমি নিউজকে বেশি গুরুত্ব দিয়েছি) করতে আর কতোক্ষণ?কাজ তো অন্য জায়গায়!আমার পেজের প্রচারনা।সারাক্ষন খেটে যাচ্ছি।যত সাইট,ফোরাম ডিরেক্টরি সম্ভব সব জায়গায় পোস্টিং।

এতো দিন ধরে এসব করে আজ মনে হয় তার সুফল পাচ্ছি।দেখলাম যে আমার ব্লগের প্রতিটা লিখাই বিশ্বের বড়বড় অনেক সাইটই সোর্স আর আমার নামসহ কপি করে,তাদের বিভিন্ন সেকশনে আমার সাইটকে রেফার করে।

আর গুগল?

প্রতি মিনিটেই আমাকে ভিজিটর দিচ্ছে।টপিক অবশ্যই উইন্ডোজ ৭ বা ৮।

আর গত কয়েকদিন ধরে দেখছি যে এমনো কিছু পেজ আছে(বাংলাদেশী টপিক নিয়ে লিখা) যা পোস্ট হবার মিনিট পাঁচেকের মধ্যেই গুগলের ১ম পেজে চলে আসছে।এবং সংখ্যায় যাই হোক বাংলাদেশ থেকে ভিজিটর তো আসছে।কিন্তু এসব পেজ নিয়ে আমি তো কোনো কাজই করিনি।

যদি এখনো ধৈর্য্য সহকারে এই লিখাটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ।

এবারে সাইটের কিছু তথ্য ফাঁস করে দিই

জুলাই ১০ এ শুরু করে প্রথম ১০০ ভিজিট(দৈনিক) এর মাইলস্টোন আমি পার হই ২০ জুলাই,এরপর জুলাই ২২ এ ৫০০ দৈনিক ভিজিট,জুলাই ৩১ এ প্রথম ১০০০ ভিজিট,অগাস্ট ২ এ ২০০০ ভিজিট,অগাস্ট ২০ এ ৫০০০ ভিজিট,সেপ্টেম্বর ২ এ ৭০০০ ভিজিট এভাবেই চলছে।আমি দিনকয়েক না থাকলেও ২০০০+ ভিজিট/দৈনিক পাচ্ছিই।

my site stats

ভিজিটরের এই সংখ্যা বেশি না হলেও হয়তো খারাপো না।তাই না?এর কারন কি?হ্যা বলতে দ্বিধা নেই এখন পর্যন্ত আমার সাইটে লাখেরও উপরে যেই ভিজিট হয়েছে তার ৯৫% ই আমার ৮৯ ব্লগের মধ্যে মাত্র ৩টা ব্লগে।আর তারমধ্যে এই একটি পেজেই হয়েছে ৬০০০০+ ভিজিট গত দেড় মাসে।

আর টাকা

হ্যা ভিজিটরের সাথে তাতো কিছু আসবেই।তবে এখনি আমি টাকা নিয়ে ভাবছি না।ঐটা অনেক পরের চিন্তা।আর ইতোমধ্যেই নিজস্ব ডোমেইন ও হোস্ট কেনা হয়ে গেছে।ঈদের পর ইনশাল্লাহ কাজ শুরু হবে।হ্যা উইন্ডোজ আমার প্রধান চিন্তা।আপাতত উইন্ডোজ ৭ কে পুঁজি করে এবং উইন্ডোজ ৮ কে টার্গেট করে আগাচ্ছি।

money

আচ্ছা কাজের কথা কি বললাম?জানি না এই পোস্ট করে কার কি উপকার হলো।তবে এখন কিছু কথা বলি,আমার নিজের অভিজ্ঞতা থেকে।ওয়েবসাইট খুলবেন ভালো কথা,কিছু জিনিস মেনে চলবেন।

  • আপনি যা জানেন তাই নিয়ে ওয়েবসাইট করুন।নাহলে বেশিদিন কাজ করতে পারবেন না।আর নতুন কন্টেন্টও লিখতে পারবেন না।
  • দুই নাম্বারি চিন্তা করে সফলতা আসবে না।বন্ধুদের দিয়ে সবাইকে বলেকয়ে বিজ্ঞাপনে ক্লিক?এইভাবে কতোটুকুই বা আর আগাবেন?
  • ব্লগ লিখার আগেই ভাবেন কেন লিখছেন,এইটার ডিমান্ড আজ কেমন,কিভাবে এবং কোথায় প্রচারনা চালাবেন।

যেমন একটা কথা বলি। আগেই বলেছি আমার প্রধান টার্গেট ছিল আমেরিকা।তাই যেমন ১ মাস এগে কোনো একদিন দেখলাম যে ঐ রাতে মহিলা বিভাগে বক্সিং-এর জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ।সাথে সাতেহ দুই প্রতিযোগীর নাম ,জীবনী ও ৩টা সাইট যারা ঐ ম্যাচটা ইন্টারনেটে লাইভ দেখাবে তাদের লিঙ্ক।এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন।কিছু ভিজিটর পেলাম কিনা বলেন?কারন আমার সাইটের অধিকাংশ ভিজিটরি তো ঐ দেশের।২ দিন পরেই পেজটা ডিলিট।

এবার প্রচারনা

এই টিউন লিখা শুরু করার আগে উইন্ডোজ ৮ লেটেস্ট ওয়ালপেপার নিয়ে একটা লিখা লিখলাম ব্লগে।তার ঘন্টা চারেক আগেই বিশ্বে বড়বড় কয়েকটি সাইটে (গুগল র‌্যাঙ্কে ১০০র মধ্যে) ব্যাকলিঙ্ক পোস্ট করা হয়েছে আমার ঐ ক্যাটাগরির।দিলেই তো আর সাথে সাথে ভিজিট হবে না।তাই ঐ লিঙ্ক দেয়া এবং তার পরে ব্লগ লিখা,সময়ের সর্বোচ্চ সদ্ব্যব্যবহার হলো বলেই আমার বিশ্বাস।

ads-008

  • সারাক্ষন পড়ে থাকুন।দেখুন কিভাবে কোত্থেকে আপনার সাইটে কেনো ভিজিটর আসছে।বিশেষত গুগল থেকে কি লিখে সার্চ দিয়ে আপনার সাইট পাওয়া যাচ্ছে তা লক্ষ্য রাখুন।যেমন আজো গত কয়েক ঘন্টায় মিলার গানের সাথে Soft এবং মাইক্রোসফট উইন্ডোজ ৭-এর সাথে .mp3 টার্ম দিয়ে সার্চ হয়ে ভিজিটর এসেছে!
  • সরাসরি কথা বলুন।উদ্দেশ্য ঠিক রেখেই কাজে নামবেন।যেমন আমি আমার কিছু পেজে পাবলিককে বলেছি আপনারা বিজ্ঞাপনে ক্লিক করুন।তো হয়েছেটা কি? আমি তো কোনো সমস্যা দেখছি না।ঐ পেজ তেমন আহামরি কিছু না জেনেই তো আমি….
  • লেগে থাকতে হবে।যেমন একটা নতুন সাইটে আমি একই কন্টেন্ট দিয়ে আজও গুগলে তা ১৫ দিনে খুঁজে পাইনি,কেননা ঐ ব্লগটা অপ্টিমাইজ করা না।আর একই কন্টেন্ট পোস্ট করে আমার নিজেরটাতে দিয়েই ১০ মিনিটের মাথায় প্রথম পেজে আমার সাইট,গুগল অবশ্যই।
  • যত পারুন সাইট খুলুন,তবে ফোকাস থাকবে একটা সাইটেই।ঐটাকে উপরে তোলাই হবে উদ্দেশ্য।
  • কপি পেস্ট করে বেশি দূর এগোতে পারবেন না জেনে রাখুন।

যানিনা লিখাটি আপনার কোনো কাজে আসলো কিনা।তবে আমার আসবে।কেননা এই লিখায় আমার সাইটের এড্রেস আমি দিয়েছি,এইটাই আমার লাভ!!!!!!সত্যি বলতে দোষ নাই।

আর আমি ওয়েবসাইট মেকিং ও এডসেন্সে নতুন।সুতরাং আমি যা বলেছি সেগুলা আমি করেছি, জিনিসটা এমন নয় যে আমি সঠিকটাই করেছি ।তাই না?

http://techtoday4u.blogspot.com/

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল হয়েছে

    মানলাম ভালো হইছে, কিন্তূ সাইট এর র‍্যাংকিং তো অনেক পিছনে ভাই । আর এই পোষ্ট এর সাকসেস এর মূলমন্ত্র হলো কমেন্ট । এই পোষ্ট এ কমেন্ট অনেক বেশী আছে তাই গুগল খুব দ্রত আপনার সাইট এর আপডেট মনিটর করছে । যাই হউক আপনি একবার ও কমেন্টকে গুরুত্ত্ব দিলেন না তাই এতো কথা । জানিনা আপনি কোন ধরনের কাজকে অপটিমাইজেশন এর সহায়ক মনে করেন বা আদৌ অপটিমাইজেশন এর প্রপার থিউরি আপনি জানেন কিনা । আমার অবশ্য অযথাই সময় নষ্ট হলো । তবু দোয়া করি আরো বেশী ভিজিটর যেন আপনার সাইট ভিজিট করে ।

    ধন্যবাদ সবাইকে …..

আপনার সাফল্যের কথা শুনে অনেক অনুপ্রেরনা পেলাম………
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালই লিখেছেন আর আপনার সাফল্যের কথা শুনে ভাল লাগলে।আর একটি কথা আপনার সাইটে ভাল টেম্পলট ব্যবহার করলে আরও প্রফেশনাল লাগতো।চালিয়ে যান তবে ডিজাইনের দিকটাও মনোযোগ দিয়েন ।

Level New

সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের মন্তব্যের জন্য।আর ডিজাইন/টেম্পলেট?হ্যা এই কথা বেশ কয়েকবার কথা শুনতে হয়ছে আমাকে।আসলে এক্ষেত্রে আমি মনে হয় অলস!কেননা ১০ মিনিট সময় ব্যয় করে ডিজাইন পরিবর্তন না করে ঐ সময়টাতেও কিভাবে নিজের সাইটের গুণগান করা যায় তাই ভাবি।আর যেহেতু নিজস্ব ডোমেইন/হোস্টে (http://www.windowsnewsupdate.com/ )চলে যাচ্ছি খুব শীঘ্রই তাই সেটার ডিজাইন নিয়েই ভাবছি।তবে এ টপিকেও এসে আমার আলাদা মতামত আছে।বলছি শুনুন-
আমি আমার সাইটে কোন অপারেটিং সিস্টেম থেকে কোন ব্রাউজার এমনকি কত রেজুলেশনের মনিটর থেকে ভিজিট হচ্ছে তাও সারাদিন নজরে রাখছি।একটা ভালো ডিজাইনের চেয়ে ঝামেলা ছাড়া তাড়াতাড়ি লোড হওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছি আমি।আর আপনারাই বলুন গুগল,বিং বা ইয়াহুর মধ্যে কার ডিজাইন সেরা?উত্তরটা গুগল না হওয়াটাই স্বাভাবিক।কিন্তু পাবলিকতো গুগলেই যায়।কেনো?
বিশ্বের টপ ১০০ ওয়েবসাইটের দিকে তাকান।আমার মনে হয় না সেখানে ভালো ডিজাইনের খুব ভালো উদাহরন আপনি দেখতে পাবেন।কেননা এসব সাইটকে উপরে তুলেছে তাদের কন্টেন্ট,তাদের ডিজাইন নয়।আপনি এইচপির ওয়েবসাইটে যান আর এরপর বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ডের সাইটে যান,আমার মনে হয় পরেরটাই ভালো লাগবে আপনার।কেনো?এইচপির কি সেই ক্ষমতা নেই সুন্দর ডিজাইন দিয়ে ভালো সাইট বানাবার?
হ্যা মামুন ভাইয়ের কথা সত্যি,ডিজাইন সুন্দর হলে অবশ্যই আরো ভালো হতো,কিন্তু আমার ক্ষেত্রে অন্য জিনিস বিশেষত কন্টেন্ট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যেমন আমার সাইটের এমন অনেক নিউজই আছে(ফর্মুলা ওয়ানের) যেগুলো কিনা বিবিসি বা সিএনএন তাদের সাইটে দেবার আগেই আমি দিয়েছি।সুতরাং সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকলাম কিন্তু আমি কন্টেন্ট দিয়ে,ডিজাইন দিয়ে না।
আবারো সবাইকে ধন্যবাদ।

ব্লগ ক্যাটালগের জাদু আছে…আপনার ব্লগের বিষয়টি ও আপনার নিয়মিত আপডেট আপনাকে এগিয়ে নিচ্ছে মনে হয়। ঈদের শুভেচ্ছা। ভাল থাকুন।

Bhalo likhechen!!!!!!!!

চালিয়ে যান ……….. আপনাদের সফলতাই আমাদের কাম্য

নিঃসন্দেহে চমৎকার একটি ব্লগ সাথে চমৎকার টিউন। কিন্তু তারপরও আপনার কিছু ভুল আছে। যাইহোক সেগুলো নাই বললাম কারন অনেকেই তা পছন্দ করে না। আরও এগিয়ে যান আরও সাফল্য পান সে কামনাই থাকলো। ধণ্যবাদ।

Level New

শাকিল ভাই,কি ভুল করছি তা জানার জন্যই তো আপনাকে মন্তব্য করতে বলা।কেননা আমার ব্লগিং-এর শুরুর প্রেরণাতো আপনি প্লাস আরো কয়েকজনই।
আমি সবসময়ই চাই আমার কাছের মানুষেরা যেনো আমার ভুল ধরে।নাহলেতো ভুলগুলা থেকেই যাবে আর আমারো ভালো কিছুশেখা হবে না।আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
আর আমার ব্লগে টেম্পলেট নিয়ে কাজ করছি।তাই এই মুহুর্তে কিছুটা ভজঘট অবস্থা হয়ে আছে।

Level 0

অনেক কিছুই শিখলাম নতুন করে। অসংখ্য ধন্যবাদ অসাধারন এই টিউনটির জন্য।

Level 0

Outrageous !